প্রতিদিন ৪৮ লাখ নমুনা পরীক্ষা করছে চীন

চীনে নতুন করে ৫৭ জনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ৩৭ জনের শরীরে উপসর্গ দেখা দিয়েছে। আর বাকিদের কোনো উপসর্গ নেই।

আজ বৃহস্পতিবার দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) এ তথ্য জানিয়েছে। এনএইচসি সব সময় উপসর্গযুক্ত ও উপসর্গবিহীন রোগীদের আলাদা করে হিসাব করে থাকে। তবে এর মধ্যে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

জনস হপকিনস ইউনিভার্সিটির হিসাবে, চীনের এখন করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা ৮৮ হাজার ৩২৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৬৭৭ জন।

এ পরিস্থিতিতে চীন ব্যাপকভাবে করোনা পরীক্ষা শুরু করেছে। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ওয়াং শিয়াংপিং বলেছেন, জুলাইয়ের শেষ নাগাদ চীন দৈনিক ৪৮ লাখ ৪০ হাজার নমুনা পরীক্ষা করেছে।

ব্যাপকভিত্তিক এই করোনা পরীক্ষার কার্যক্রম পরিচালনা করছে দেশব্যাপী প্রায় ৫ হাজার মেডিকেল ইনস্টিটিউট এবং ৩৮ হাজার টেকনিশিয়ান।

ওয়াং বলেন, হাসপাতাল, ডিজিস কন্ট্রোল সেন্টার, বন্দর ও কাস্টম এবং থার্ডপার্টি টেস্টিং এজেন্সিগুলোতে প্রায় ২০ কোটি টেস্টিং কিট সরবরাহ করা হয়েছে।

সূত্র: সিএনএন

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়