Connect with us

পুঁজিবাজার

গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের ক্ষতি করা হচ্ছে: বিএসইসি চেয়ারম্যান

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

লেনদেনের

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, গুজব প্রতিরোধে সবাইকে সচেষ্ট হতে হবে, মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা অপরাধের সামিল। বাজার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, আবার কিছু ক্ষেত্রে পত্রিকাগুলোকে ব্যবহার করে গুজব ছড়িয়ে দিয়ে মানুষকে ভয় দেখিয়ে তাদের আর্থিক ক্ষতি করা হচ্ছে। তাই বিএএসএম এবং বিআইসিএম’সহ সকলকে এ গুজব প্রতিরোধে সাধারণ মানুষকে সতর্ক করতে কাজ শুরু করতে হবে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম) এবং বাংলাদেশ ইন্সটিটিউট অফ ক্যাপিটাল মার্কেট আয়োজিত ‘বিনিয়োগকারীদের স্থিতিস্থাপকতা এবং টেকসই অর্থায়ন’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অর্থনৈতিক শিক্ষা নিয়ে বিএসইসি চেয়ারম্যান বলেন, আমাদের বাজার পরিচালনার জন্য সঠিক পরিমাণে দক্ষ জনবল নেই। আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছি অর্থনৈতিক বিষয়গুলো আরও বিশদভাবে পাঠ্য বইয়ে তুলে ধরার। যেন শিক্ষার্থীরা কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকেই এগুলা জেনে এবং শিখে এসে দক্ষ জনবল হয়ে কাজ করতে পারে। পাশাপাশি সাধারণ বিনিয়োগকারীদেরও বিনিয়োগ শিক্ষার আওতায় আনার জন্যে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রসঙ্গে তিনি বিএএসএম এবং বিআইসিএমের আলোচকদের উদ্যেশ্যে বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগকে রিভাইভ এবং রি-বিল্ড করার জন্য আমরা কাজ করছি। এখন আপনারা আমাদেরকে সময়োপযোগী প্রোডাক্ট দিবেন, যেন সেই প্রোডাক্টগুলোতে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী হয়।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, আমাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি নিয়ে যে কাজগুলো করছি তা বেশ বড় বড় বিষয়। যা সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন। আমাদেরকে এই কার্যক্রম গুলো এমনভাবে পরিচালনা করতে হবে যেন এটা সাধারণ মানুষেরও কাজে আসে।

ড. শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, অনেকে মনে করেন ইনভেস্টমেন্ট লিটারেসি বড়দের খাবার, এটা সবার জন্য নয়। কিন্তু এটা ভুল ধারণা। আমরা মনে করি প্রান্তিক মানুষ, গরীব মানুষ তাদেরকে শিক্ষা কার্যকর্মের আওতায় নিয়ে এসে কি হবে? তারাতো বিনিয়োগ করতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই গ্রামীণ দরিদ্র মানুষ থেকেই এনজিও এবং এরকম অন্যান্য প্রতিষ্ঠানগুলো সুদ হিসেবে কোটি কোটি টাকা নিয়ে নিয়েছে এবং তার পরিমাণটাও কম না। তাই আমাদের কে চেষ্টা করতে হবে সাধারণ মানুষের জন্য সহজভাবে এই বিষয়গুলোকে তুলে ধরার।

বাংলাদেশ ইনসটিটিউট অফ ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী সভাপতি প্রফেসর ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে ওয়েবিনারে আরও যুক্ত ছিলেন বিএএসএমের মহাপরিচালক ডাঃ তৌফিক আহমদ চৌধুরী, বিআইসিএমের ড. সুবর্ণ বড়ুয়া, বিআইসিএমের সহকারী অধ্যাপক সাফায়েদুজ্জামান খান প্রমূখ।

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সি পার্ল

Published

on

লেনদেনের

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৭৬২ কোটি ০৩ লাখ ৩৩ হাজার ৭২৯ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষস্থান দখল করেছে সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সূত্র মতে, সপ্তাহজুড়ে সি পার্ল বিচ রিসোর্টের ৩৭ লাখ ৪২ হাজার ৮৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার টাকা।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৩ লাখ ৪১ হাজার ৬৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৯ কোটি ৬৮ লাখ ১৩ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৬৮ লাখ ৫১ হাজার ৭৭৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৭ কোটি ২৪ লাখ ৩১ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ৬৬ কোটি ৩২ লাখ ০২ হাজার টাকা, রংপুর ডেইরির ৬৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার টাকা ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬৩ কোটি ১৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

এছাড়াও জেনেক্স ইনফোসিসের৫৯ কোটি ৯২ লাখ ২৬ হাজার টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৫৪ কোটি ৬৫ লাখ ০৬ হাজার টাকা, এডিএন টেলিকমের ৫০ কোটি ৩৩ লাখ ৬২ হাজার টাকা এবং আল-হাজ টেক্সটাইল মিলসের ৪০ কোটি ০১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সাপ্তাহিক দরপতনে এগিয়ে ‘এ’ ক্যাটাগরি

Published

on

লেনদেনের

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৩ কোম্পানির শেয়ারদর কমেছে। এর মধ্যে সর্বোচ্চ দরপতনের তালিকায় ‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর আধিপত্য ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সূত্র মতে, গত সপ্তাহে দরপতনে এগিয়ে থাকা ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৭টি ছিল শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানি। এগুলো হলো রুপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, ঢাকা ইন্স্যুরেন্স এবং এডিএন টেলিকম।

এছাড়াও ‘বি’ ক্যাটাগরির দুটি এবং ‘এন’ ক্যাটাগরির একটি কোম্পানি গত সপ্তাহে ডিএসইর দরপতনের শীর্ষ তালিকায় অবস্থান করছে।

সূত্র জানায়, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডের। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২৫ দশমিক ৩২ শতাংশ কমেছে।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর গত সপ্তাহে ১৫ দশমিক ৪৬ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ১০ দশমিক ৫৫ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক দরপতন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে, ওরিয়ন ইনফিউশনের ৮ দশমিক ৯৩ শতাংং, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৫৭ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৭ দশমিক ৯১ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২৪ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮০ শতাংশ, এডিএন টেলিকমের ৫ দশমিক ৬৮ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর ৫ দশমিক ৩৪ শতাংশ কমেছে।

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে ‘বি’ ক্যাটাগরির আধিপত্য

Published

on

লেনদেনের

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮ প্রতিষ্ঠানের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে আধিপত্য ছিল ‘বি’ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

সূত্র মতে, গত সপ্তাহে প্রধান শেয়ারবাজারে দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৭টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, হাক্কানি পাল্প,ফাইন ফুডস, সমতা লেদার, রংপুর ডেইরি (আরডি ফুড), জিকিউ বলপেন এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক।

জানা গেছে, গেল সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। বি ক্যাটাগরির কোম্পানিটির শেয়ারদর পাঁচ কার্যদিবসে ২৯ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে কোম্পানিটির লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ৫ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার টাকা।

দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা হাক্কানি পাল্পের শেয়ারদর গত সপ্তাহে ১২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ২৯ শতাংশ।

দর বৃদ্ধি তালিকায় থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে, সমতা লেদারের ৯ দশমিক ৪৬ শতাংশ, রংপুর ডেইরির ৯ দশমিক ০৫ শতাংশ, জিকিউ বলপেনের ৫ দশমিক ৬৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৫ দশমিক ৬৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ৫ দশমিক ৬২ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬০ শতাংশ এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ৫ দশমিক ১৫ শতাংশ কমেছে।

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

লেনদেন ও বাজার মূলধন কমেছে শেয়ারবাজারে

Published

on

লেনদেনের

বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে পতন হয়েছে। একই সঙ্গে কমেছে লেনদেন ও বাজার মূলধন। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এসব তথ্য জানা গেছে।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

গেল সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৪ দশমিক ৯৪ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও কমেছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ৩ দশমিক ৬০ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ এক সপ্তাহে ০ দশমিক ৭৪ পয়েন্ট কমেছে।

সমাপ্ত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪৮৩ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬০৭ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৪১০ কোটি ৯৩ লাখ ২১ হাজার ৪০৯ টাকায়।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৭৭৮ কোটি ০৬ লাখ ৯৪ হাজার ২১১ টাকা। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে ১ হাজার ৭৬২ কোটি ০৩ লাখ ৩৩ হাজার ৭২৯ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে ৪০০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬১ কোম্পানির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৬৩টির, বিপরীতে মাত্র ৫৮ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। ১৮টি প্রতিষ্ঠান গেল সপ্তাহে লেনদেনে অংশ নেয়নি।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১১৫ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২৯ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডের শেয়ারদর ২৫ দশমিক ৩২ শতাংশ কমেছে।

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

২৩৬ কোটি টাকা ক্ষতিপূরণ পেলো বাংলাদেশ শিপিং করপোরেশন

Published

on

লেনদেনের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিধ্বস্ত হওয়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’র জন্য ক্ষতিপূরণ পাওয়া গেছে। জাহাজটির মালিক সরকারি সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) ক্ষতিপূরণ বাবদ মোট ২ কোটি ২৪ লাখ ৮০ হাজার ডলার পেয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ২৩৬ কোটি টাকার মতো (১ ডলার= ১০৫.১২ টাকা ধরে)।

অর্থসংবাদের মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর মো. জিয়াউল হক বলেন, আমাদের চাহিদা অনুযায়ী বিদেশি বিমা প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ বাবদ ২২ দশমিক ৪৮ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে। এসব ডলার ইতোমধ্যে সাধারণ বিমা করপোরেশনে চলে এসেছে। শিগগিরই বিএসসির অ্যাকাউন্টে চলে আসবে।

জানা গেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা অবস্থায় রকেট হামলার শিকার হয় বাংলার সমৃদ্ধি জাহাজটি। এতে জাহাজের ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। এছাড়া বাকি ২৮ নাবিককে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়।

বিএসসি সূত্রে জানা গেছে, বাংলার সমৃদ্ধি জাহাজটি ২০৮ কোটি টাকায় চীন থেকে কেনা হয় ২০১৮ সালে। বাণিজ্যিক এই জাহাজটি ডেনমার্কের চার্টারার ডেল্টা কর্পোরেশনের সঙ্গে চুক্তি অনুযায়ী ভাড়ায় চলছিল। গত বছরের ২৬ জানুয়ারি জাহাজটি মুম্বাই বন্দর থেকে রওনা হয়ে তুরস্ক হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। এরপর প্রায় ৬০ নটিক্যাল মাইল সরু চ্যানেল পেরিয়ে ২৩ ফেব্রুয়ারি রাতে অলভিয়া বন্দরের অদূরে নোঙর করে জাহাজটি। পরদিন সিমেন্ট ক্লে নিয়ে ইতালির রেভেনা বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বাংলার সমৃদ্ধির। কিন্তু এরই মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে আটকা পড়ে জাহাজটি।

পরে ২ মার্চ নোঙর করা অবস্থায় জাহাজটি হামলার শিকার হয়। হামলার পর জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর জাহাজটির মালিক বিএসসি ক্ষতিপূরণ পেতে বিমা কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। ক্ষতিপূরণের সেই অর্থ সম্প্রতি হাতে পায় বিএসসি।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
লেনদেনের
জাতীয়20 mins ago

সুপেয় পানি নিশ্চিতে আরো জোরালো পদক্ষেপ নিতে হবে

লেনদেনের
অর্থনীতি1 hour ago

২৫০ টাকার নিচে ব্রয়লার মুরগি, কাল-পরশু আরও কমবে

লেনদেনের
জাতীয়2 hours ago

আ’লীগ নেতাকর্মীদের ইফতার মাহফিল না করার নির্দেশ শেখ হাসিনার

লেনদেনের
জাতীয়3 hours ago

রাত সাড়ে ১০টায় এক মিনিট অন্ধকার থাকবে দেশ

লেনদেনের
আন্তর্জাতিক3 hours ago

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত অন্তত ২৩

লেনদেনের
কর্পোরেট সংবাদ3 hours ago

ইসলামী ব্যাংকের রংপুর জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

লেনদেনের
সারাদেশ4 hours ago

ভ্যানভর্তি টিসিবির পণ্য আটক করল জনতা

লেনদেনের
খেলাধুলা4 hours ago

এলিটার ইতিহাস গড়া ম্যাচে বাংলাদেশের জয়

লেনদেনের
জাতীয়5 hours ago

সংবিধানে কর্মকর্তা বলে কিছু নেই, সবাই কর্মচারী

লেনদেনের
জাতীয়5 hours ago

আরাভকে এখনো গ্রেফতার করা হয়নি: আইজিপি

Advertisement
Advertisement
March 2023
SMTWTFS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031