১১০ বিলিয়ন ডলার হারিয়ে এখনো বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক

১১০ বিলিয়ন ডলার হারিয়ে এখনো বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক
বিপুল অঙ্কের অর্থ হারিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থান এখনো ধরে রেখেছেন স্পেসএক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। মাত্র এক বছরেরও কম সময়ে তিনি হারিয়েছেন ১১০ বিলিয় ডলারের বেশি। টেসলার শেয়ারের দাম কমায় মূলত তাকে এই অর্থ হারাতে হয়েছে। রোববার (২৩ অক্টোবর) বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত বছরের নভেম্বরে ইলন মাস্কের সম্পদ বেড়ে দাঁড়ায় ৩২০ বিলিয়ন ডলারে। তবে চলতি সপ্তাহে ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্কের সম্পদ কমে দাঁড়িয়েছে ২০৯ বিলিয়ন ডলারে। টেসলার শেয়ারের উঠানামা করায় এ পরিসংখ্যান সামনে এসেছে।

জানুয়ারি থেকে টেসলার শেয়ার মূল্য কমেছে ৪৬ শতাংশ। সবশেষ লেনদেনের তথ্য অনুযায়ী কোম্পানিটির মূল্য দাঁড়িয়েছে ৬৭২ বিলিয়ন ডলারে। যদিও গত বছরের অক্টোবরে এটির মূল্য ট্রিলিয়ন ডলারে পৌঁছায়।

চলতি বছরের শুরুতে কিছু শেয়ার বিক্রির পর ইলন মাস্কের টেসলার মোট শেয়ার রয়েছে ১৫৫ মিলিয়ন, যা মোট শেয়ারের ১৫ শতাংশের কম।

তাছাড়া এক বছরেরও কম সময়ে টেসলা ও স্পেসএক্সের সম্পদ কমেছে ৩৫ শতাংশ। দুই প্রতিষ্ঠানের শুধু এই মাসেই কমেছে ২৮ বিলিয়ন ডলারের সম্পদ। তারপরও শীর্ষ স্থান ধরে রেখেছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া