বাজার মূলধন কমেছে প্রায় ৬ হাজার কোটি টাকা, বেড়েছে লেনদেন

বাজার মূলধন কমেছে প্রায় ৬ হাজার কোটি টাকা, বেড়েছে লেনদেন
এক সপ্তাহে দেশের শেয়ারবাজারের মূলধন কমেছে প্রায় ৬ হাজার কোটি টাকা। তবে সব মূল্য সূচকের উত্থানের সঙ্গে লেনদেন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২১ দশমিক০৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে। একইসঙ্গে ‘ডিএস ৩০’ সূচকে ৫ দশমিক ৬৫ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচকে ৪ দশমিক ৩০ পয়েন্ট যোগ হয়েছে।

গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে ৯৮৮ কোটি ৪৩ লাখ ৭৩ হাজার ৪৬৮ টাকা। পাঁচ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ২ হাজার ১২১ কোটি ৪০ লাখ ৫৭ হাজার ৯১৯ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে । সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটির বাজার মূলধন কমেছে ৫ হাজার ৯১৬ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার টাকার বা দশমিক ৭৮ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬০ হাজার ৬০৮ কোটি ৮১ লাখ ৮৯ হাজার ২৪৬ টাকা। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন নেমেছে ৭ লাখ ৫৪ হাজার ৬৯২ কোটি ৩৩ লাখ ৪৫৪ টাকায়।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১০টির শেয়ারদরই অপরিবর্তিত ছিল। দর কমেছে ১০৮টির, বিপরীতে ৬২ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।

সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৩৫ কোটি ৩০ লাখ ৪১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২৯ দশমিক ০৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮৮ শতাংশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত