ইউনিভার্সেল মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

ইউনিভার্সেল মেডিকেল কলেজের নবীনবরণ অনুষ্ঠিত
রাজধানীর মহাখালীতে গতকাল ইউনিভার্সেল মেডিকেল কলেজ ক্যাম্পাসে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতালের একটি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান) প্রতিষ্ঠানটির এমবিবিএস ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি ৫০০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল’-এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মেডিকেল কলেজের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক প্রীতি চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রধান অতিথি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, চিকিৎসকরা দেশের প্রথম সারির নাগরিক, তাই মেডিকেল শিক্ষার্থীদের নিজেদের পড়াশোনার পাশাপাশি আচার-ব্যবহারের দিকে বিশেষ লক্ষ রাখতে হবে। সে সঙ্গে ৫০০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল’-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সারা দেশের জনগণ মানসম্মত চিকিৎসাসেবা পাবে বলে আমার বিশ্বাস।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন ডা. শাহরিয়ার নবী (শাকিল) ও ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ফাতেমা পারভীন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। —বিজ্ঞপ্তি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়