Connect with us

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইন শুরু

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

জিপিএইচ

‘সাইবার স্মার্ট হই নিরাপদ থাকি’ এই স্লোগানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে পক্ষব্যাপী ‘সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইন’ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মোঃ ওমর ফারুক খান ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ। সাইবার সিকিউরিটির উপর সেশন পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার মোঃ মেহেদী হাসান।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ জোবায়েরুল হক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস.এম মিজানুর রহমান।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, মো. নাইয়ার আজম, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও মুহাম্মদ শাব্বির, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, আইবিটিআর-এর প্রিন্সিপাল এসএম রবিউল হাসান এ সময় উপস্থিত ছিলেন। ব্যাংকের সকল জোন ও শাখাসমূহের প্রধানগণ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে সাইবার সিকিউরিটি বিষয়ে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতি যেমন আমাদেন জীবনযাত্রাকে সহজ ও সাবলীল করেছে তেমনি বিভিন্ন সাইবার হামলা আমাদের জীবনযাত্রাকে করেছে ঝুঁকিপূর্ণ। এ থেকে উত্তরণের জন্য আমাদের সকল পর্যায়ের জনশক্তির পাশাপাশি গ্রাহক ও এজেন্টদেরও সচেতন করতে হবে। সবার দায়িত্বশীল ও সচেতন ভূমিকা পালনের মাধ্যমে এ ঝুঁকি মোকাবেলা করতে হবে।

তিনি বলেন, সম্প্রতি আমরা সাইবার সিকিউরিটি নিয়ে আইএসও সার্টিফিকেট পেয়েছি। দেশের সবচেয়ে বড় ব্যাংক হিসেবে এই সার্টিফিকেট আমাদের দায়িত্বশীলতাকে আরও বাড়িয়ে দিয়েছে। গ্রাহকদের আমানতের সুরক্ষার জন্য সারা বছরব্যাপী এ সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে হবে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট সংবাদ

মাস্টারকার্ডের ৫ পুরস্কার জিতলো ব্র্যাক ব্যাংক

Published

on

জিপিএইচ

ব্যবসায় বিশেষ সাফল্য এবং কার্ড ইস্যু ও অ্যাকোয়্যারিংয়ের নানান ক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ মাস্টারকার্ড থেকে এবার সর্বোচ্চ সংখ্যক পাঁচটি অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক।

শনিবার (২৫ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত ‘মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’-এর পঞ্চম আসরে, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেনের হাতে অ্যাওয়ার্ডগুলো তুলে দেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান।

যে ক্যাটেগরিগুলোতে ব্র্যাক ব্যাংক এবারের ‘মাস্টারকার্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২২-২৩’ অর্জন করে, সেগুলো হচ্ছে: এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ডমেস্টিক) ২০২২-২৩, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (ইন্টারন্যাশনাল) ২০২২-২৩, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড মাস্টারকার্ড কন্ট্যাক্টলেস (ইস্যুয়িং) ২০২২-২৩, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড কন্ট্যাক্টলেস (অ্যাকোয়্যারিং) ২০২২-২৩ এবং এক্সিলেন্স ইন মাস্টারকার্ড পিওএস অ্যাকোয়্যারিং বিজনেস ২০২২-২৩।

‘রেকগনাইজিং দ্য মাস্টারস অব ইভোল্যুশন’ থিমের আলোকে আয়োজিত এই অনুষ্ঠানটি ডিজিটাল পেমেন্টে ইনোভেশনের ধারাকে উৎসাহিত করতে মাস্টারকার্ডের অঙ্গীকারবদ্ধতারই আরেকটি প্রতিফলন। এ বছর এই অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠানটির মাধ্যমে একইসাথে বাংলাদেশে মাস্টারকার্ডের কার্যক্রম শুরুর ৩২তম বার্ষিকী এবং অফিস শুরুর ১০ বছর পূর্তির উদযাপন করে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লা-ফেইভ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডিরেক্টর মো. শরাফত উল্লাহ খান ও পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডিরেক্টর মো. মোতাসেম বিল্লাহ, ফরেইন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের ডিরেক্টর মো. সারওয়ার হোসেন এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল।

পাশাপাশি, ব্যাংক এবং অর্থপ্রযুক্তি সংস্থাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজমেন্ট আর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতি এই আয়োজনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।

অ্যাওয়ার্ড বিষয়ে মন্তব্যে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, মাস্টারকার্ডের কাছ থেকে ধারাবাহিকভাবে পাওয়া এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি, কার্ড ইস্যুয়িং ও অ্যাকোয়্যারিংয়ের ব্যবসায় আমাদের সক্ষমতার পাশাপাশি নতুন আরো ব্যবসায় উদ্ভাবনশীলতার ওপর আমাদের লক্ষ্য ও মনোযোগেরই পরিচয় বহন করে।

তিনি আরও বলেন, আমাদের কার্ডের অনন্য ও আকর্ষণীয় সুবিধাদি এবং কার্ড অ্যাকোয়্যারিংয়ে আমাদের বিস্তৃত উপস্থিতি, রিটেইল গ্রাহকদের আস্থা ও বিশ্বস্ততা অর্জনের মাধ্যমে আমাদের মার্কেট শেয়ার আরো শক্তিশালী করতে সাহায্য করে। গ্রাহকদের পরিবর্তনশীল প্রয়োজন মেটাতে এবং ব্যবসার গতিবৃদ্ধি বজায় রাখতে আমরা ভবিষ্যতেও এরকম উদ্ভাবনের ধারা অব্যাহত রাখবো। ব্র্যাক ব্যাংকের প্রোডাক্টে আস্থা রেখে সেবার এমন সুযোগ দিয়ে যাওয়ার জন্য গ্রাহকদেরকে ধন্যবাদ জানাই।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি প্রটেকশন বিষয়ক কর্মশালা

Published

on

জিপিএইচ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ঢাকা সাউথ, যশোর, রাজশাহী ও রংপুর জোনের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তাদের জন্য ‘সাইবার সিকিউরিটি প্রটেকশন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভার্চুয়াল প্লাটফর্মে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম মাহবুব মোরশেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট মো. আবু সাঈদ। আর ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে মূল বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান।

দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় জোনসমূহের অধীন বিভিন্ন শাখা ও এজেন্ট আউটলেটের ৭৬১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

জেনিথ লাইফের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিমা চুক্তি

Published

on

জিপিএইচ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রুপ জীবন ও স্বাস্থ্য বিমা চুক্তি করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জেনিথ ইসলামী লাইফের জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা ভোগ করতে পারবেন।

চুক্তি পত্রে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর রাশেদা আখতার এবং জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার (ভারপ্রাপ্ত) মো. মুসানুল কবির, ডেপুটি কম্পট্রোলার মো. বশির আলম এবং জেনিথ ইসলামী লাইফের ডিএমডি মুন্সী মো. আব্দুল খালেক ও ডিভিপি মো. আনোয়ার হোসেন সরকার।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ব্র্যাক ব্যাংকের ডিএমডি হলেন মাহীয়ুল ও জয়

Published

on

ব্র্যাক ব্যাংকের ডিএমডি হলেন মাহীয়ুল ও জয়

ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট আহমেদ রশিদ জয় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন। আগামী ১ ডিসেম্বর থেকে এই পদোন্নতি কার্যকর হবে। সোমবার (২৭ নভেম্বর) ব্র্যাক ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাহীয়ুল ইসলাম ২০১৯ সালের ডিসেম্বরে ব্র্যাক ব্যাংকে হেড অব রিটেইল ব্যাংকিং হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তার ২৫ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তিনি দুই দশকের বেশি কর্মরত ছিলেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন।

আহমেদ রশিদ জয় ২০১৯ সালের অক্টোবরে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগদান করেন। তিনি ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ২৫ বছরেরও বেশি সময় ধরে কর্মজীবনে আইএফসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং আইডিএলসি ফাইন্যান্সের সাথে কাজ করেছেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে ব্যাংক ম্যানেজমেন্টে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

মাহীয়ুল ইসলামের পদোন্নতি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, তার যোগ্য নেতৃত্বে আমাদের রিটেইল ব্যাংকিং ডিভিশন ধারাবাহিকভাবে নিজেদের অসামান্য কর্মক্ষমতা প্রদর্শন করে আসছে। যার ফলে, বর্তমান ব্যাংকিং খাতে মার্কেট লিডার হিসেবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। প্রোডাক্ট ডিজাইন, সেগমেন্টেশন, বিজনেস অ্যানালিটিকস, ডিজিটাল পার্টনারশিপে তার ভূমিকা আমাদের ব্যাংকের গ্রাহক অভিজ্ঞতা ও ব্যালেন্স শীট প্রবৃদ্ধিতে সাহায্য করেছে।

আহমেদ রশিদ জয়ের পদোন্নতি সম্পর্কে সেলিম আর. এফ. হোসেন বলেন, জয় চার বছর ধরে ব্যাংকের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছেন। মার্কেট সম্পর্কে তার বিশদ অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা এবং ঝুঁকি ব্যবস্থাপনার নতুন কৌশল বাস্তবায়নে ক্রমাগত প্রচেষ্টা ব্র্যাক ব্যাংকের সেরা পোর্টফোলিও-কোয়ালিটি এবং ক্রেডিট রেটিং অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

সাউথইস্ট ব্যাংক ও ফ্লাইট এক্সপার্টের মধ্যে চুক্তি

Published

on

জিপিএইচ

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি পেমেন্ট সার্ভিস, পে-রোল ব্যাংকিং সার্ভিস, পেমেন্ট গেটওয়ে সার্ভিস এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদানের জন্য ফ্লাইট এক্সপার্ট বিডি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং ফ্লাইট এক্সপার্ট বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রাশিদ শাহ সায়েম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

এ চুক্তির অনুযায়ী, ফ্লাইট এক্সপার্ট বিডি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীগণ সাউথইস্ট ব্যাংক পিএলসির পে-রোল ব্যাংকিং পরিসেবার মাধ্যমে তাদের বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা পাবেন।

এ ছাড়া ফ্লাইট এক্সপার্ট বিডি লিমিটেড, ব্যাংকের কর্পোরেট পেমেন্ট মডিউল সিস্টেমের মাধ্যমে পরিবেশকদের পেমেন্ট এবং যেকোনো ধরনের ফান্ড ট্রান্সফার তাৎক্ষণিক ভাবে সম্পন্ন করতে পারবেন।

উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
জিপিএইচ
কর্পোরেট সংবাদ2 hours ago

মাস্টারকার্ডের ৫ পুরস্কার জিতলো ব্র্যাক ব্যাংক

জিপিএইচ
অর্থনীতি2 hours ago

পোশাকশ্রমিকেরা ন্যূনতম মজুরির চেয়ে বেশি মজুরি পান

জিপিএইচ
অর্থনীতি2 hours ago

কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে দক্ষতা আদান-প্রদান জরুরি

জিপিএইচ
অন্যান্য3 hours ago

বিয়ের একদিন পরেই হাসপাতালে পরমব্রতের স্ত্রী

জিপিএইচ
জাতীয়3 hours ago

দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার

জিপিএইচ
জাতীয়3 hours ago

জলবায়ুর প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ পরামর্শ

জিপিএইচ
ক্যাম্পাস টু ক্যারিয়ার3 hours ago

চাকরি দেবে মীনা বাজার

জিপিএইচ
জাতীয়4 hours ago

কাল ইসির সঙ্গে বৈঠকে বসবে ইইউ

জিপিএইচ
শিল্প-বাণিজ্য4 hours ago

ফের আইবিসিসিআইয়ের চেয়ারম্যান হলেন আবদুল মাতলুব

জিপিএইচ
অর্থনীতি5 hours ago

জামানত মূল্যায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম

Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930