বাদ হয়ে গেল জেএসসি ও জেডিসি পরীক্ষা

বাদ হয়ে গেল জেএসসি ও জেডিসি পরীক্ষা
জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা নেওয়ার কথা উল্লেখ না থাকায় এ দুই পরীক্ষা আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সুপারিশ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।

সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের শিক্ষাক্রম অনুযায়ী জেএসসি ও জেডিসি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি বিধায় ২০২২ ও ২০২৩ এবং পরবর্তীসময়ে এ দুই পরীক্ষা বাতিল বিষয়ক প্রস্তাবের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী।

করোনা সংক্রমণের কারণে এর আগে গত তিন বছরে এ দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

২০২২ সালের জুন মাসে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, 'আগামী বছর (২০২৩) থেকে নতুন কারিকুলাম শুরু হচ্ছে। এটি অষ্টম শ্রেণি পর্যায়ে শুরু হবে ২০২৪ সালে; এ বছর পরীক্ষা হবে না। কাজেই আগামী বছরও পরীক্ষা নেওয়ার কোনো কারণ নেই।'

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি