এসএমইতে লেনদেন বেড়েছে ৭ গুণ, ৭৭ শতাংশই নিয়ালকোর দখলে

এসএমইতে লেনদেন বেড়েছে ৭ গুণ, ৭৭ শতাংশই নিয়ালকোর দখলে
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই মার্কেটে (স্বল্পমূলধনী কোম্পানিগুলোর প্লাটফর্ম) বুধবার (৪ জানুয়ারি) লেনদেন ৭ গুণ বৃদ্ধি পেয়েছে। মোট লেনদেনের মধ্যে ৭৭ শতাংশ ছিল শীর্ষে উঠে আসা নিয়ালকো অ্যালয়জ লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ এসএমই মার্কেটে ১১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ১ কোটি ৪৬ লাখ টাকার। এ হিসেবে এক দিনের ব্যবধানে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্লাটফর্মে লেনদেন বেড়েছে ৭ গুণের বেশি।

অপরদিকে, বুধবার এসএমইতে নিয়ালকোর ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ছিল ৮ কোটি ৭০ লাখ টাকা, যা এসএমইর মোট লেনদেনের ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে এসএমইতে এক দিনে নিয়ালকোর এত পরিমাণ শেয়ার লেনদেন হয়নি। গতকালও (মঙ্গলবার) এসএমই মার্কেটে কোম্পানিটির ৫০ হাজার ৪৬০টি শেয়ার লেনদেন হয়েছে। একদিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার হাতবদলের পরিমাণ বেড়েছে ৩০ গুণ।

প্রসঙ্গত, গতকাল নিয়ালকো অ্যালয়জের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কামাল উদ্দিন তাঁর হাতে থাকা ১ কোটি ৬ লাখ ৩৫ হাজার শেয়ারের মধ্যে সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রির আগ্রহের কথা জানান। আর ব্যবস্থাপনা পরিচালক গাজি মোকাররম আলী চৌধুরীও সাড়ে ৭ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেন। তাঁর হাতে রয়েছে প্রতিষ্ঠানটির ৯৩ লাখ ৪০ হাজার শেয়ার।

এদিকে, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্যসূচকের উত্থান হলেও এসএমই মার্কেটে পতন হয়েছে। স্বল্প মূলধনী কোম্পানিগুলোর প্লাটফর্মের সূচক ‘ডিএসএমই এক্স’ আজ ৮ দশমিক ২৯ পয়েন্ট হারিয়েছে। এ মার্কেটে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে, বিপরীতে শেয়ারদর কমেছেও ৬টির। এক কোম্পানির শেয়ারদর এদিন অপরিবর্তিত ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত