অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এসএমইতে বিনিয়োগ বৃদ্ধি করবে

অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এসএমইতে বিনিয়োগ বৃদ্ধি করবে
প্রাইভেট ইক্যুইটি এবং ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে এসএমইতে বিনিয়োগ বৃদ্ধি করবে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাকাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেনিং অ্যাকাডেমি যৌথভাবে আয়োজিত এক অনলাইন সেশনের বক্তারা এ কথা বলেন। গঠিত অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের বিষয়ে আলোচনা করতে ‘ফাংশন অ্যান্ড প্রসপেক্ট অব অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)’ শীর্ষক এই সেশনের আয়োজন করা হয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সেন্টাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন (ভিসিপিয়াব), ব্রোকার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণের এই অনলাইন প্রশিক্ষণ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিএসইসি পরিচালক মোহাম্মাদ রেজাউল করিম ও র‍্যাপোটিয়ার হিসেবে ছিলেন ডিএসই ট্রেনিং অ্যাকাডেমির সিনিয়র ম্যানেজার ও প্রধান মুহাম্মাদ রনি ইসলাম।

এটিবির উদ্দেশ্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, এটিবি কার্যক্রম শুরু করার পর নতুন বিনিয়োগকারীরা বাজারে যুক্ত হতে পারবেন কারণ এটিবি বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানি, যেকোনো ধরণের বন্ড, ডিবেঞ্চার, সুকুক, ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ড ও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস এর তালিকাভুক্তি করবে।

আলোচকরা অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডকে শেয়ার বাজারের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে অভিহিত করে স্বাগত জানান এবং বিনিয়োগ ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন বিনিয়োগ সুবিধা ডেভেলপ করার দাবি জানান। এছাড়া তারা বিনিয়োগকারীদের সুবিধার্তে এটিবি তালিকাভুক্ত কোম্পানি, বন্ডস, ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডস, প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডস নিয়ন্ত্রণে নীতিমালা তৈরির বিষয়ে আলোচনা করেন।

বিএসইসি নির্বাহী পরিচালক ও বিএসএসএম মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, বিনিয়োগ আকর্ষণ করতে জনসচেতনতা তৈরিতে এটিবি’কে বিপণনে নজর দিতে বলেন। তিনি বলেন, তালিকাভুক্ত নয় এমন কোম্পানি এবং প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ফাল্ডের মতো বিকল্প বিনিয়োগ খাতে বিনিয়োগ করার জন্য প্রতিষ্ঠানকে সুযোগ করে দেবে এটিবি। এ সম্পর্কিত ব্যক্তি ও প্রতিষ্ঠাঙ্গুলো অবশ্যই সুবিধাটি ভোগ করতে পারবেন।

সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শুভ্র কান্তি চৌধুরী বলেন, ব্যবসা পরিসরে ছোট হবার কারণে অনেক কোম্পানিই ফান্ড বৃদ্ধি করতে পারে না। এটিবি বিষয়টিতে সহায়তা দেবে এবং তালিকাভুক্ত নয় এমন কোম্পানির জন্য সুযোগ তৈরি করবে।

ভিসিপিয়াব চেয়ারম্যান এবং পেগাসাস টেক ভেঞ্চারস এর জেনারেল পার্টনার শামীম আহসান বলেন, এটিবি’র মাধ্যমে তৈরি হওয়া নতুন বিনিয়োগ সুযোগের সম্পূর্ণ সুবিধা নিতে আমাদেরকে একটি যথাযথ নীতিমালা ও নির্দেশিকা তৈরি করতে হবে। আমরা মনে করি এই উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ বাজারে আরও অধিক মানুষের অংশগ্রহণের যাত্রা শুরু হবে।

তিনি স্টার্টআপ কোম্পানি, এসএমই প্রতিষ্ঠানকে লালন করা এবং প্রাইভেট ইক্যুইটি ও ভেঞ্চার ফান্ডের মতো অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের ব্যবহার নিশ্চিত করার বিষয়ে জোর দেন, কারণ এগুলো ভবিষ্যৎ-এ শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানির সংখ্যা বাড়াবে এবং জিডিপিতে উল্লেখজনক হারে অবদান রাখতে পারবে।

বিএসইসি পরিচালক মোহাম্মাদ রেজাউল করিম বলেন, পুঁজিবাজারের উন্নয়নের জন্য এটিবি’র মতো বোর্ড গঠন করার এটাই যথার্থ সময়। বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরিতে অবশ্যই কমপ্লায়েন্স নিশ্চিত করা হবে।

ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএস) সভাপতি শরিফ আনোয়ার হোসেন বলেন, পুঁজিবাজারে উন্নয়নের অনেক সুযোগ রয়েছে এবং এটিবি ফান্ড বরাদ্দ সহজতর করবে। তিনি আরও বলেন, এটিবি পুঁজিবাজারের উন্নয়ন ত্বরান্বিত করবে এবং অনেক স্থানীয় কোম্পানির ফান্ড বৃদ্ধি করবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত