আন্তর্জাতিক বাজারে সাত মাসের সর্বোচ্চে স্বর্ণের দর

আন্তর্জাতিক বাজারে সাত মাসের সর্বোচ্চে স্বর্ণের দর
আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের বাজারদর বেড়ে সাত মাসের সর্বোচ্চে পৌঁছেছে। ডলারের বিনিময় মূল্য কমে যাওয়ার পাশাপাশি ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির হার শিথিল হওয়ার প্রত্যাশায় বাজার ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। খবর বিজনেস রেকর্ডার।

গতকাল স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৬২ ডলার ৩২ সেন্টে। গত বছরের ১৩ জুনের পর এটিই সর্বোচ্চ দাম। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) ১ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮৬৮ ডলার ৩০ সেন্ট।

গতকাল ডলারের মূল্যসূচক দশমিক ৬ শতাংশ কমেছে। এতে অন্যান্য মুদ্রার ক্রেতা ও বিনিয়োগকারীদের কাছে ডলারে লেনদেন হওয়া স্বর্ণের চাহিদা বেড়েছে।

কাইন্সিস মানি এক্সটার্নালের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসা বলেন, ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধির মাত্রা শিথিল করতে পারে। সুদের হার দশমিক ২৫ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করছেন বেশির ভাগ বিনিয়োগকারী। আবার কেউ কেউ বলছেন, সুদের হার দশমিক ৫০ শতাংশ বাড়ানো হতে পারে।

অর্থসংবাদ/কেএ

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া