ক্যাম্পাস টু ক্যারিয়ার
জনবল নেবে ‘অর্থসংবাদ’

নতুন আঙ্গিকে প্রকাশিত হচ্ছে দেশের জনপ্রিয় বিজনেস নিউজ পোর্টাল ‘অর্থসংবাদ’।
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত এ অনলাইন নিউজ পোর্টালটি।
২৬ অক্টোবর ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: অর্থসংবাদ.কম
পদের নাম
১. জয়েন্ট নিউজ এডিটর
২. স্পেশাল করেসপনডেন্ট
৩. সিনিয়র করেসপনডেন্ট
৪. স্টাফ করেসপনডেন্ট
৫. কার্রেসপন্ডেন্ট/রিপোর্টার
৬. শিক্ষানবিশ/এসাইনমেন্ট রিপোর্টার
সারাদেশ বিভাগ
১. ক্যাম্পাস করেসপনডেন্ট
২. ডিভিশন করেসপনডেন্ট
৩. ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
নিউজ ডেস্ক
১. সাব এডিটর
২. নিউজ ডেস্ক এডিটর
৩. ডিজিটাল কনটেন্ট এডিটর
চাকরির ধরন: ফুলটাইম
বেতন: আকর্ষণীয়
দায়িত্বসমূহ
১. পূঁজিবাজার, ব্যবসা-বাণিজ্য, ব্যাংক, বীমা, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনীতি বিষয়ক নিউজ সংগ্রহ, লেখা, সম্পাদনা ও অনুবাদ করা।
২. ডেস্ক পরিচালনা করা।
৩. মাসিক নিউজ সংখ্যা ও ভিজিটর টার্গেট পূরণ করা।
৪. দেশ ও আন্তর্জাতিক বিজনেসের বিষয়ে সার্বিক জ্ঞান থাকতে হবে।
৫. যে কোনো ঘটনা বিশ্লেষণের দক্ষতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আগ্রহী প্রার্থীকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। (কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে)
বাণিজ্য বিষয়ক সাংবাদিকতার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেড বডি ও শেয়ার বাজারসহ বাণিজ্য। সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাসমূহ
১. বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই দক্ষতা থাকতে হবে ।
২. আগ্রহী প্রার্থীর উচ্চারণ অবশ্যই শুদ্ধ হতে হবে ।
২. অনলাইন সাংবাদিকতা, সামাজিকমাধ্যম ব্যবস্থাপনা, সামাজিকমাধ্যম কমিউনিটি গাইডলাইন, আকর্ষণীয় শিরোনাম তৈরি, ছবি সম্পাদনা (ফটোশপ)।
৩. অডিয়েন্স টার্গেট এবং অডিয়েন্স বিষয়ক কনটেন্ট তৈরির ভালো ধারণা থাকতে হবে।
৪. সব ধরনের খবরের ক্ষেত্রে ওয়াকিবহাল থাকা।
৫. সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি থাকা।
৬. আগ্রহী প্রার্থীকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের ২৬ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে নিম্নে প্রদত্ত ইমেইল আইডিতে জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে। hr.orthosongbad@gmail.com
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্যাম্পাস টু ক্যারিয়ার
চাকরি দেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কয়েকটি ক্যাটাগরিতে ৯২৪ জন লোক নেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ অনুসারে বিজ্ঞপ্তিতে মোট ৭টি গ্রুপ করা হয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে আলাদা আলাদা পদে লোকবল নিয়োগ দেবে।
গ্রুপ-১: সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট পদে নেয়া হবে ১ জন, এরোড্রাম কর্মকর্তা ৩৩ জন, সিএনএস প্রকৌশলী ৭ জন, এরোড্রাম সহকারী ১৪৬ জন, স্যানিটারি ইন্সপেক্টর ১ জন, গ্যাস টেকনিশিয়ান ২ জন, অগ্নিনির্বাপক মোটরচালক ২২ জন ও বোর্ডিং ব্রিজ অপারেটর ৬৩ জন নেয়া হবে।
গ্রুপ-২: সিনিয়র প্রোগ্রামার পদে ১ জন, সহকারী পরিচালক ৫ জন, এএনএস ইন্সপেক্টর ১ জন, ইন্সপেক্টর (এরোড্রাম) ২ জন, সিনিয়র অফিসার ১৫ জন, তথ্য সহকারী ৮ জন, উচ্চমান সহকারী ৪ জন ও ট্রাফিক হ্যান্ড ১৩ জন নেয়া হবে।
গ্রুপ-৩: এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর পদে ৪ জন, সহকারী প্রকৌশলী (সিভিল) ৪ জন, সহকারী প্রকৌশলী (ই/এম) ৬ জন, এয়ারপোর্ট ফায়ার লিডার ৭ জন, স্টোরকিপার ১ জন, বহিরঙ্গন সহকারী ২ জন, মোটর ও মেকানিক ২ জন নেয়া হবে।
গ্রুপ-৪: মেইনটেন্যান্স প্রকৌশলী পদে ৪, এয়ারওয়ার্দিনেস ইন্সপেক্টর ৩, হিসাবরক্ষক ৫, নিরাপত্তা অধিক্ষক (নারী) ১, নিরাপত্তা অধিক্ষক (নারী) ৯, চেইনম্যান ১ ও মোটর পরিবহন ক্লিনার ৩ জন নেয়া হবে।
গ্রুপ-৫: সহকারী পরিচালক পদে ৫ জন, অর্থনীতিবিদ ১ জন, ফায়ার অফিসার ২ জন, নিরাপত্তা অপারেটর ৪০ জন, কনভেয়ার বেল্ট অপারেটর ২৪ জন ও লাউঞ্জ রুম পরিচালক ২৯ জন নেয়া হবে।
গ্রুপ-৬ : এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পদে ২ জন, এয়ারক্রাফট মার্শালার ৪ জন, সহকারী শরীরচর্চা প্রশিক্ষক ২ জন, ফোরম্যান (সিভিল) ১ জন, ড্রাফটসম্যান ৮ জন, বিদ্যুৎ কারিগর ৪ জন, অটো ইলেকট্রিশিয়ান ২ জন, সশস্ত্র নিরাপত্তা প্রহরী ৪১ জন ও নিরাপত্তা প্রহরী ৪৬ জন নেয়া হবে।
গ্রুপ-৭ : হিসাব সহকারী পদে ১৩ জন, ডেটা এন্ট্রি অপারেটর ৩ জন, সহকারী ড্রাফটসম্যান ৪ জন, সহকারী রেডিও টেকনিশিয়ান ৪ জন, ফিটার মেকানিক ১ জন, ইঞ্জিনচালক ২৭ জন, রংমিস্ত্রি ১ জন, সহকারী রাজমিস্ত্রি ১ জন, মালি ৪ জন ও রেডিও ক্লিনার ৭ জন নেয়া হবে।
গ্রুপ-৮ : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬৯ জন, সার্ভেয়ার ১ জন, স্টোরম্যান ৪ জন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ১ জন, এয়ারপোর্ট ফায়ার অপারেটর ৮৫ জন, মোটর পরিবহন ফিটার ড্রাইভার ৪ জন, জুনিয়র নিরাপত্তা অপারেটর ৭ জন, পাম্পচালক ও পাম্পমিস্ত্রি ২ জন, ট্রলিম্যান ৩৫ জন ও সহকারী বাবুর্চি ১ জন নেয়া হবে।
গ্রুপ-৯ : টেলিফোন অপারেটর পদে ৫ জন, ড্রাইভার ৩৬ জন, বার্ড শুটার ৪ জন, তার কারিগর ৭ জন, ডেন্টার ১ জন, মাস্টলস্কর ২ জন ও হেলপার ৮ জন নেয়া হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://caab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ২ এপ্রিল থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল, ২০২৩ পর্যন্ত। পদগুলোতে আবেদনের যোগ্যতা ও শর্তাবলী জানতে ক্লিক করুন এখানে।
অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি কার্যক্রম শুরুর দাবি ইবি শিক্ষক সমিতির

গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে দ্রুত নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। আগামী ৪ এপ্রিলের মধ্যে প্রশাসনকে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির মিটিং আহ্বান করে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম আরম্ভ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন তারা।
বুধবার (২৯ মার্চ) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন জোদ্দার তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার শিক্ষক সমিতির কার্যনির্বাহী সভায় উপাচার্য বরাবর চিঠি দিয়ে গুচ্ছের বাইরে গিয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম আরম্ভের সিদ্ধান্তে স্থির হোন সভায় উপস্থিত সদস্যরা।
এ বিষয়ে অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, একাডেমিক কাউন্সিলে আগেই সিদ্ধান্ত হয়ে আছে। সে অনুযায়ী আজকের কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে আগামী ৪ এপ্রিলের মধ্যে উপাচার্য মহোদয়কে ভর্তি পরীক্ষা কমিটির সভা ডেকে দ্রুত ভর্তি কার্যক্রম শুরু করার জন্য আহ্বান জানিয়েছি। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তকে সবাই যেনো সম্মান জানায় সে অনুরোধ জানিয়েছি। এর আগে গত ২৫ তারিখ উপাচার্য স্যার ডেকে ইউজিসির সিন্ধান্তের বিষয়ে জানিয়েছেন। আমরা বলেছি, একাডেমিক কাউন্সিলের সিন্ধান্ত যতোক্ষণ বহাল আছে ততক্ষণ আমাদের এর বাইরে যাওয়ার সুযোগ নেই। ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যালয়ে নতুন বর্ষের ভর্তি কার্যক্রমের সার্কুলার হয়েছে তাই দ্রুত সময়ের মধ্যে আমরা ভর্তি কার্যক্রম শুরু করতে বলেছি।
তিনি আরও বলেন, ইউজিসি আমাদের গুচ্ছে থাকতে অনুরোধ করেছে। তবে আমরা নিজস্ব ভর্তি প্রক্রিয়ায় ফিরতে চাচ্ছি। ভবিষ্যতে ভালো কোনো পন্থা আসলে তখন ভেবে দেখবো।
অর্থসংবাদ/এসএ
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
গিনেস বুকে আইইউবির ছাত্র সামিন রহমানের নাম

মাত্র ১০ দশমিক ৯২ সেকেন্ডে টাইয়ের উইন্ডসর নট বেঁধে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন আইইউবির মার্কেটিং বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্র মো. সামিন রহমান। গিনেসে এই বিষয়ক আগের রেকর্ডটি ছিল ১২ দশকিক ৮৯ সেকেন্ড। এ মাসেই গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে নতুন রেকর্ড গড়ার সার্টিফিকেট হাতে পান সামিন।
এই রেকর্ডটির জন্য ২০২২ সালের আগস্টে অনলাইনে আবেদন করেছিলেন সামিন। ওই বছরের নভেম্বরে তার আবেদনের প্রমাণ চায় গিনেস কর্তৃপক্ষ। সে সময় ১০ দশমিক ৯২ সেকেন্ডে উইন্ডসর নট বাঁধার একটি ভিডিও গিনেসের ওয়েবসাইটে আপলোড করেন সামিন। এ বছরের ফেব্রুয়ারি মাসে নতুন রেকর্ডের কথা সামিনকে ইমেইলের মাধ্যমে জানায় গিনেস। তার এক মাস পর সম্প্রতি সার্টিফিকেট হাতে পেয়েছেন তিনি।
মো. সামিন রহমান বলেন, ‘আমি ঢাকার লালমাটিয়ায় অ্যাড্রয়েট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়তাম। সেখানে ইউনিফর্মের সঙ্গে আমাদের টাই পড়তে হতো। সেখানেই প্রথম টাইয়ের সঙ্গে পরিচয়। এরপর নানারকম টাই বাঁধা শেখাটা আমার শখে পরিণত হয়। তবে কখনও ভাবিনি এর জন্য আমি বিশ্বরেকর্ড গড়তে পারব।’
পড়াশোনার পাশাপাশি সামিন দুটি স্টার্টআপও পরিচালনা করেন। এছাড়া তিনি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) কার্যক্রমের সঙ্গে জড়িত। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বেসিস এবং মোবাইল অপারেটর রবির সঙ্গেও বিভিন্ন প্রকল্পে কাজ করছেন সামিন।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
বিনা অভিজ্ঞতায় চাকরি দেবে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লোকবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফিল্ড অফিসার পদে একাধিক লোকবল নিয়োগ দেবে।
বেতন: ব্যাংকের নীতিমালা অনুসারে।
যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়সসীমা: ২৫ এপ্রিল ২০২৩ তারিখে ন্যূনতম ২২ বছর এবং ২৫ মার্চ, ২০২০ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারির জানতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
ক্যাম্পাস টু ক্যারিয়ার
স্বাধীনতা দিবসে ইবি রিপোর্টার্স ইউনিটি’র বিনম্র শ্রদ্ধা

মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি শহিদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণে শহিদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে।
রোববার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে ইবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রাকিবের নেতৃত্বে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
এ সময় শ্রদ্ধাঞ্জলিতে অংশ নেন সংগঠনটির সহ-সভাপতি তারিক সাইমুম, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আদনান, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সিদ্দিকী, দপ্তরসম্পাদক শাহরিয়ার কবির রিমন, ক্রীড়াসম্পাদক খলিলুর রহমান জিম, কার্যনির্বাহী সদস্য যায়িদ বিন ফিরোজ, মোস্তাক মোর্শেদ ইমন ও মংক্যচিং মারমাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, সহায়ক কর্মচারী সমিতি, ইবি শাখা ছাত্রলীগ, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এরপর শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।
অর্থসংবাদ/সাকিব/এসএম