Connect with us

পুঁজিবাজার

আইটিতে গলদ ডিএসইর, ভুগছে বিনিয়োগকারীরা

Published

on

আলিফ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রায় হাজার কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয় নিয়মিত। একসময় এ লেনদেন প্রায় তিন হাজার কোটিও ছিল। তবে সাম্প্রতিক সময়ে গুজবসহ অন্যান্য ইস্যুতে অস্বস্তিতে আছে বিনিয়োগকারীরা। এর মধ্যে বিনিয়োগকারীদের ভোগাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট। ওয়েবসাইট অচল হওয়ায় একাধিকবার লেনদেন বন্ধ রাখতে হয়েছে ডিএসইকে, ভুগতে হয়েছে বিনিয়োগকারীদের।

শুধু ওয়েবসাইটের সমস্যা নয়, ট্রেডিং প্লাটফর্মে ভুল তথ্য দেওয়ার ঘটনাও ঘটেছে ডিএসইর। এসব কারণে প্রধান শেয়ারবাজারের আইটি বিভাগের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। রোববার (৩১ অক্টোবর) ডিএসইর চিফ টেকনোলজি অফিসারকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

জানা গেছে, গত সপ্তাহের শেষদিন (বৃহস্পতিবার) প্রায় ৭০টি প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করে। নিয়ম অনুযায়ী, লভ্যাংশ ঘোষণার পরের কার্যদিবসে কোম্পানিগুলোর প্রাইস লিমিট ওপেন থাকে। ফলে শেয়ারদরের কোন সার্কিট ব্রেকার (সীমা) থাকে না। রোববার (৩০ অক্টোবর) লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর সার্কিট ব্রেকার তুলতে গিয়ে সব প্রতিষ্ঠানের সার্কিট ব্রেকার তুলে দেওয়া হয়। ফলে সকাল সাড়ে ৯টায় লেনদেন চালু হয়নি।

সার্কিট ব্রেকার সংক্রান্ত ভুলের কারণে গতকাল একাধিকবার ঘোষণা দিয়েও লেনদেন চালু করতে কয়েকবার ব্যর্থ হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। রোববার সকাল ১০টা ১৯ মিনিটে ডিএসই ওয়েবসাইটে ঘোষণা দেওয়া হয় সাড়ে ১০টা থেকে লেনদেন চালু হবে। তবে এ ঘোষণা কার্যকর করতে পারেনি প্রধান শেয়ারবাজার কর্তৃপক্ষ। এরপর ১০টা ৪৫ মিনিটের দিকে পুনরায় ঘোষণা দেওয়া হয় ১১টা থেকে চালু হবে ডিএসইর লেনদেন।

এর আগে গত ২৪ অক্টোবরও ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বেলা ১০টা ৫৮ মিনিটে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দুপুর ২টা ১০ মিনিটে লেনদেন চালু করা হয়। ট্রেডিং আওয়ারের (লেনদেনের সময়) নির্দিষ্ট সময় দুপুর ২টা পর্যন্ত হলেও সেদিন আড়াইটা পর্যন্ত মাত্র ২০ মিনিটের জন্য লেনদেন চালু করে ডিএসই। সেদিনের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত বছরের ১৮ জুলাইও কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ হওয়ার ঘটনা ঘটে ডিএসইতে। ওইদিন সকাল ১০টায় লেনদেন শুরুর ১ ঘণ্টা ৯ মিনিট পর বেলা ১১টা ৯ মিনিটে লেনদেন বন্ধ হয়ে যায়। ত্রুটি সারিয়ে ওইদিন ফের লেনদেন শুরু হয় বেলা ১টায়।

শুধু লেনদেন বন্ধের ঘটনা নয়, ট্রেডিং প্লাটফর্মের সঙ্গে ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্যের বিস্তর ফারাক দেখা গেছে। গত ২৪ অক্টোবর লেনদেন পুনরায় চালুর পর দুপুর আড়াইটা পর্যন্ত চালু থাকে। ওইদিন ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছে- এমন তথ্য দেয় ডিএসই। তবে এ তথ্যের সঙ্গে মেলেনি ট্রেডিং প্লাটফর্মে দেওয়া তথ্য।

আলিফ
আইটিতে গলদ ডিএসইর, ভুগছে বিনিয়োগকারীরা

সংশ্লিষ্ট সূত্র অর্থসংবাদকে জানায়, ট্রেডিং প্লাটফর্মে ২৪ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমাণ দেখানো হয়েছে ৫৫৪ কোটি টাকা। যা ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্যের চেয়ে ২১৯ কোটি ২৯ লাখ টাকা বেশি।

এছাড়াও মেট্রো স্পিনিং মিলসের মোট ১ লাখ ৪৩ হাজার ৮৭২টি শেয়ার লেনদেন হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অপরদিকে ট্রেডিং প্লাটফর্মে মেট্রো স্পিনিংয়ের শেয়ার লেনদেনের সংখ্যা দেখানো হয় ২ লাখ ১৯ হাজার ৩৫৫টি। তবে কোম্পানিটির শেয়ারদর উভয় প্লাটফর্মে ৪৪ টাকা ৮০ পয়সা দেখানো হয়েছিল।

এদিকে ডিএসইতে অস্বাভাবিক শেয়ারদর বসানোর ঘটনাও ঘটেছে। অর্থসংবাদের কাছে আসা একটি ছবিতে দেখা যায়, মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারের দর বসানো হয়েছে প্রথমে ৪২ টাকা। পরবর্তীতে একই শেয়ারের দর কয়েকধাপ পেরিয়ে ৪ হাজার ২০০ টাকা পর্যন্ত বসানো হয়েছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, অস্বাভাবিক দর বসানো হলেও শেষ পর্যন্ত স্বাভাবিক দরেই লেনদেন হয় শেয়ার।

আলিফ
আইটিতে গলদ ডিএসইর, ভুগছে বিনিয়োগকারীরা

এসব বিষয়ে জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. সাইফুর রহমান মজুমদারের সঙ্গে। তবে একাধিকবার তাঁর ব্যবহৃত মুঠোফোনে কল দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনসহ অন্যান্য ত্রুটি নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ও শেয়ারবাজার বিশ্লেষক আল আমিনের সঙ্গে। তিনি অর্থসংবাদকে বলেন, ডিএসই’র সক্ষমতা নিয়ে দীর্ঘদিন কথা হচ্ছে। আইটি বিভাগের সক্ষমতা বৃদ্ধির জন্য তারা বাইরে থেকে সফটওয়্যার আনার চিন্তাভাবনাও করেছিল। গতকাল সার্কিট ব্রেকার সংক্রান্ত সমস্যার কারণে লেনদেন বন্ধ ছিল। বিষয়টি ডিএসই আগে চিন্তা করলে লেনদেনে সমস্যা থাকতো না। এজন্য আমরা ডিএসই’র দায়িত্বে অবহেলার কথা বলতে পারি। কারণ সিএসই কিন্তু ঠিকভাবেই সার্কিট ব্রেকার সংক্রান্ত বিষয়টি নিয়ে কাজ করেছে। ফলে তাদের লেনদেনও ঠিকভাবে হয়েছে।

তিনি আরও বলেন, আগেরবার লেনদেন বন্ধ নিয়ে বিএসইসি একটি তদন্ত কমিটি করেছে। ডিএসই হয়তো সমস্যাগুলোর কথা কমিটিকে জানিয়েছে, এসব সমস্যার সমাধান করা হয়তো দীর্ঘ প্রক্রিয়া। সবাই সমন্বিত সিদ্ধান্তে আসলে হয়তো আমরা এসব বিষয়ে জানতে পারবো।

অস্বাভাবিক শেয়ারদর বসানোর বিষয়ে শেয়ারবাজারের এই বিশ্লেষক বলেন, অনেকে অনেক সময় অস্বাভাবিক দর বসিয়ে রাখে। সাধারণত যেদিন সার্কিট ব্রেকার থাকে না, সেদিন অনেককেই এরকম অস্বাভাবিক দর বসিয়ে রাখতে দেখা যায়। তবে মনে হয় না অস্বাভাবিক দরে লেনদেন হয়। লেনদেন হয় স্বাভাবিক দরেই।

তিনি বলেন, সাধারণত এসব নিয়ে কাউকে অফিসিয়ালি অভিযোগ করতে দেখিনি। স্ক্রিনশট নিয়ে রেখে কেউ ডিএসইতে অভিযোগ করলে হয়তো তারা ব্যবস্থা নিবে। অস্বাভাবিক দরে কারা ট্রেড করছে, কেন ট্রেড করছে তা হয়তো খতিয়ে দেখবে। তবে অস্বাভাবিক শেয়ারদর বসানোও অযৌক্তিক।

বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশিদ চৌধুরী অর্থসংবাদকে বলেন, ডিএসইর আইটি বিভাগ দেখার দায়িত্ব তাদের নিজেদের। তিন হাজার ২০০ কোটি টাকা খরচ করে তারা নতুন সার্ভার এনেছে, তাতে আমাদের কি লাভ হয়েছে। নতুন সার্ভারের বরাদ্দকে কেন্দ্র করে তাঁরা এমডিকে পদত্যাগে বাধ্য করেছে।

বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতির অভিযোগ, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদে যারা আছে, তাদের একটি অংশ কোন এমডিকে টিকতে দেয় না।

ট্রেডিং প্লাটফর্ম ও ডিএসইর ওয়েবসাইটে তথ্যের ফারাক নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন তো সব সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক হয়। তাহলে এখন কেন দুই জায়গায় ভিন্ন ভিন্ন তথ্য দেখাবে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার

আলিফ ইন্ডাস্ট্রিজে একীভূত হচ্ছে আরেক আলিফ

Published

on

আলিফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজে একীভূত হচ্ছে একই খাতের আরেক প্রতিষ্ঠান আলিফ ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি দুইটির পরিচালনা পর্ষদের পৃথক বৈঠকে একীভূতকরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উভয় প্রতিষ্ঠান একীভূত হওয়ার প্রতিষ্ঠানদ্বয় আলিফ ইন্ডাস্ট্রিজ নামে নিজেদের কার্যক্রম পরিচালনা করবে।

তবে ব্যাংক, পাওনাদার ও শেয়ারহোল্ডারদের সম্মতি এবং হাইকোর্টের অনুমতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ্য, আলিফ ইন্ডাস্ট্রিজ ২০১৭ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। এতে কোম্পানির মোট শেয়ারের ৩৩ দশমিক ৩৫ শতাংশ শেয়ার উদ্যোক্তাদের হাতে এবং বাকি ৫৪ দশমিক ৪৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

অন্যদিকে আলিফ ম্যানুফেক্চারিং কোম্পানি লিমিটেড ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৫৯ কোটি ৯২ লাখ টাকা। এ কোম্পানির মোট শেয়ারের ৩০ দশমিক ৪৬ শতাংশ শেয়ার উদ্যোক্তারা ধারণ করছেন। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৬৫ দশমিক ৩২ শতাংশ শেয়ার।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ব্লকে ১৮ কোটি টাকার লেনদেন

Published

on

আলিফ

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৪টি কোম্পানি সর্বমোট ৩৭ লাখ ৩৮ হাজার ৬৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের বর্তমান বাজার দর ১৮ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৪ সেপ্টেম্বর) ব্লকে সবচেয়ে বেশি সিলভা ফার্মার ১ কোটি ৬০ লাখ ৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ইন্স্যুরেন্সের লেনদেন হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৭৮ হাজার টাকার। আর ১ কোটি ৫৩ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এইচআর টেক্সটাইলের ১ কোটি ৪১ লাখ ২০ হাজার, সি পার্ল রিসোর্টের ১ কোটি ২১ লাখ ৬৯ হাজার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ১ কোটি ১০ লাখ ৫৪ হাজার, সোনালী লাইফের ৬৪ লাখ ৬৫ হাজার, আইটি কনসালটেন্টসের ৬৩ লাখ ৮৭ হাজার, ইস্টার্ন হাইজিংয়ের ৫৬ লাখ ৫৫ হাজার এবং ফরচুনের ৫০ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন আলমগীর কবির

Published

on

আলিফ

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলমগীর কবির।

রবিবার (২৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে।

সূত্র মতে, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা আলমগীর কবিরকে চেয়ারম্যান পদে নির্বাচিত করেছেন।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দুলামিয়া কটনের কারখানায় প্রবেশ করতে পারেনি ডিএসই

Published

on

আলিফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলসের কারখানা বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

সূত্র মতে, ডিএসইর প্রতিনিধি দল কোম্পানিটির বর্তমান কার্যক্রম জানতে কারখানা পরিদর্শনে যায়। তবে কোম্পানিটির কারখানা বন্ধ থাকায় ডিএসইর প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করতে পারেনি।

এর ফলে ডিএসইর প্রতিনিধিরা তাদের কার্যক্রম সম্পূর্ণ করতে পারেনি।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সি পার্লের ক্রেডিট রেটিং সম্পন্ন

Published

on

আলিফ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। সি পার্লের দীর্ঘমেয়াদী ‘এ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২”’ রেটিং করেছে।

কোম্পানিটির ৩০ জুন, ২০২২ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩১ মার্চ,২০২৩ তারিখ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

September 2023
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930