Connect with us

খেলাধুলা

নাসিমের তোপে লন্ডভন্ড ঢাকার ব্যাটিং লাইন-আপ

Published

on

ব্লক

বিপিএলে এবার তার খেলার কথা শোনা যাচ্ছিল খুলনা টাইগার্সে। শেষমুহূর্তে দল পাল্টে হয়ে যান কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। একদিন আগেই এসেছেন ঢাকায়।

কিন্তু নাসিম শাহকে দেখে মনে হলো না কন্ডিশন, ভ্রমণকান্তি কিংবা প্রস্তুতির ঘাটতি বোধ করছেন। বিপিএলে এবার নিজের প্রথম ম্যাচেই রীতিমত আগুনঝরা বোলিং করলেন এই পাকিস্তানি পেসার।

মিরপুর শেরে বাংলায় নাসিমের আগুনে পুড়ে ছাই হলো ঢাকা ডমিনেটর্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হারলো ৬০ রানের বিশাল ব্যবধানে। নাসিম ৪ ওভার বল করে ১২ রান দিয়ে একাই নিয়েছেন ৪ উইকেট।

সাত ম্যাচে এটি কুমিল্লার চতুর্থ জয়, এখন তারা আছে পয়েন্ট তালিকার তিন নম্বরে। অন্যদিকে সমান ম্যাচে ছয় নম্বর হার ঢাকার, নাসিরের দল তলানিতে।।

১৬৫ রান তাড়া করতে গিয়ে ৯ উইকেটে ১০৪ রানেই থেমেছে ঢাকা। দলের ব্যাটারদের মধ্যে কেবল উসমান গনি বিশের বেশি করেছেন। তবে তার ৩৪ বলে ৩৩ রানের ইনিংসটি ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। অধিনায়ক নাসির হোসেন করেন ১৫ বলে ১৭। আরও একবার ব্যর্থ সৌম্য, আজ আউট হয়েছেন মাত্র ৩ করে।

এর আগে ১৫ ওভার শেষে কুমিল্লার ভিক্টোরিয়ান্সের রান ছিল ৪ উইকেটে মোটে ১০৯। সেখান থেকে শেষ ৫ ওভারে আরও ৫৫ রান যোগ করে ইমরুল কায়েসের দল। সেটা সম্ভব হয়েছে খুশদিল শাহ ও জাকের আলির ঝোড়ো ব্যাটিংয়ে।

খুশদিল ১৭ বলে দুটি করে চার-ছক্কায় খেলেন ৩০ রানের ইনিংস। জাকের আলি ১০ বলে একটি করে চার-ছক্কায় করেন অপরাজিত ২০। সবমিলিয়ে ৬ উইকেটে ১৬৪ রানের লড়াকু পুঁজিই পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই মোহাম্মদ রিজওয়ানকে (৩) হারায় কুমিল্লা। তাকে বোল্ড করেন আল আমিন হোসেন। এরপর লিটন দাস ২০ বলে ২০ রানের ইনিংস খেলে নাসির হোসেনকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন।

মাঝে কিছুটা সময় দলকে ভরসা দিয়েছেন অধিনায়ক ইমরুল কায়েস আর জনসন চার্লস। ইমরুল ২২ বলে ২৮ আর চার্লস ২৫ বলে ৩২ করে আউট হন। মোসাদ্দেক হোসেন করেন ১১ বলে ৯। ইনিংসের তখন ২১ বল বাকি, কুমিল্লার বোর্ডে তখন মাত্র ১২২।

সেখান থেকে খুশদিল আর জাকের ব্যাটে ঝড় তুলেছেন। খুশদিল আউট হওয়ার পর ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন জাকের। তাসকিন আহমেদের শেষ ওভারে একটি ছক্কা আর চার হাঁকান তিনি।

নাসির আরেকবার বল হাতে সফল। ১৯ রানে নিয়েছেন ২টি উইকেট। তাসকিন ২৮ রানে আর আল আমিন ৩৩ রান খরচ করেছেন এক উইকেট পেতে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অর্থনীতি

সেরা করদাতা সাকিব-রিয়াদ-তামিম

Published

on

ব্লক

সেরা করদাতার তালিকায় এবারও নিজের অবস্থান ধরে রেখেছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলোয়াড় শ্রেণিতে এবার সাকিবসহ তিন ক্রিকেটার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন। শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। এরপরের অবস্থানে যথাক্রমে মো. মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল খান।

গত বছরও এই তালিকায় তিন ক্রিকেটার ছিলেন। এবার নতুন করে এ তালিকায় যুক্ত হয়েছেন রিয়াদ।

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য খেলোয়াড়সহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন। এরইমধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।

সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর। ২০১৬ সাল থেকে রাজস্ব বোর্ড সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

কত টাকায় দেখা যাবে মিরপুরের টেস্ট, জানালো বিসিবি

Published

on

ব্লক

আগামীকাল ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমটিতে ইতিহাসগড়া জয় পেয়ে বাংলাদেশ দলের সামনে এখন ইতিহাসের হাতছানি। সিলেটে সাদা পোশাকে কিউইদের ১৫০ রানে হারিয়েছে টাইগাররা। এবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে হার এড়োলেই প্রথমবারের মতো কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে নাজমুল হোসেন শান্তর দল।

মিরপুরে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এই ইতিহাসের সাক্ষী হওয়ার সুযোগ থাকছে দর্শক-সমর্থকদের সামনে। আগামীকালের এই ম্যাচের গ্যালারির টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি।

হোম অব ক্রিকেটে বসে খেলা দেখতে হলে দর্শকদের সর্বনিম্ন গুণতে হবে ১০০ টাকা। এ দামে পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়।

এ ছাড়া ক্লাব হাউসের ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে গুনতে হবে ৫০০ টাকা। আর সর্বোচ্চ পর্যায়ের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। এই টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।

বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট ম্যাচটির টিকিট শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে কেনা যাবে। ম্যাচের আগের দিন ও ম্যাচ ডেতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে টিকিট।

ম্যাচের টিকিটের দাম

(১) গ্রান্ড স্ট্যান্ড- ১০০০ টাকা
(২) ভিআইপি স্ট্যান্ড- ৫০০ টাকা
(৩) ক্লাব হাউজ- ৩০০ টাকা
(৪) নর্থ/সাউথ স্ট্যান্ড- ২০০ টাকা
(৫) ইস্টার্ন স্ট্যান্ড- ১০০ টাকা

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

মিরপুরের মতো এত খেলা বিশ্বের কোনো পিচে হয় না

Published

on

ব্লক

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ইতিহাস গড়ার পর সিরিজ জিততে মুখিয়ে আছে বাংলাদেশ। আগামীকাল মিরপুর শের-ই-বাংলায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। অবশ্য ঢাকা টেস্টের আগে আলোচনায় মিরপুরের রহস্যময় পিচ।

মিরপুরের রহস্যময় পিচ নিয়ে দ্বিধায় আছে স্বাগতিক দলও। টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ভাষায়, এই টেস্ট মিরপুরে, যেখানে মাঝে মাঝে আপনি কয়েকটা সেশন খেলার আগপর্যন্ত পিচ সম্পর্কে বুঝতে পারবেন না। কারণ এখানে অনেক বেশি খেলা হয়। আমার মনে হয় না বিশ্বের আর কোনো ক্রিকেট পিচে এত খেলা হয়। তবে আমরা তেমন একটা পরিবর্তনের কথা এই মুহূর্তে ভাবছি না।

বাংলাদেশে বাড়তি পাওয়া সম্পর্কে হাথুরু বলেন, আপনি নিশ্চয়ই কন্ডিশন দেখে কম্বিনেশন সাজাবেন। প্রতিপক্ষ কী করছে আপনার সীমাবদ্ধতা কোথায় এসব টেকটিক্যাল। আফগানিস্তানের বিপক্ষে এখানে সর্বশেষ যে টেস্ট হয়েছে তখন পিচ অন্যরকম ছিল। উইকেট প্রস্তুত করার জন্য অনেক সময় পাওয়া গিয়েছিল। ৩ পেসার নিয়ে খেলা হয়েছিল প্রতিপক্ষের কথা মাথায় রেখে। আমাদের এখন যে স্কিল আছে সে অনুযায়ী খেলব। আমরা এখন যেভাবে ইচ্ছা সেভাবে কম্বিনেশন সাজাতে পারি, এটা বাংলাদেশের জন্য বাড়তি পাওয়া।

দলে কেউ আত্মতুষ্টিতে ভুগছে কি না এমন প্রশ্নে হাথুরু বলেন, কে আত্মতুষ্টিতে ভুগছে, তা তো আমি দেখতে পাব না। যদি কারও কর্মকাণ্ডে তা বোঝা যায়, তাহলে আমি তার সঙ্গে কথা বলতে পারি। তবে আমার মনে হয় না, সে রকম কিছু আছে। গতকাল আমাদের সবার সঙ্গে লম্বা আলোচনা হয়েছে। দলে অনেক শক্তিশালী নেতৃত্ব আছে। অভিজ্ঞ নেতৃত্ব। যেমন মুশি ও মুমিনুল। ওরা কাল কী বলেছে জানি না, কারণ বাংলায় বলেছে। তবে যা বলেছে, তা বেশ আবেগপ্রবণ মনে হয়েছে। হ্যাঁ, আমি দলের মধ্যে কোনো ‘টল পপিজ’ দেখছি না।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে সিলেট টেস্টে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার খেলায় মুগ্ধ হয়েছেন হেডকোচও। মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, অধিনায়কত্ব ও নেতৃত্ব দুটো আলাদা জিনিস। অধিনায়কত্ব ছিল চমৎকার। টেকটিক্যালি সে একদম ঠিকঠাক ছিল। খেলায় সে বেশির ভাগ সময়ই নিজে আগে এগিয়ে এসেছে। মুগ্ধ করার মতো ফিল্ড প্লেসিংও ছিল। কোনো কোনো সময় কিছুটা আনঅর্থডোক্স কিন্তু সেটা খুবই কাজের ছিল।

শান্তর সামনে লম্বা সময় পড়ে আছে, সেটাও বিশ্বাস করেন এই কোচ, নেতৃত্বও চমৎকার ছিল। পারফরম্যান্স দিয়েই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। সম্মানটা সে আদায় করেছে আর একটা স্ট্যান্ডার্ডও চেয়েছে। আমার মনে হয় তার সামনে লম্বা ভবিষ্যৎ আছে। তাকে অধিনায়ক করা বোর্ডের সিদ্ধান্ত। সঠিক সময়ে তারাই সিদ্ধান্ত নেবে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারালো বাংলাদেশ

Published

on

সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারালো বাংলাদেশ

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম ম্যাচ ৩-০ গোলে জিতেছিল। এবার দ্বিতীয় ম্যাচে রীতিমতো গোল উৎসব করলো বাংলাদেশের মেয়েরা। আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারালো বাংলাদেশ।

দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বিশাল জয় তুলে নিয়েছে সাবিনার দল। বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসে কোনো বড় প্রতিপক্ষের বিপক্ষে এটাই সবচেয়ে ব্যবধানে জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। লিড নিতেও বেশি সময় ব্যয় করতে হয়নি তাদের। ম্যাচের ১৫ মিনিটে আগের ম্যাচে জোড়া গোল করা তহুরা খাতুনের গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।

এরপর তিন মিনিটের মাথায় আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। সাবিনের কর্নার কিক থেকে ডি বক্সের ভেতরে বল পেয়ে জালে জড়ান ঋতুপর্না চাকমা। তার গোলে জোড়া লিড পায় বাংলাদেশ।

এরপরও আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে সাবিনা-সানজিদারা। ম্যাচের ২৪ মিনিটে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ৩-০ তে এগিয়ে দেন তহুরা।

এরপরও একাধিক আক্রমণ করে বাংলাদেশ। তবে আর কোনো গোল না হলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতিতে থেকে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। ম্যাচের ৫৭ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ মিস করেন তহুরা। সিঙ্গাপুরের গোলরক্ষকের গায়ে লেগে বলটি যায় সানজিদার পায়ে। সেই সুযোগে বাম পায়ের জোড়ালো শটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন তিনি।

৬১ মিনিটে এক ডিফেন্ডারকে এড়িয়ে বক্সে ঢুকে ঋতুপর্ণা বাঁ পায়ে জোরালো শটে দলকে পঞ্চম গোল এনে দেন। ৭৫ মিনিটে শামসুন্নাহার ‍জুনিয়রের পাসে সাবিনা দারুণ প্লেসিং করে ষষ্ঠ গোল পাইয়ে দেন। শেষ দুটি গোল এসেছে দুই বদলি খেলোয়াড়ের কাছ থেকে। ৮৭ মিনিটে বদলি সুমাইয়া মাৎসুশিমা দারুণ এক সাইড ভলিতে গোল করে দর্শকদের আনন্দ আরও বাড়িয়ে দেন।

যোগ করা সময়ে শামসুন্নাহার জুনিয়র প্লেসিং করে দলকে অষ্টম গোল পাইয়ে সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। সিঙ্গাপুর এই অর্ধে কোনও সুযোগই পায়নি। দীর্ঘদেহী বরুশিয়ার স্ট্রাইকার একাধিকবার বল পেলেও কিছুই করতে পারেনি। দেখাতে পারেনি পায়ের ঝলক। দুই ম্যাচে টানা জিতে বাংলাদেশের মেয়েরা বছরটি শেষ করলো দারুণভাবে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

খেলাধুলা

সিঙ্গাপুরকে পাত্তাই দিল না বাংলাদেশ

Published

on

ব্লক

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১২ ধাপ এগিয়ে আছে সিঙ্গাপুর। এবার সেই সিঙ্গাপুরকে কোনো পাত্তাই দিল না বাংলাদেশের মেয়েরা। তহুরা খাতুনের জোড়া গোলে অতিথি দলটিকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের মেয়েদের কাছে ৩-০ গোলে হেরেছে দলটি।

শুক্রবার (১ ডিসেম্বর) কমলাপুরের সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেল বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেন তহুরা খাতুন, অন্য গোলটি করেছেন আফিদা খাতুন।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটে গোল করেন আফিদা খাতুন। কর্ণার থেকে আসা বলে হেড নেন আফিদা। বল বারপোস্টে বাধা পেলেও পড়ে গোললাইনের ভিতরে। লিড পেয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ১৫ মিনিটে তহুরা খাতুনের গোলে ২-০ গোলের লিড পেয়ে যায় বাংলাদেশ। এই গোলে অবশ্য কৃতিত্ব বেশি মারিয়া মান্ডার। ডি-বক্সের বাইরে দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে বল পাস করেন তহুরা। ফাঁকা বল পেয়ে নিশানা ভেদ করতে ভুল করেননি তহুরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ৫৯ মিনিটে ব্যবধানটা ৩-০ করেন আফিদা খাতুন। মাঝমাঠ থেকে দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন মাসুরা পারভিন। এই ডিফেন্ডারের বাড়ানো লং পাস দারুণ দক্ষতায় রিসিভ করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালের লক্ষ্যে পাঠান আফিদা। ম্যাচের বাকিটা সময় আর গোলের দেখা পায়নি কেউই। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

এই জয়ে ২০১৭ সালে সিঙ্গাপুরের বিপক্ষে হারের প্রতিশোধ নেয়া হয়ে গেল বাংলাদেশের।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

December 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31