করোনা থেকে সুস্থ হয়ে ঈদের নামাজ পড়লেন মাশরাফি

করোনা থেকে সুস্থ হয়ে ঈদের নামাজ পড়লেন মাশরাফি
জাতীয় ক্রিকেট দলের সাবেক ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা মামা ও ভাইকে সাথে নিয়ে নড়াইল সদর উপজেলা পরিষদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করলেন।

গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। এরপর প্রায় ২০ থেকে ২২দিন করোনার সঙ্গে লড়াই করে অবশেষে সুস্থ হয়ে ওঠেন তিনি। তবে, সুস্থ হলেও এর আগে মসজিদে গিয়ে নামাজ আদায় করেননি তিনি। এই প্রথম মসজিদে গিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে সবার সঙ্গে নামাজ আদায় করলেন তিনি।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা নিজের এলাকাবাসীসহ ভক্ত-সমর্থক সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি করোনার মহামারি থেকে সবাইকে সাবধানে থাকার জন্যও আহবান জানান।

করোনা ভাইরাসের কারণে ঈদের নামাজ ঈদগাহে অনুষ্ঠিত না হওয়ায় নড়াইলে কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ উল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সেই জামাতেই অংশ নেন মাশরাফি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে