খেলাধুলা
নাসিমের তোপে লন্ডভন্ড ঢাকার ব্যাটিং লাইন-আপ

বিপিএলে এবার তার খেলার কথা শোনা যাচ্ছিল খুলনা টাইগার্সে। শেষমুহূর্তে দল পাল্টে হয়ে যান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। একদিন আগেই এসেছেন ঢাকায়।
কিন্তু নাসিম শাহকে দেখে মনে হলো না কন্ডিশন, ভ্রমণকান্তি কিংবা প্রস্তুতির ঘাটতি বোধ করছেন। বিপিএলে এবার নিজের প্রথম ম্যাচেই রীতিমত আগুনঝরা বোলিং করলেন এই পাকিস্তানি পেসার।
মিরপুর শেরে বাংলায় নাসিমের আগুনে পুড়ে ছাই হলো ঢাকা ডমিনেটর্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারলো ৬০ রানের বিশাল ব্যবধানে। নাসিম ৪ ওভার বল করে ১২ রান দিয়ে একাই নিয়েছেন ৪ উইকেট।
সাত ম্যাচে এটি কুমিল্লার চতুর্থ জয়, এখন তারা আছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে ছয় নম্বর হার ঢাকার, নাসিরের দল তলানিতে।।
১৬৫ রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১০৪ রানেই থেমেছে ঢাকা। দলের ব্যাটারদের মধ্যে কেবল উসমান গনি বিশের বেশি করেছেন। তবে তার ৩৪ বলে ৩৩ রানের ইনিংসটি ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। অধিনায়ক নাসির হোসেন করেন ১৫ বলে ১৭। আরও একবার ব্যর্থ সৌম্য, আজ আউট হয়েছেন মাত্র ৩ করে।
এর আগে ১৫ ওভার শেষে কুমিল্লার ভিক্টোরিয়ান্সের রান ছিল ৪ উইকেটে মোটে ১০৯। সেখান থেকে শেষ ৫ ওভারে আরও ৫৫ রান যোগ করে ইমরুল কায়েসের দল। সেটা সম্ভব হয়েছে খুশদিল শাহ ও জাকের আলির ঝোড়ো ব্যাটিংয়ে।
খুশদিল ১৭ বলে দুটি করে চার-ছক্কায় খেলেন ৩০ রানের ইনিংস। জাকের আলি ১০ বলে একটি করে চার-ছক্কায় করেন অপরাজিত ২০। সবমিলিয়ে ৬ উইকেটে ১৬৪ রানের লড়াকু পুঁজিই পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ রিজওয়ানকে (৩) হারায় কুমিল্লা। তাকে বোল্ড করেন আল আমিন হোসেন। এরপর লিটন দাস ২০ বলে ২০ রানের ইনিংস খেলে নাসির হোসেনকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন।
মাঝে কিছুটা সময় দলকে ভরসা দিয়েছেন অধিনায়ক ইমরুল কায়েস আর জনসন চার্লস। ইমরুল ২২ বলে ২৮ আর চার্লস ২৫ বলে ৩২ করে আউট হন। মোসাদ্দেক হোসেন করেন ১১ বলে ৯। ইনিংসের তখন ২১ বল বাকি, কুমিল্লার বোর্ডে তখন মাত্র ১২২।
সেখান থেকে খুশদিল আর জাকের ব্যাটে ঝড় তুলেছেন। খুশদিল আউট হওয়ার পর ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন জাকের। তাসকিন আহমেদের শেষ ওভারে একটি ছক্কা আর চার হাঁকান তিনি।
নাসির আরেকবার বল হাতে সফল। ১৯ রানে নিয়েছেন ২টি উইকেট। তাসকিন ২৮ রানে আর আল আমিন ৩৩ রান খরচ করেছেন এক উইকেট পেতে।
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত ও প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

খেলাধুলা
টিভিতে দেখুন আজকের খেলা

অনূর্ধ্ব–১৯ নারী টি–২০ বিশ্বকাপে আজ আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ান ওপেনে দেখা যাবে কোয়ার্টার ফাইনালের খেলা।
বিগ ব্যাশ
মেলবোর্ন স্টার্স-সিডনি থান্ডার্স
বেলা ২-১৫ মি,সনি টেন ১
অস্ট্রেলিয়ান ওপেন
কোয়ার্টার ফাইনাল
সকাল ৬টা ও বেলা ২টা,সনি স্পোর্টস টেন ২ ও ৫
অনূর্ধ্ব–১৯ নারী টি–২০ বিশ্বকাপ
বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত
বিকেল ৫–৪৫ মি.,র্যাবিটহোল, আইসিসি
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
বিকেল ৫-৪৫ মি.,র্যাবিটহোল, আইসিসি
বুন্দেসলিগা
মেইঞ্জ-ডর্টমুন্ড
রাত ১১-৩০ মি.,সনি টেন ২
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত ও প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
আইপিএলের নিলামে ৮ বাংলাদেশি নারী ক্রিকেটার

সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস এবার ভারতের সাড়া জাগানো টি-টোয়েন্টি ফ্র্যাঞ্জাইজি আসর আইপিএলে খেলবেন। পাশাপাশি এক ঝাঁক নারী ক্রিকেটারেরও এবারের মহিলা আইপিএল খেলার সম্ভাবনা দেখা যাচ্ছে।
নারী আইপিএলের নিলামে এবার বাংলাদেশের ৮ জন ক্রিকেটার থাকছেন। বিসিবি থেকে ক্রিকেটারদের নামের তালিকা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের কাছে পাঠানো হয়েছে।
নিলামের জন্য নাম পাঠানো ৮ ক্রিকেটার হলেন- সালমা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, নিগার সুলতানা, নাহিদা আকতার, মারুফা আকতার, রিতুমনি ও স্বর্ণা আকতার।
প্রসঙ্গত, আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএলের নারী ক্রিকেটের নিলাম অনুষ্ঠিত হবে।
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত ও প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
উত্তাপ ছড়ানো মেসি-রোনালদো দ্বৈরথে শেষ হাসি পিএসজির

নান্দনিক এক ফুটবল ম্যাচের সাক্ষী হয়ে থাকল সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়াম। সৌদি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আয়োজনে রিয়াদ অল স্টার বনাম পিএসজির ম্যাচটি রীতিমতো মুগ্ধতা ছড়িয়েছে। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে মেসি-রোনালদোর এ দ্বৈরথ হয়ে থাকল স্মরণীয়।
প্রীতি ম্যাচে দুদলই দিয়েছে নিজেদের সেরাটা। ৬০ মিনিটের আগ পর্যন্ত তিনবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি পিএসজি। তবে এরপর দ্রুত দুই গোল করে জয়টা নিশ্চিত করে নেয় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। মেসি-রোনালদোর স্মরণীয় এ দ্বৈরথে ৫-৪ গোলের জয় পেয়েছে মেসি-নেইমারের পিএসজি।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে অল স্টার একাদশ। তবে বল দখলে আধিপত্য দেখিয়ে স্বাগতিকদের প্রথম ধাক্কাটা দিয়েছে পিএসজি। ম্যাচের তৃতীয় মিনিটে লিওনেল মেসির গোলে লিড পেয়ে যায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
নেইমারের পাস থেকে বক্সের বাঁ পাশ থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করেন মেসি। পিছিয়ে পড়েও ঘাবড়ে যায়নি অল স্টার একাদশ। ষষ্ঠ মিনিটে প্রথম সুযোগ পান রোনালদো। সতীর্থের থ্রু বল ধরে এগিয়ে বক্সের বাইরে থেকে পর্তুগিজ মহাতারকার বাঁ পায়ের শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক কেইলর নাভাস। ৩৪তম মিনিটে পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস রোনালদোকে ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় অল স্টার। স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান অধিনায়ক রোনালদো। ২৫তম মিনিটে একবার জালে বল জড়ান কিলিয়ান এমবাপে। কিন্তু অফসাইডে বাতিল হয় সে গোল।
৩৯তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির ডিফেন্ডার হুয়ান বার্নেট। ফলে ১০ জনের দলে পরিনত হয়ে যায় পিএসজি। কিন্তু একজন কম নিয়েই ৪ মিনিটের মাথায় আবারও লিড নেয় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।
৪৩ তম মিনিটে এমবাপের ক্রস থেকে জালে বল জড়ান মারকুইনহোস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একবার পেনাল্টি পায় পিএসজি। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। কিন্তু পিএসজিকে লিড ধরে রাখতে দেননি রোনালদো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সবাইকে চমকে দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন পর্তুগিজ মহাতারকা। ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।
বিরতির পর খেলা হয়েছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন। তবে ২৫ মিনিটের ব্যবধানে ৩ গোল করে জয়টা এক প্রকার নিশ্চিতই করে ফেলে পিএসজি। শুরুটা করেন সার্জিও রামোস। ৫৩তম মিনিটে এমবাপের দেওয়া পাস বটম লেফট কর্ণার থেকে জালে জড়ান স্প্যানিশ ডিফেন্ডার।
এবারও সমতায় ফিরতে দেরি করেনি অল স্টার একাদশ। ৫৬তম মিনিটে গঞ্জালো মার্টিনেজের পাস থেকে স্কোরলাইন ৩-৩ করেন হিউন সো। কিন্তু বিধি বাম। এবারও স্বস্তির নিশ্বাস ফেলতে পারেনি স্বাগতিকরা।
৬০তম মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে হ্যান্ডবল হয় অল স্টারের ডিফেন্ডার আলী আল বুলায়হির। আর তাতে পেনাল্টি পেয়ে যায় পিএসজি। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দিতে ভুল করেননি কিলিয়ান এমবাপে।
লিড নিয়ে এবার আর অল স্টারকে সমতায় ফিরতে দেয়নি পিএসজি। উল্টো ৭৮তম মিনিটে একিটিকের গোলে ২ গোলের ব্যবধানে এগিয়ে যায় লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।
এরপর আর দ্রুত ম্যাচে ফিরতে পারেনি অল স্টার। তাই অতিরিক্ত সময়ে টেলিস্কার গোল শুধু ব্যবধানই কমিয়েছে। ৫-৪ গোলে শেষ হয় মেসি-রোনালদোর বহুল প্রতীক্ষিত দ্বৈরথ।
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত ও প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
গিলের ডাবল সেঞ্চুরির দিনেও হারতে বসেছিল ভারত

তরুণ ওপেনার শুভমান গিলের (২০৮) ডাবল সেঞ্চুরিতে ৩৪৯ রানের পাহাড় গড়েও পরাজয়ের শঙ্কায় পড়েছিল ভারত; কিন্তু শার্দুল ঠাকুরের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শঙ্কা উড়িয়ে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২০ রান। মাইকেল ব্রেসওয়েল প্রথম বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের পথেই রাখেন।
পরের বলে বাউন্স দেন শার্দুল ঠাকুর। আম্পায়ার ওয়াইডের শঙ্কেত দেওয়ার পাশাপাশি ওয়ান বাউন্স দেন। দ্বিতীয় বলটি ঠিক ব্রেসওয়েলের পায়ের গোড়ালিতে মারেন শার্দুল। আম্পায়ার সঙ্গে সঙ্গে এলবিডব্লিউ আউট দেন। রিভিও নিয়েও শেষ রক্ষা হয়নি।
শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৭৮ বলে ১২টি চার আর ১০টি ছক্কার সাহায্যে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মাইকেল ব্রেসওয়েল। তার আউটের মধ্য দিয়ে ৪৯.২ ওভারে ৩৩৭ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ১২ রানের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে যায় স্বাগতিক ভারত।
বুধবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিক ভারত। এদিন ইনিংস ওপেন করতে নেমে শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে ১৪৯ বল মোকাবেলা করে ১৯টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা ২০৮ রান করেন শুভমান।
শুভমানের ডাবল সেঞ্চুরি আর রোহিত শর্মার ৩৮ বলের ৩৪, সূর্যকুমারের ২৬ বলের ৩১ রানে ভর করে ৮ উইকেটে ৩৪৯ রানের পাহাড় গড়ে ভারত।
৩৫০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৩১ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় নিউজিল্যান্ড। দলের নিশ্চিত পরাজয় জেনেও বুক চিতিয়ে লড়াই করে গেছেন মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার। তাদের দায়িত্বশীলতায় খেলায় ফেরার পাশাপাশি জয়ের স্বপ্ন দেখে কিউইরা। সপ্তম উইকেটে তারা ১০২ বলে ১৬২ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। এই জুটিতেই সেঞ্চুরি তুলে নেন ব্রেসওয়েল। আর ফিফটি হাঁকান স্যান্টনার।
জয়ের জন্য শেষ ৩০ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৫৯ রান। ১০৭ ও ৫৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের স্বপ্ন দেখিয়ে যাচ্ছিলেন ব্রেসওয়েল ও স্যান্টনার।
৪৬তম ওভারে মোহাম্মদ সিরাজের করা চতুর্থ বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন স্যান্টনার। তিনি ৪৫ বলে সাত চার আর এক ছক্কায় ৫৭ রান করে ফেরেন। পরের বলে ওয়াইড দেন সিরাজ। পঞ্চম বলে বোল্ড হয়ে যান নতুন ব্যাটসম্যান হেনরি শিপলি।
পরপর দুই ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ফের চাপের মুখে পড়ে যায় নিউজিল্যান্ড। নবম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে ব্রেসওয়েলকে ভালোই সঙ্গ দেন পেসার লুকি ফার্গুসন। নবম উইকেটে ১৬ বলে তারা যোগ করেন ৩৪ রান।
জয়ের জন্য শেষ ১২ বলে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২৪ রান। ৪৯তম ওভারে তৃতীয় বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ফার্গুসন। ওই ওভারে এক উইকেট হারিয়ে নিউজিল্যান্ড করতে পারে মাত্র ৪ রান।
জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। শার্দুল ঠাকুরের করা ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান ব্রেসওয়েল। দ্বিতীয় বলে ব্রেসওয়েল আউট হলে তীরে গিয়ে তরী ডুবে নিউজিল্যান্ডের।
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত ও প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
খেলাধুলা
মেসিদের বিপক্ষে অধিনায়ক রোনালদোই

প্রায় দুই বছরেরও বেশি সময় পর মুখোমুখি হতে যাচ্ছেন বর্তমান বিশ্বের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। সবশেষ তারা লড়েছিলেন ২০২০ সালের ডিসেম্বরে, চ্যাম্পিয়ন্স লিগে।
অবশেষে আরও একটি মেসি-রোনালদো দ্বৈরথ এবং সম্ভবত শেষবার। সময়ের প্রবাহতায় দুজন এখন দুই ভুবনের বাসিন্দা। মেসি খেলছেন ইউরোপের দল প্যারিস সেন্ট জার্মেইয়ে, রোনালদো সৌদি আরবের ক্লাব আল নাসরে।
মূলত মেসি-রোনালদোর লড়াইটা হবে একটি প্রীতি ম্যাচে। যেখানে সৌদি অল স্টার একাদশ খেলবে পিএসজির বিপক্ষে। এত বছর পর দুই মহাতারকার লড়াই, সেটাও আবার সৌদি আরবের মাটিতে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ।
মেসি-রোনালদোর লড়াই দেখতে টিকিটের আবেদন জমা পড়েছে অনেক। শুধু তাই নয়, এই ম্যাচে একটি বিশেষ টিকিটের দাম উঠেছে ২৬ কোটি টাকা! স্বাভাবিকভাবেই এই চিত্রটা বলে দিচ্ছে, সৌদি অল স্টার একাদশ এবং পিএসজির মধ্যে যে প্রীতি ম্যাচটি কতটা আরাধ্য।
আগামী ১৯ জানুয়ারি রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। মাঠে বসে খেলা দেখতে পারবেন ৬৮ হাজার দর্শক। কিন্তু এই ম্যাচে টিকিটের আবেদন এসেছে ২০ লাখেরও বেশি।
কাদের কপাটে জুটবে, টিকিট তা নিয়ে বেশ চাপে আয়োজকরা। এরই মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রোনালদোকে আর্মব্যান্ড পরিয়ে দেওয়া হচ্ছে।
এছাড়া রোনালদোর অধিনায়ক থাকার বিষয়টি টুইট করে নিশ্চিত করেছেন সৌদি আরবের সাধারণ বিনোদন কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান তুর্কি আল-শায়েখ। তিনিও আর্মব্যান্ড পরার ভিডিওটি টুইটে সংযুক্ত করেছেন।