ক্রীড়াক্ষেত্রে পুলিশ অনেক এগিয়েছে: আইজিপি

ক্রীড়াক্ষেত্রে পুলিশ অনেক এগিয়েছে: আইজিপি
ক্রীড়াক্ষেত্রে পুলিশ অনেক এগিয়েছে উল্লেখ করে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় বাংলাদেশ পুলিশের খেলোয়াড়রা সাফল্যের স্বাক্ষর রাখছে। বিশেষত বাংলাদেশ পুলিশের ফুটবল এবং কাবাডি দল ভাল করছে।

রোববার (১ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে প্রথম পর্যায়ে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

খেলাধুলায় এমন সাফল্যে আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাধুলায় সাফল্যের জন্য আত্মতুষ্টিতে ভুগলে হবে না, আরও ভাল করতে হবে।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের খেলোয়াড়দের নব প্রেরণায় নতুন উদ্যমে ক্রীড়াঙ্গনে আরও সাফল্য দেখাতে হবে। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।

বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, আপনারা কৃতিত্বের সঙ্গে বিজয়ী হয়েছেন। ভবিষ্যতেও ভালো করার এ ধারা অব্যাহত রাখতে হবে।

যারা বিজয়ী হতে পারেনি তারা নিয়মিত অনুশীলনের মাধ্যমে আগামীতে ভালো করবে বলে প্রত্যাশা করেন আইজিপি।

অনুষ্ঠানে ১৮টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আইজিপি তাদের হাতে পুরস্কার তুলে দেন।

এতে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু