ডিএসইর বাজার মূলধন কমেছে সাড়ে তিন হাজার কোটি টাকা

ডিএসইর বাজার মূলধন কমেছে সাড়ে তিন হাজার কোটি টাকা

এক সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে প্রায় ১ হাজার কোটি টাকা। সব মূল্য সূচকের পতনের সঙ্গে বাজার মূলধনও কমেছে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা। আর সপ্তাহ শেষে এক্সচেঞ্জটির পিই রেশিও কমেছে ০ দশমিক ৭৬ শতাংশ।





গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৫০ দশমিক ৮৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে।





এছাড়াও ‘ডিএস ৩০’ সূচক ১০ দশমিক ২৪ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচক ১০ দশমিক ০৮ পয়েন্ট কমেছে।





বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৯৫২ কোটি ৬ লাখ ১ হাজার ৫২৪ টাকা। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে ২ হাজার ৬৭ কোটি ৯৫ লাখ ৮২ হাজার ৪৮২ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।





এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৩ হাজার ৪৫৪ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৪৯০ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৩ হাজার ৬২৫ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার ৮২১ টাকায়।





সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৭৫ কোম্পানির শেয়ারদরই অপরিবর্তিত ছিল। দর কমেছে ৮০টির, বিপরীতে মাত্র ২৩ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।





সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। পাঁচ কার্যদিবসে প্রধান শেয়ারবাজারে কোম্পানিটির ১৬৬ কোটি ৬১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।





গত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৬০ দশমিক ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ওরিয়ন ইনফিউশনের শেয়ারদর কমেছে ২১ দশমিক ৪৮ শতাংশ।


আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত