Connect with us

পুঁজিবাজার

প্রগতি ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

Published

on

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (৩০ সেপ্টেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির পর্ষদ সভায় এ প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ৪ টাকা ৮৬ পয়সা। গত বছর একই সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস ছিল ৪টাকা ৭৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫৮ টাকা ৭৫ পয়সা।

Nogod-22-10-2022
শেয়ার করুন:
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Advertisement

পুঁজিবাজার

দেউলিয়া শ্রীলঙ্কার শেয়ারবাজারে উত্থান, উল্টো চিত্র বাংলাদেশে

Published

on

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারে চাঙাভাব থাকলেও স্বস্তি নেই বাংলাদেশের বিনিয়োগকারীদের। গত মাসে প্রতিবেশী দেশ ভারতের শেয়ারবাজারের সূচক সর্বোচ্চ অবস্থানের রেকর্ড গড়েছে। দেউলিয়া রাষ্ট্র শ্রীলঙ্কার শেয়ারবাজারেও গত এক মাসে উত্থান হয়েছে। তবে উল্টো চিত্র দেখা গেছে বাংলাদেশের শেয়ারবাজারে। এক মাসে প্রায় ২০০ পয়েন্ট হারিয়েছে দেশের শেয়ারবাজার, ধারাবাহিকভাবে কমছে লেনদেনও।

জানা গেছে, দেউলিয়া রাষ্ট্র শ্রীলঙ্কার শেয়ারবাজার কলম্বো স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ‘এএসপিআই’ এক মাসে ২৫৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। সিএসইর দেওয়া তথ্য বলছে, গত ৪ নভেম্বর ‘এএসপিআই’ সূচকের অবস্থান ছিল ৮ হাজার ৫১১ পয়েন্টে। কলম্বো স্টক এক্সচেঞ্জে সর্বশেষ লেনদেন হয়েছে গত শুক্রবার (২ ডিসেম্বর)। ওইদিন লেনদেন শেষে সূচকটি দাঁড়ায় ৮ হাজার ৭৬৯ পয়েন্টে।

পাকিস্তানের শেয়ারবাজার করাচি স্টক এক্সচেঞ্জেও গত এক মাসে সূচকের উত্থান হয়েছে। এক মাসে এক্সচেঞ্জটির ৫৮৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। নভেম্বরের প্রথম কার্যদিবসে করাসি স্টক এক্সচেঞ্জের সূচক ‘কেএসই ১০০’ ছিল ৪১ হাজার ৮০৮ পয়েন্ট। ২ ডিসেম্বর লেনদেন শেষে সূচকটি ৪২ হাজার ৩৯৩ পয়েন্টে অবস্থান করছে।

ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ‘সেনসেক্স’ গত মাসে নতুন রেকর্ড গড়েছে। গত বুধবার (৩০ নভেম্বর) প্রথমবারের মতো ৬৩ হাজার পয়েন্ট স্পর্শ করে। যদিও শুক্রবারের পতনে সূচকটি ৬৩ হাজারের নিচে নেমে আসে।

Nogod-22-10-2022

বোম্বে স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, এক মাসে এক্সচেঞ্জটির সূচক ‘সেনসেক্স’ ১ হাজার ৯১৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। জানা গেছে, গত ৪ নভেম্বর সেনসেক্সের অবস্থান ছিল ৬০ হাজার ৯৫০ পয়েন্টে। শুক্রবার (২ ডিসেম্বর) লেনদেন শেষে সূচকটি ৬২ হাজার ৮৬৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে নভেম্বর মাসজুড়ে বাংলাদেশের শেয়ারবাজারে দরপতন হয়েছে। গত ৬ নভেম্বর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ছিল ৬ হাজার ৪১৫ দশমিক ৭৭ পয়েন্টে। আজ (রবিবার) লেনদেন শেষে সূচকটি অবস্থান দাঁড়ায় ৬ হাজার ২২৪ দশমিক ৫৬ পয়েন্টে।

শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ এক মাসে (৬ নভেম্বর-৪ ডিসেম্বর) ১ হাজার ৪০৫ পয়েন্ট থেকে ১ হাজার ৩৬৩ পয়েন্টে নেমে এসেছে। এছাড়াও বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ ২ হাজার ২৫৮ পয়েন্ট থেকে ২ হাজার ২০৭ পয়েন্টে নেমে এসেছে।

গত মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে টাকার অংকে শেয়ার লেনদেনের পরিমাণও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, অক্টোবরের শেষ সপ্তাহেও ডিএসইতে দৈনিক গড় লেনদেন ছিল ১ হাজার ৯৪ কোটি টাকা। আর গত সপ্তাহে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন নেমে এসেছে ৪০৪ কোটি টাকায়। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ২ হাজার ২৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

শেয়ারবাজারে লেনদেন কমে যাওয়া বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম গত ২৬ নভেম্বর অর্থসংবাদকে বলেছিলেন, অর্থনীতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিভিন্ন ধরণের গুজব ছড়ানো হচ্ছে। বৈশ্বিক মন্দার পরিস্থিতি বাংলাদেশেও পড়বে- বিনিয়োগকারীদের মধ্যে এমন ধারণা আছে। যদিও আমাদের অর্থনীতি তুলনামূলক ভালোই আছে, এবং আমরা আশা করছি আরও ভালো হবে। তারল্য সংকট আছে বিষয়টি এমন নয়।

তিনি বলেন, যারা বিভিন্ন সময় সেল করেছে, তাঁরা এখন বাই মুডে নেই। তাদেরকে শেয়ার ক্রয়ে উৎসাহিত করতে কমিশন কাজ করছে। পলিসি লেভেলে কোন সাপোর্ট দেওয়া যায় কি না সেটিও চেষ্টা করছি। কোনভাবে যেন ফোর্সসেল না আসে কমিশন সেটিও দেখছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আছে, ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি, তাদের বন্ড ইস্যু করতে দিচ্ছি। আশা করি আগামীতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে। ব্যাংকগুলোর পারপেচ্যুয়াল বন্ড, সাববন্ড অনুমোদন দেওয়া হয়েছে। তাদের সাথে মিটিং করে ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগে উৎসাহিত করা হবে।

বিএসইসির মুখপাত্র আরও বলেছিলেন, মিউচ্যুয়াল ফান্ড পরিচালনা করে এমন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকেও বর্তমান পরিস্থিতিতে পুঁজিবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য উৎসাহিত করছি। এছাড়াও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসফ) থেকে আইসিবিকে ভালো পরিমাণের অর্থ দেওয়া হয়েছে বাজারে বিনিয়োগ করার জন্য। সিএমএসএফ থেকে আরও একটি মিউচ্যুয়াল ফান্ড করা যায় কি না সেটিও পর্যালোচনা চলছে। আমরা আশা করছি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজারের স্বার্থে পজিটিভ ভূমিকা পালন করবেন। আশা করছি বিজয়ের মাসে (ডিসেম্বরে) সূচক ও লেনদেন তথা বাজার ঊর্ধ্বমূখী থাকবে।

ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিও মনে করেন, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবই বাংলাদেশের শেয়ারবাজারের বর্তমান অবস্থার জন্য দায়ী। সম্প্রতি তিনি অর্থসংবাদকে বলেন, বৈশ্বিক অবস্থা, অর্থনীতির কারণে মানুষ অস্থির হয়ে গেছে। এতগুলো শেয়ার ফ্লোর প্রাইসে পড়ে থাকলে লেনদেন কিভাবে হবে? সে তুলনায় লেনদেন ঠিকই আছে। বৈশ্বিক অর্থনীতি স্বাভাবিক হলে আমাদের ক্যাপিটাল মার্কেটও স্বাভাবিক হয়ে যাবে।

শেয়ার করুন:
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ব্লকে ৩৫ কোটি টাকার লেনদেন

Published

on

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে রোববার মোট ৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩১ লাখ ৯৩ হাজার ১৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। ১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশনস, একমি ল্যাবরেটরিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, আর্গন ডেনিম,বিএটিবিসি, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বিডি ল্যাম্পস, বিডি থাই ফুড, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, ই-জেনারেশন, ফু-ওয়াং সিরামিকস, জেনারেশন নেক্সট, গ্লোবাল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, লিন্ডেবিডি,ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং,ম্যারিকো, মেট্রো স্পিনিং, বিডি মনোস্পুল, নাভানা সিএনজি,ন্যাশনাল পলিমার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রভাতি ইন্স্যুরেন্স,পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রহিমা ফুড, আরএকে সিরামিকস, রেকিট বেনকিজার, রবি, সায়হাম কটন, সামিট অ্যালায়েন্স পোর্ট, সী পার্ল বীচ, সিলকো ফার্মা, সিলভা ফার্মা, সিঙ্গার বিডি, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা,স্ট্যান্ডার্ড সিরাকিস, সামিট পাওয়ার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, ওয়ালটন হাইটেক ও ইয়াকিন পলিমার লিমিটেড।

Nogod-22-10-2022
শেয়ার করুন:
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

নাম পরিবর্তন করবে এমজেএলবিডি

Published

on

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বিডির পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, আগামী ২৬ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে। শেয়ারহোল্ডার এবং বিএসইসির সম্মতি সাপেক্ষে কোম্পানিটি নাম পরিবর্তন করতে পারবে। কোম্পানিটি এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিবর্তে এমজেএল বাংলাদেশ পিএলসি নাম রাখবে।

কোম্পানিটি জানায়, কোম্পানিটি সংঘস্বারকের কিছু সংশেধনী করে নতুন নাম কার্যকর করবে।

Nogod-22-10-2022

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সর্বোচ্চ দর পতন কোহিনূর কেমিক্যালসের

Published

on

Kohinoor chemical

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে কোহিনূর কেমিক্যালসের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩ পয়েন্ট ৪৮ শতাংশ। ফলে ডিএসইর দর পতনের তালিকার প্রথম অবস্থানে রয়েছে কোহিনূর কেমিক্যাল।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৬ পয়েন্ট ৮৭ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইজেনারেশন লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ পয়েন্ট ৯২ শতাংশ।

Nogod-22-10-2022

টপটেন লুজারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, নাভানা ফার্মা, হাক্কানি পাল্প, ইস্টার্ন হাউজিং, আইসিবি, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং মেঘনা সিমেন্ট।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

লেনদেনের শীর্ষে আমরা নেটওয়ার্ক

Published

on

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্ক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মধ্যমে শীর্ষ স্থান ধরে রেখেছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার টাকার। লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির ১২ কোটি ৬৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, সী-পার্ল হোটেল, অ্যাডভেন্ট ফার্মা, ই-জেনারেশন, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

Nogod-22-10-2022

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
Advertisement
December 2022
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

কর্পোরেট সংবাদ

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ফেসবুকে অর্থসংবাদ