ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কোমায়

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কোমায়
ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে। বর্তমান তনি কোমায় আছেন। গত সোমবার (১০ আগস্ট) বাথরুমে পড়ে আহত হন তিনি। পরে হাসপাতালে নিলে তার শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। তখন থেকেই তনি আইসিইউতে ছিলেন।

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তিনি কোমায় আছেন বলে জানানো হয়েছে আর্মির রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতাল থেকে।

হাসপাতালে যাওয়ার পর করোনা পজিটিভ হওয়ার খবর নিজেই টুইট করেছিলেন প্রণব। ওইদিন ভর্তি হওয়ার পরপরই তার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধতে দেখা যায়। তখনই তার অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। জমাট রক্ত অপসারণ করলেও তার অবস্থা সংকটাপন্ন হতে থাকে, রাখা হয় ভেন্টিলেটরের সহায়তায়।

প্রণবের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি বলে জানিয়েছেন সেনা হাসপাতাল কর্তৃপক্ষ। নতুন করে তারা জানালেন, গভীর কোমায় চলে গেছেন সাবেক প্রেসিডেন্ট। ভেন্টিলেশনে থাকতে থাকতেই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়