Connect with us

পুঁজিবাজার

দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করলো জিএসপি ফাইন্যান্স

Published

on

পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২২-জুন’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স।

রোববার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২২-জুন’২২) কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৪৬ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জানুয়ারি, ২২-জুন, ২২) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ৮১ পয়সা।

Nogod-22-10-2022

৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ২১ টাকা ৮০ পয়সা।

শেয়ার করুন:
Advertisement

পুঁজিবাজার

ব্লকে ৪০ কোটি টাকার লেনদেন

Published

on

সপ্তাহের প্রথম কর্মদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬১ লাখ ৪২ হাজার ৫৫১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ১৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড।

২ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক।

Nogod-22-10-2022

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাই ফুড ১ কোটি ৬৭ লাখ, বেক্সিমকো ১ কোটি ৫৫ লাখ, আইএফআইসি ব্যাংক ১ কোটি ৮২ লাখ, ওরিয়ন ইনফিউশন ১ কোটি ৭৩ লাখ, সোনালী পেপার ১ কোটি ৮৫ লাখ ও সামিট পাওয়ার ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

অর্থসংবাদ/কেএ

শেয়ার করুন:
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ইজিএম করবে এমারেল্ড অয়েল

Published

on

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের পরিচালনা পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াতে মাইনোরি বাংলাদেশের পক্ষে শেয়ার বরাদ্দ করবে। কোম্পানিটির ইজিএম আগামী ৮ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ইজিএমের ভেন্যু পরে জানানো হবে।

ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

Nogod-22-10-2022

অর্থসংবাদ/কেএ

শেয়ার করুন:
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দর পতনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

Published

on

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দর পতনের প্রথম অবস্থানে আছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৭ নভেম্বর) কোম্পানিটির শেয়ার দর কমেছে ৭ দশমিক ৪৯ শতাংশ। ফলে ডিএসইর টপটেন লুজারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ০২ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়াদর কমেছে ৫ দশমিক ২২ শতাংশ।

ক্ষতির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, হাওয়া ওয়েল টেক্সটাইল (বিডি), বসুন্ধরা পেপার মিলস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এএফসি অ্যাগ্রো বায়োটেক অ্যান্ড সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Nogod-22-10-2022

অর্থসংবাদ/এনএন

শেয়ার করুন:
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

কাল বন্ধ থাকছে ১০ কোম্পানির লেনদেন

Published

on

আগামীকাল সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির শেয়ার লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফার্মা, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, নাভানা ফার্মা, ঢাকা ডাইং, বঙ্গজ, ইন্দো-বাংলা ফার্মা, মিথুন নিটিং, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।

রেকর্ড ডেটের পর আগামী ২৯ নভেম্বর থেকে কোম্পানিগুলোর লেনদেন চালু হবে।

Nogod-22-10-2022

অর্থসংবাদ/কেএ

শেয়ার করুন:
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

কাল স্পট মার্কেটে যাচ্ছে ৮ কোম্পানি

Published

on

রেকর্ড ডেটের আগে আগামীকাল (২৮ নভেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিগুলো হচ্ছে- পাওযার গ্রীড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, ন্যাশনাল টিউবস, প্রিমিয়ার লিজিং, শমরিতা হসপিটাল, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং জেএমআই হসপিটাল রিকুইজিট অ্যান্ড ম্যানফ্যাকচারিং লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ২৯ নভেম্বর। আলোচ্য কোম্পানির রেকর্ড তারিখ ৩০ নভেম্বর। রেকর্ড ডেটের দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

Nogod-22-10-2022

অর্থসংবাদ/কেএ

শেয়ার করুন:
পুরো সংবাদটি পড়ুন
Advertisement
November 2022
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

কর্পোরেট সংবাদ

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ফেসবুকে অর্থসংবাদ