‘বঙ্গবন্ধু গোল্ড কাপ’ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। বিজেএমই ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ( বিইউএফটি) আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা গত ৯ জানুয়ারি বিইউএফটির স্থায়ী ক্যাম্পাস আশুলিয়ার মাঠে অনুষ্ঠিত হয়।
এ টুর্নামেন্টে ১৮টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। ফাইনাল ম্যাচে ইউল্যাব ৪-০ গোলে বিইউএফটি-কে পরাজিত করে। ইউল্যাবের গোলরক্ষক আজিজুর রহমান পিয়াশ ম্যান অব দ্য ম্যাচ এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক নির্বাচিত হোন। ইউল্যাবকে চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা দেয়া হয়।