ছন্দে ফিরছে পূঁজিবাজার, বাড়ছে সূচক ও লেনদেন

ছন্দে ফিরছে পূঁজিবাজার, বাড়ছে সূচক ও লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকালের মতো আজও (সোমবার, ২৭ জুলাই) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন। তবে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৪৫.৩৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.৯৯ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩.২০ পয়েন্ট এবং সিডিএসইটি ২.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৬৫.৯৫ পয়েন্টে, ১৪০০.৮৮ পয়েন্টে এবং ৮২১.৮৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪৩৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬৫ কোটি ৬৩ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭১ কোটি ৫৫ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৭টির বা ৩৪.০১ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৭টির বা ১৯.৪৭ শতাংশের এবং ১৬০টির বা ৪৬.৫১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫১.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮০১.৫০ পয়েন্টে। সিএসইতে আজ ২২২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ৪৪টির আর ১০৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত