সমাজসেবায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন আতাউর রহমান

সমাজসেবায় আন্তর্জাতিক সম্মাননা পেলেন আতাউর রহমান

ভারতের কলকাতায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে অন্যদিন পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং এপার বাংলা-ওপার বাংলা এর যৌথ উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বিশ্ব বাংলা সম্মাননা-২০২২ এ মনোনীত হন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের কলকাতার ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বিশ্ব বাংলা সম্মাননা-২০২২ তুলে দেন। আতাউর রহমানের পক্ষে তার ছেলে মোঃ শাখিউল আলম (পিলু) সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলকাতা প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট প্রনব কে আর লাহিরি, বাজিতপুর সম্মেলনের সভাপতি মৃত্যুঞ্জয় চৌধুরী।

অন্যদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অমিত বিক্রম রানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

শাখিউল আলম (পিলু) জানান,বাবা ভিসা না পাওয়ার কারণে বাবার পক্ষ থেকে আমি বাবার সম্মাননা পুরস্কারটি গ্রহণ করি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়