Connect with us

আন্তর্জাতিক

রাশিয়ার জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে দিল জি৭

Avatar of ওয়ালিদ সাকিব, অর্থসংবাদ.কম

Published

on

দরপতনে

রাশিয়ার জ্বালানি তেলের মূল্য বেঁধে (প্রাইস ক্যাপ) দিয়েছে উন্নত দেশের জোট জি৭ ও এর মিত্ররা। প্রতি ব্যারেল জ্বালানি তেল কেউ ৬০ ডলার নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর বা ‘খুব শিগগিরই’ বেঁধে দেয়া মূল্য কার্যকর হবে বলে এক যৌথ বিবৃতিতে জানিয়েছে জি৭ ও অস্ট্রেলিয়া। খবর বিবিসি।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

পোল্যান্ডকে এ সিদ্ধান্তে রাজি করানোর পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মূল্যসীমা নির্ধারণে সম্মত হয়। পরিকল্পনায় সব ইইউ দেশগুলোকে চুক্তির আওতায় নিয়ে আসার প্রয়োজন ছিল। যাতে প্রতি ব্যারেল জ্বালানি তেল কেউ ৬০ ডলারের বেশি দামে ক্রয় না করে।

গতকাল শুক্রবার (২ ডিসেম্বর) পোল্যান্ড বাজার মূল্যের চেয়ে জ্বালানি তেলের ক্যাপ ৫ শতাংশ কম রাখার আশ্বাস পেয়ে তার সমর্থন ঘোষণা করে। গত সেপ্টেম্বরে জি৭- এর দেশগুলো জ্বালানি তেলের দাম বৃদ্ধি কমাতে এবং মস্কোর মুনাফা বন্ধ করতে মূল্য বেঁধে দেয়ার কথা জানায়।

ইইউ চেয়েছিল, জ্বালানি তেলের ক্যাপ ৬৫-৭০ ডলার নির্ধারণ করতে। কিন্তু পোল্যান্ড, লিথুনিয়া ও এস্তোনিয়া এতে রাজি ছিল না। তারা জানিয়েছিল, জ্বালানি তেলের এই ক্যাপ নির্ধারণ খুব বেশি হয়েছে। পোল্যান্ডের দাবি ছিল, বাজার মূল্যের চেয়ে জ্বালানি তেলের এই ক্যাপের হার কম থাকবে। গতকাল শুক্রবার রাশিয়ার উইরালস ক্রুড ডলার প্রতি ৬৪ ডলার ব্যবসা করেছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানিতে রাশিয়ার মুনাফা বৃদ্ধি ঠেকাতে তেলের নতুন মূল্যসীমার সিদ্ধান্ত আরোপ করা হয়েছে। বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতে এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোয় অর্থনৈতিক অস্থিরতা কমানোই এই সিদ্ধান্তের লক্ষ্য।

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক

এবার সুদহার বাড়াচ্ছে ইউরোপ ও উপসাগরীয় অঞ্চল

Published

on

দরপতনে

ব্যাংক খাতে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে, এমন আশঙ্কার মাঝেই আবারো সুদহার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি ২ শতাংশে ধরে রাখতে ২৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়ানোর ঘোষণা দেয় ফেডারেল রিজার্ভ (ফেড)। এ নিয়ে টানা নয়বার সুদহার বাড়িয়েছে বিশ্বের শীর্ষ অর্থনীতিটি। খবর দ্য ন্যাশনাল।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ফেডের দেখানো পথ অনুসরণ করে সুদহার বৃদ্ধির দিকে এগোচ্ছে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ও উপসাগরীয় অঞ্চলের কেন্দ্রীয় ব্যাংকগুলো। ইইউর বাইরে অন্য দেশগুলোও সুদহার বৃদ্ধির পথে এগোচ্ছে। গত ফেব্রুয়ারিতে ১০ দশমিক ৪ শতাংশ মূল্যস্ফীতির পর ২৫ বেসিস পয়েন্ট সুদহার বৃদ্ধির দিকে যাচ্ছে যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক বিওই। একই পথের অনুসারী নরওয়ে ও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক।

ডলারের বিনিময় মূল্য হ্রাসে উপসাগরীয় দেশগুলোও সুদহার বাড়াচ্ছে। রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করেছে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক সামা। একই হারে বাড়িয়ে ৪ দশমিক ৯ শতাংশ সুদহার ইউএইর। বাহরাইনের কেন্দ্রীয় ব্যাংক ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে সুদহার ৫ দশমিক ৭৫ শতাংশ নির্ধারণ করেছে। সমহারে সুদহার বাড়িয়েছে অন্য উপসাগরীয় মিত্র কাতার। দেশটির সুদহার নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল

Published

on

দরপতনে

‘মোদি’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছরের কারাদণ্ড পাওয়া রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

শুক্রবার (২৪ মার্চ) লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর এনডিটিভির।

মোদী পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার (২৩ মার্চ) গুজরাটে সুরাট জেলা আদালত রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেয়। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ ও জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সংসদ সদস্য পদ বাতিল করা হলো।

এই পরিস্থিতিতে শুক্রবার নরেন্দ্র মোদী সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলোকে নিয়ে আন্দোলনের পথে নেমেছে কংগ্রেস। এদিন দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাম, জেডি(ইউ), ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-ও। এর পরে সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান তারা।

আইন অনুযায়ী, সংসদ সদস্য পদ বাতিল হওয়ায় রাহুল অন্তত আগামী ৬ বছর কোনো নির্বাচনে লড়তে পারবেন না।

সুরাট জেলা আদালতের বিচারক এইচএইচ বর্মা রাহুলকে ১০ হাজার টাকার জামিনে মুক্তি দিয়ে ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে আপিল করার অনুমতি দিয়েছিলেন। কিন্তু দোষী সাব্যস্ত করার ওপর কোনো স্থগিতাদেশ দেননি তিনি।

জানা গেছে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কর্নাটকে প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, সব চোরদের পদবি ‘মোদী’ হয় কেন? আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদী, ব্যাংক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় গুজরাটে মানহানির মামলা করেছিলেন বিজেপি নেতা পূর্ণেশ মোদী। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধী।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

রোজার প্রথম দিনেই ফিলিস্তিনে ইসরায়েলের হামলা

Published

on

দরপতনে

অধিকৃত পশ্চিম তীরে রোজার প্রথম দিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিতে নিহত হয়েছেন ২৫ বছর বয়সী আমির আবু খাদিজেহ। বৃহস্পতিবার (২৩ মার্চ) তুলকারেম শহরে এ ঘটনা ঘটে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

ফিলিস্তিনের গণমাধ্যমের খবরে বলা হয়, আবু খাদিজেহের মরদেহ হাসপাতালে পৌঁছার পর তার হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে আসেন অনেকে। তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালের দিকে বন্দুক হামলার সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে ধরতে অভিযান চালায়। তারা। এসময় গুলিতে নিহত হয় ওই ব্যক্তি।

তুলকারেম ব্রিগেড, গত এক বছরে পশ্চিম তীরে সক্রিয় হওয়া বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে একটি। আবু খাদিজেহ এই সংগঠনের প্রতিষ্ঠাতাদের একজন। এটিকে হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছে তারা।

ফিলিস্তিনের ফাতাহ আন্দোলনের মুরাদ দ্রৌবি স্থানীয় গণমাধ্যমকে বলেন, ইসরায়েলি বাহিনী তুলকারেমের একটি এলাকা শুফায় হামলা চালায়।

আবু খাদিজেহ যে বাড়িতে ছিলেন ওই বাড়ির মালিককেও আটক করেছে ইসরায়েলি বাহিনী।

গত বছরও রমজান মাসে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

গত রোববার ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মকর্তারা শারম আল-শেখে মার্কিন, মিশরীয় ও জর্ডানের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। সেখানে তারা সহিংসতা হ্রাস করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গত একবছরে, ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরে ২৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে বন্দুক হামলায় ৪০ জনেরও বেশি ইসরায়েলি এবং তিনজন ইউক্রেনীয় নিহত হয়েছেন।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

চীনে ৫০ টন সোনার খনির সন্ধান

Published

on

দরপতনে

বর্তমানে বিশ্বের সোনা উৎপাদনকারী দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে চীন। বিশ্বের স্বর্ণ ভান্ডারের অন্তত ৯ শতাংশ কেন্দ্রীভূত দেশটিতে। চীনের কেন্দ্রীয় ব্যাংকের ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী, চীনজুড়ে খনিজ সোনার পরিমাণ ১ হাজার ৮৬৯ টন। যার অধিকাংশই আছে শ্যানডংয়ে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এবার নতুন একটি সোনার খনির হদিস পেলেন চিনা ভূ-তত্ত্ববিদরা। পূর্ব চীনের শ্যানডং প্রদেশ দেশের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকা। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, ওই প্রদেশে ১০ কোটির বেশি মানুষ বসবাস করেন। শ্যানডংয়ের মাটিতেই লুকিয়ে যেন চীনের গুপ্তধন।

এই প্রদেশে সোনার একাধিক খনি আছে। সেখানেই নতুন আরও একটি সোনার খনি আবিষ্কৃত হয়েছে। যা সেখানকার সবচেয়ে বড় সোনার খনি। শ্যানডঙের রুশান এলাকায় আবিষ্কৃত এই সোনার খনির নাম শিলাওকোউ খনি।

চীনা সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই নতুন খনিতে আনুমানিক ৫০ টন সোনা থাকতে পারে, মনে করছেন গবেষকেরা। যদিও শ্যানডংয়ের ওই এলাকায় যে নতুন খনির সন্ধান মিলতে পারে, তার অনুমান করা গিয়েছিল। দীর্ঘ ৮ বছর ধরে পর্যবেক্ষণের পর অবশেষে খনির খোঁজ পেলেন ভূ-তত্ত্ববিদেরা।

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিলাওকোউ খনিতে অপরিশোধিত অবস্থায় যে সোনা আয়েছে, তা অত্যন্ত উচ্চ মানের। সহজেই তা পরিশোধন করে কাজে লাগানো যাবে।

জানা যায়, গত বছর শ্যানডংয়ের জিয়াওজিয়া খনি থেকে ১০ টন সোনা উৎপন্ন করা হয়েছিল। যা একক খনির পক্ষে সর্বোচ্চ উৎপাদন।

সোনার উৎপাদনে চীন এগিয়ে থাকলেও বৃহত্তম সোনার ভান্ডারে শীর্ষে আমেরিকা। ২০২১ সালের ডিসেম্বরের পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মোট খনিজ সোনার পরিমাণ ৮ হাজার ১৩৩ টন। বাজারে যার আনুমানিক মূল্য ৩৯ লাখ কোটি টাকা।

সঞ্চিত সোনার ভান্ডারের তালিকায় আমেরিকার পরেই আছে জার্মানি। তারপর যথাক্রমে ইতালি, ফ্রান্স, রাশিয়া। এই তালিকায় ৬ নম্বরে আছে চীনের নাম। অথচ সোনার ভান্ডারে পিছিয়ে থাকলেও চীন সর্বোচ্চ সোনা উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে সহজেই।

চিনের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সোনা উৎপন্ন হয় অস্ট্রেলিয়ায়। তারপর তালিকায় আছে যথাক্রমে রাশিয়া, আমেরিকা, কানাডা, ইন্দোনেশিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো ও ঘানার মতো দেশ।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, চীনের অগ্রগতিকে আরও ত্বরাণ্বিত করবে এই শিলাওকোউ খনি। চলতি বছরে আবিষ্কৃত সোনার খনিগুলোর মধ্যে এখনো পর্যন্ত এটিই বৃহত্তম।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

বিশ্বজুড়ে গুগলের সার্ভিস ডাউন এক ঘণ্টা

Published

on

দরপতনে

বিশ্বব্যাপী জিমেইলসহ গুগলের সার্ভিস ডাউনের খবর পাওয়া গিয়েছে। মেইল পরিষেবাটি কাজ না করায় গোটা বিশ্বের একাধিক জায়গায় তার প্রভাব পড়ে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

বৃহস্পতিবার গুগল ড্রাইভ, জিমেইল এবং ইউটিউবের মতো পরিষেবাগুলো বেশ কয়েকজন ইউজারের কাছে অ্যাক্সেসযোগ্য ছিল না।

ওয়েবসাইট বিভ্রাট সনাক্তকরণ ওয়েবসাইট ডাউন ডিটেকটর এ তথ্য নিশ্চিত করে বলেছে, বৃহস্পতিবার সকাল ১১ টায় এই সমস্যা শুরু হয়। আর জিমেল খুলতে না পারায় নাজেহাল হন অনেকেই।

জিনিউজের খবরে জানানো হয়, টেক জায়েন্ট গুগলের সার্ভিস ডাউনের ফলে সার্চ ইঞ্জিন থেকে শুরু করে ইউটিউব, জিমেইল সবকিছুই থমকে গিয়েছিল। ভারতের প্রায় ১৫০০ ইউজার এই নিয়ে রিপোর্ট করেছে। এই বিভ্রাটটি প্রায় এক ঘণ্টার মতো চলে। দুপুর ১২ টার দিকে আবার ঠিকভাবে কাজ করতে শুরু করে জিমেল।

ভারতসহ বিশ্বের অনেক শহরেই পরিষেবাটি বিঘ্নিত হয় বলে জানা গিয়েছে। এছাড়া গুগলের একাধিক ওয়েবসাইট, অ্যাপ, ডুয়ো, গুগল মিট, হ্যাঙ্ক আউট, ডকুমেন্ট, গুগল শিট, প্রায় সবকিছুই ডাউন ছিল বেশ কিছুক্ষণ।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
দরপতনে
পুঁজিবাজার47 mins ago

সাপ্তাহিক দরপতনে এগিয়ে ‘এ’ ক্যাটাগরি

দরপতনে
পুঁজিবাজার1 hour ago

দর বৃদ্ধির শীর্ষে ‘বি’ ক্যাটাগরির আধিপত্য

দরপতনে
পুঁজিবাজার2 hours ago

লেনদেন ও বাজার মূলধন কমেছে শেয়ারবাজারে

দরপতনে
জাতীয়3 hours ago

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি

দরপতনে
অর্থনীতি20 hours ago

৭ মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি কমেছে ৩ হাজার ৬৯ কোটি টাকা

দরপতনে
আন্তর্জাতিক20 hours ago

এবার সুদহার বাড়াচ্ছে ইউরোপ ও উপসাগরীয় অঞ্চল

দরপতনে
আন্তর্জাতিক20 hours ago

রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল

দরপতনে
ধর্ম ও জীবন20 hours ago

সুস্থ থাকতে ইফতারে করণীয় ও বর্জনীয়

দরপতনে
অর্থনীতি21 hours ago

রোজার প্রথম দিনই কমলো ব্রয়লার মুরগির দাম

দরপতনে
জাতীয়21 hours ago

রমজানের প্রথম জুমায় মুসল্লিদের ঢল

Advertisement
Advertisement
March 2023
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031