চলতি সপ্তাহেই ৩ হাজার কর্মী ছাঁটাইয়ে গোল্ডম্যান স্যাকস

চলতি সপ্তাহেই ৩ হাজার কর্মী ছাঁটাইয়ে গোল্ডম্যান স্যাকস
চলতি সপ্তাহেই তিন হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে গোল্ডম্যান স্যাকস। বিষয় সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর রয়টার্স।

বুধবার থেকেই ছাঁটাই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে সূত্রগুলো। চলতি বছরে অর্থনৈতিক সংকটের আশঙ্কা সামনে রেখে ব্যয় সংকোচন নীতিতে এগোচ্ছে ওয়াল স্ট্রিটভিত্তিক ঋণদাতা প্রতিষ্ঠানটি।

একটি সূত্র বলছে, তিন হাজারের বেশি কর্মী ছাঁটাই হচ্ছে। তবে চূড়ান্ত সংখ্যা এখনই বলা যাচ্ছে না।

ডিলজিকের উপাত্তে দেখা গেছে, ২০২২ সালে ব্যাংকটির আয় হয়েছে ৭ হাজার ৭০০ কোটি ডলার। ২০২১ সালের ১৩ হাজার ২৩০ কোটি ডলারের চেয়ে যা প্রায় অর্ধেক কমেছে।

এর আগে রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছিল, ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাই করবে গোল্ডম্যান স্যাকস। এ ব্যাপারে কোম্পানিটির এক মুখপাত্র মন্তব্য করতে রাজি হয়নি।

২০১৮ সালে ডেভিড সলোমন ব্যাংকটির সিইওর দায়িত্ব গ্রহণের পর কর্মী সংখ্যা ৩৪ শতাংশ বেড়েছে। ৩০ সেপ্টেম্বর প্রকাশিত উপাত্তে দেখা গেছে, গোল্ডম্যান স্যাকসের কর্মী সংখ্যা ৪৯ হাজার ছাড়িয়েছে।

ওয়াল স্ট্রিট জায়ান্টটি সাধারণত প্রতি বছর ১ থেকে ৫ শতাংশ কর্মী ছাঁটাই করে। এর আগে কোম্পানিটির ব্যবস্থাপনা বিভাগ থেকে চার হাজার কর্মীকে ছাঁটাইয়ের প্রস্তাব করা হয়েছিল। সর্বশেষ আপডেটে হাজার তিনেক ছাঁটাইয়ের তথ্য পাওয়া যাচ্ছে। এর আগে ২০০৮ সালে এ ধরনের বড় আকারের কর্মী ছাঁটাই করেছিল গোল্ডম্যান স্যাকস। লেম্যান ব্রাদার্সের পতনের পর ওয়াল স্ট্রিটে যে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হয় তা সামলাতে প্রায় তিন হাজার কর্মীকে ছাঁটাই ও শীর্ষ নির্বাহীদের বোনাস বাতিল করেছিল গোল্ডম্যান স্যাকস।

অর্থসংবাদ/কেএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া