পুঁজিবাজার
১০ কোম্পানির লেনদেন চালু আজ

রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ থাকার পর আজ রোববার (০৪ ডিসেম্বর) শেয়ার লেনদেনে ফিরবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি।
লংকাবাংলা সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, কোম্পানিগেুলো হলো: ফু-ওয়াং ফুড, কেবি সিড, বেঙ্গল বিস্কুট আইসিবি (এজিএম), কোহিনূর, বিডি থাই ফুড, মেঘনা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, জিবিবি পাওয়ার এবং সিলভা ফার্মা।
এর আগে রেকর্ড ডেটের আগে ৩০ নভেম্বর-০১ ডিসেম্বর ২০২২ কোম্পানিগুলো স্পট মার্কেটে লেনদেন হয়েছে।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার
ব্লকে ৬৩ কোটি টাকার লেনদেন, শীর্ষে সী পার্ল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৬২টি কোম্পানি শেয়ার লেনদেন করেছে। কোম্পানিগুলোর মোট ৮৯ লাখ ৮০ হাজার ২৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬৩ কোটি ২৫ লাখ টাকা। ব্লকে লেনদেনের শীর্ষে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ব্লকে সর্বোচ্চ লেনদেন করা সী পার্লের ২২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লকে শীর্ষ লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ১৪ লাখ টাকার। আর ৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা।
ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- গ্রামীনফোন, সোনালী পেপার, বেক্সিমকো ফার্মা, বারাকা পাওয়ার, ব্যাংক এশিয়া, রিলায়্যান্স ইন্সুরেন্স এবং এডিএন টেলিকম।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর কমেছে ১৩ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দরপতনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্স। এদিন কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৮১ শতাংশ। আর ইস্টার্ন কেবলস ২ দশমিক ৮০ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
আজ ডিএসইর সর্বোচ্চ দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- পপুলার লাইফ ইন্স্যুরেন্স, হাওয়েল টেক্সটাইল, ই-জেনারেশন, এশিয়ান ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, যমুনা অয়েল এবং জেমিনি সী ফুড লিমিটেড।
আজ লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, দর কমেছে ১৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ৭ টাকা ৯০ পয়সা বা ৫ দশমিক ৪১ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৩৩ শতাংশ। আর ৪ দশমিক ৫২ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে সী পার্ল বিচ রিসোর্ট।
টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ফার্মা, জেনেক্স ইনফোসিস, সামিট অ্যালায়েন্স, সোনালী আঁশ, মেঘনা লাউফি ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।
আজ লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, দর কমেছে ১৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) কোম্পানিটির ৫৬ কোটি ৭৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ১৪ লাখ ৯৭ হাজার টাকার। আর ৩৪ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে এসেছে শাইনপুকুর সিরামিকস।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, সী পার্ল বিচ রিসোর্ট, ইস্টার্ন হাউজিং, বসুন্ধরা পেপার, আমরা নেটওয়ার্ক এবং জেমিনি সী ফুড।
আজ লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, দর কমেছে ১৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুঁজিবাজার
সূচকের উত্থানেও কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে টাকার অংকে কমেছে লেনদেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৮৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ডিএসইর অপর দুই সূচকও বেড়েছে। ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৮৪ পয়েন্ট এবং ‘ডিএসই–৩০’ ৫ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬৯ ও ২২৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৫৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৮১ লাখ টাকার।
আজ লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯টির, দর কমেছে ১৪৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬৮টির।
অর্থসংবাদ/এসএম