বৈশ্বিক শেয়ারবাজারে বছরজুড়ে দরপতন

বৈশ্বিক শেয়ারবাজারে বছরজুড়ে দরপতন
পতনে বিদায়ী বছর পার করেছে বৈশ্বিক শেয়ারবাজার। এশিয়ায় জাপান, চীন, হংকংয়ের শেয়ারবাজারে বছরজুড়ে পতন হয়েছে। তবে ভারতের বোম্বাই স্টক এক্সচেঞ্জে (বিএসই) উত্থান হয়েছে। ইউরোপের শেয়ারবাজারের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানে পতন হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারও বছর শেষ করেছে পতনে।

জাপান স্টক এক্সচেঞ্জের সূচক ‘নিক্কি ২২৫’ এক বছরে ৩ হাজার ২০৭ দশমিক ২৯ পয়েন্ট হারিয়েছে। বছর শেষে সূচকটি স্থির হয়েছে ২৬ হাজার ৯৪ পয়েন্টে।

চীনের সাংহাই স্টক এক্সচেঞ্জের ‘এসএসই কম্পোজিট সূচক বছরজুড়ে ৫৪৩ দশমিক ০৭ পয়েন্ট বা ১৪ দশমিক ৯৫ শতাংশ কমেছে। বছর শেষে সূচকটি স্থির হয়েছে ৩ হাজার ৮৯ পয়েন্টে।

হংকং স্টক এক্সচেঞ্জের সূচক ‘হ্যাং সেং’ ২০২২ সালে ৩ হাজার ৪৯৩ দশমিক ৩৪ পয়েন্ট হারিয়েছে। বছর শেষে সূচকটির অবস্থান ১৯ হাজার ৭৮১ পয়েন্টে।

এশিয়ার জাপান, চীন ও হংকংয়ের বিপরীত ছিল ভারতের শেয়ারবাজার। দেশটির বোম্বাই স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক ‘সেনসেক্স’ বিদায়ী বছরে ২ হাজার ৫৮৬ দশমিক ৯২ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) লেনদেন শেষে সূচকটি অবস্থান করছে ৬০ হাজার ৮৪০ পয়েন্টে।

লন্ডন স্টক এক্সচেঞ্জের ‘এফটিএসই ১০০’ সূচক চলতি বছর ৫৩ দশমিক ৪১ পয়েন্ট হারিয়ে ৭ হাজার ৪৫১ পয়েন্টে অবস্থান করছে। ফ্রান্সের শেয়ারবাজারও বিদায়ী বছরে পতন হয়েছে। এক বছরে প্যারিস স্টক এক্সচেঞ্জের সূচক ‘সিএসি ৪০’ ৬৭৯ দশমিক ২৭ পয়েন্ট হারিয়েছে। বছর শেষে সূচকটির অবস্থান ৬ হাজার ৪৭৩ পয়েন্টে। জার্মানির ‘ড্যাক্স’ সূচক বছরজুড়ে ২ হাজার ৯৭ পয়েন্ট হারিয়েছে।

২০২২ সালে যুক্তরাষ্ট্রের ‘ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক’ ৩ হাজার ১৯১ পয়েন্ট হারিয়েছে। ‘নাসডাক কম্পোজিট’ সূচক হারিয়েছে ৫ হাজার ১৭৮ পয়েন্ট। আর ‘এসঅ্যান্ডপি ৫০০’ সূচক হারিয়েছে ৯২৬ দশমিক ৬৮ পয়েন্ট।

এদিকে পতনে বিদায়ী বছর পার করেছে বাংলাদেশের শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ২০২২ সালে ৫৯৪ দশমিক ৮৫ পয়েন্ট হারিয়েছে। এছাড়াও ‘ডিএস ৩০’ ৩৩৭ দশমিক ২৮ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ ৭২ দশমিক ২৯ পয়েন্ট কমেছে।

মূল্যসূচকের পতনের সঙ্গে বিদায়ী বছরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের গতিও কমেছে। ২০২২ সালে ডিএসইতে দৈনিক গড় লেনদেন হয়েছে ৯৬০ কোটি ৮৫ লাখ টাকা। ২০২১ সালে গড় লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৭৫ কোটি ২২ লাখ টাকা। বছরজুড়ে প্রধান শেয়ারবাজারে মোট ২ লাখ ৩৪ হাজার ৪৪৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিদায়ী বছরের অক্টোবরে শেয়ারবাজারে ৩ লাখ ১৪ হাজার কোটি টাকার মূলধন নিয়ে ২৫০ সরকারি সিকিউটিজ তালিকাভুক্ত হয়। ফলে ২০২২ সালে বাজার মূলধন ছাড়িয়েছে ৭ লাখ কোটি টাকা। বছর শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬০ হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকায়।

অর্থসংবাদ/ডব্লিও.এস

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী