আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছাড়তে বাধ্য হলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা

আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছাড়তে বাধ্য হলেন আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা
আর্থিক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছাড়তে হয়েছে চীনের মাল্টিন্যাশনাল ই-কমার্স কোম্পানি আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের প্রতিষ্ঠাতা জ্যাক মা। অ্যান্ট গ্রুপের ৯৩ দশমিক ৮ শতাংশের শেয়ার হারানোয় বাধ্য হয়েই প্রতিষ্ঠানটির দায়িত্ব ছাড়তে হয়েছে তাকে। শনিবার অ্যান্ট গ্রুপের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, অ্যান্ট গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা ৫০ শতাংশের বেশি শেয়ারের মালিকানায় ছিলেন। সর্বশেষ পরিবর্তনের ফলে তার শেয়ার সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ২ শতাংশে। এখন আর অ্যান্ট গ্রুপের নীতিনির্ধারনের সিদ্ধান্তগুলোতে জ্যাক মা মতামত প্রদান করতে পারবেন না।

প্রতিবেদনে আরও বলা হয়, আলিবাবা গ্রুপের আর্থিক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের চারটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় আর্থিক মোবাইল পেমেন্ট প্রতিষ্ঠান আলিপে। চীনের লেনদেনের প্রধান অ্যাপলিকেশন আলিপে ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি।

গত বছর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, অ্যান্ট গ্রুপের মাত্র ১০ শতাংশ শেয়ারের মালিক জ্যাক মা। প্রতিষ্ঠানটি ২০২০ সালে বিশ্বের বৃহত্তম আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) নিয়ে পুঁজিবাজারে প্রবেশের চেষ্টা করে। কিন্তু চীনের বাজার নিয়ন্ত্রকদের চাপে পরিকল্পনাটি বন্ধ করতে বাধ্য হয়। তারপর দীর্ঘ সময় আত্মগোপনে ছিলেন জ্যাক মা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া