Connect with us

পুঁজিবাজার

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে ইবনে সিনা

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

বিএসইসি

রেকর্ড ডেটের  আগে আগামীকাল( ২৭ সেপ্টেম্বর) থেকে স্পট মার্কেটে যাচ্ছে  পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ সেপ্টেম্বর কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। এছাড়াও আগামী  ২৯ সেপ্টেম্বর কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পুঁজিবাজার

বিএসইসি নারী উদ্যোক্তাদের সকল ধরণের সহায়তা দিতে প্রস্তুত

Published

on

বিএসইসি

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নারী উদ্যোক্তাদের সকল ধরণের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন কমিশনের কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২১ নভেম্বর) বিএসইসির উদ্যোগে রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসির মাল্টিপারপাস হলে ‘অরেঞ্জ বন্ড ইন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা জানান।

বৈঠকে বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ অরেঞ্জ বন্ডের উপর তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি বৈশ্বিক প্রেক্ষাপটে অরেঞ্জ বন্ড নিয়ে বিস্তারিত ধারণা তুলে ধরেন এবং এর ভবিষ্যত নিয়ে আলোচনা করেন। তিনি ‘অরেঞ্জ বন্ড’ এর ধরণগুলো, এর ইস্যুয়ার ও ইস্যু সংক্রান্ত বিষয়গুলো, ফান্ডের ব্যবহার ইত্যাদি বিষয়ে তুলে ধরে কিভাবে দেশে ‘অরেঞ্জ বন্ড’ নিয়ে আসা যায় এবং কিভাবে তা কাজে লাগানো যেতে পারে তা ব্যাখ্যা করেন।

অরেঞ্জ বন্ডের মাধ্যমে অর্থায়ন থেকে যেন নারীরা সহজেই সুবিধা পেতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখার কথা উল্লেখ করেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে সহায়ক ইকোসিস্টেম সৃষ্টি এবং প্রয়োজনীয় গাইডলাইন তৈরির জন্য বিএসইসি ইউএনডিপির সাথে কাজ করছে বলে জানান তিনি। এছাড়াও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ও ইউএনডিপি বাংলাদেশে সাসটেইনেবিলিটি বন্ড গাইডলাইন তৈরি করছে বলে জানান তিনি। যৌথভাবে তিনি উপস্থিত নারী উদ্যোক্তাদের আগ্রহী হয়ে এগিয়ে আসার অনুরোধ জানান এবং বিএসইসি এক্ষেত্রে সকল ধরণের সহায়তা দিতে প্রস্তুত বলে জানান। তিনি বৈঠকে অংশগ্রহণকারীদের অরেঞ্জ বন্ড বিষয়ক নানাবিধ প্রশ্নের উত্তর প্রদান করেন।

অরেঞ্জ বন্ডের বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন অংশীদার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের নিয়ে উক্ত গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বিশেষত নারীদের জন্য তৈরি অরেঞ্জ বন্ড সম্পর্কে আয়োজিত উক্ত বৈঠকে দেশের নারী উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. রুমানা ইসলাম। তিনি বৈঠকে আগত অংশগ্রহণকারীদের ধন্যবাদ দেন এবং তাদের মূল্যবান মতামত জানানোর অনুরোধ করেন। দেশের সর্বত্র নারীদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে লিঙ্গ সমতা আনয়নে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আর সেক্ষেত্রে অরেঞ্জ বন্ড বিশেষ ভূমিকা রাখতে পারে বলে তিনি জানান।

বিশ্ব ব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের অপারেশর অফিসার, ইএসজি এডভাইজার- সাউথ এশিয়া, ইনভারমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স (ইএসজি) লোপা রহমান বৈঠকে সংক্ষিপ্ত উপস্থাপনায় বাংলাদেশের প্রেক্ষাপটে অরেঞ্জ বন্ডসহ টেকসই উন্নয়ন সম্পৃক্ত বন্ড, সোশাল ও জেন্ডার সম্পৃক্ত বন্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি এক্ষেত্রে বিদ্যমান সুবিধা-অসুবিধা এবং সম্ভাবনা তুলে ধরেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে ইকমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও এফবিসিআইর ভাইস প্রেসিডেন্ট শমী কায়সার, চালডালের চিফ অব স্টাফ ও গো গো বাংলা লজিসটিকসের পরিচালক ইশরাত জাহান নাবিলা, টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক নাজনিন নাহার, এফবিসিআইর পরিচালক হাসিনা নেওয়াজ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের এডভাইজার ফর স্ট্রাটেজি অ্যান্ড বিসনেস ডেভেলপমেন্ট রাশেদ মাকসুদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির প্রাক্তন প্রেসিডেন্ট ও বিজনেস ইনিসিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ব্যারিস্টার নিহাদ কবির, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক, আইডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খুরশিদ আলম, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব ফরিদ আহমেদ, ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) চিফ অব অপারেশন মো. মনোয়ার হোসেন কথা বলেন। বক্তারা ‘অরেঞ্জ বন্ড’ এর নানা বিষয়ে আলোচনা করেন এবং মতামত জানান। এছাড়াও উক্ত বৈঠকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের চেয়ারম্যান ড. সুবর্ণ বড়ুয়া এবং বিএসইসির নির্বাহী পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

গোলটেবিল বৈঠকে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), সোশাল ডেভেলপমেন্ট ফান্ড, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনসহ (এসএমই ফাউন্ডেশন) বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। বৈঠকে বিএসইসি, বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশের আর্থিক খাত সংশ্লিষ্টরা দেশের পুজিবাজার এবং বন্ড বাজারের বিষয়ে একসাথে কাজ করছেন বলে জানান এবং বিশেষভাবে ‘অরেঞ্জ বন্ড’ এর সম্ভাবনাকে কাজে লাগাতে সমন্বিত উদ্যোগের কথা জানান।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু

Published

on

বিএসইসি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ৫০ কোটি টাকার পারপেচুয়াল বন্ডের আনুষ্ঠানিক লেনদেন আজ থেকে শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে ‘ডেব্যুট ট্রেডিং অ্যান্ড রিং দ্য বেল’ ও ‘সাইনিং অফ লিস্টিং এগ্রিমেন্ট’ শিরোনামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ট্রেডিং শুরু হয়।

মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরীর উপস্থিতিতে মার্কেন্টাইল ব্যাংকের হেড অব ট্রেজারী ও এসইভিপি অসীম কুমার সাহা ও ঢাকা স্টক এক্সচেঞ্জের চীফ রেগুলেটরি অফিসার খায়রুল বাসার আবু তাহের মোহাম্মদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে লিস্টিং চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের এফভিপি ও নিকুঞ্জ শাখা প্রধান ফারুক আহমেদ, ট্রেজারী ডিভিশনের এফভিপি মোহাম্মদ তারেক পারভেজ খান, ডিএসই’র সিএফও এ.জি.এম. সাত্বিক আহমেদ শাহ, এজিএম মো. রবিউল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বন্ডটি ডিএসইতে এন ক্যাটাগরিতে লেনদেনের জন্য তালিকাভুক্ত হলো। ডিএসইতে মার্কেন্টাইল ব্যাংকের পারপেচুয়াল বন্ডের ট্রেডিং কোড হলো ‘MBPLCBOND’ এবং বন্ডের স্ক্রিপ্ট কোড ২৬০১৪।

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ব্লকে ২৩ কোটি টাকার লেনদেন

Published

on

বিএসইসি

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ৫৫টি কোম্পানির সর্বমোট ৫৪ লাখ ৯ হাজার ১১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৬০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২১ নভেম্বর) ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মা লিমিটেডের। কোম্পানিটির ৫ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে এমারেল্ড অয়েলের ১ কোটি ৭৯ লাখ এবং তৃতীয় স্থানে আল-হাজ্ব টেক্সটাইলের ১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারি ১ কোটি ১৩ লাখ, মার্কেন্টাইল ব্যাংক ১ কোটি ৪৬ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ২৯ লাখ, একমি পেস্টিসাইডস ৮৬ লাখ ও একমি ল্যাবের ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

পর্ষদ সভার তারিখ জানালো ঢাকা ডাইং

Published

on

বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং লিমিটেড প্রান্তিক সংক্রান্ত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৬ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

শমরিতা হসপিটালের সর্বোচ্চ দরপতন

Published

on

শমরিতা হসপিটাল

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩০৭টি কোম্পানির মধ্যে ৯৭ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শমরিতা হসপিটাল লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, মঙ্গলবার (২১ নভেম্বর) শমরিতা হসপিটালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৫ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৫৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এপেক্স ফুডসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৩৬ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৫ দশমিক ৩৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে রিপাবলিক ইন্স্যুরেন্স।

মঙ্গলবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- নাভানা সিএনজি, নর্দান ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জেমিনি সী ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

অর্থসংবাদ/এমআই

শেয়ার করুন:-
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
বিএসইসি
জাতীয়2 hours ago

নির্বাচনী প্রচারে সরকারি সম্পত্তির ব্যবহার বন্ধের নির্দেশ

বিএসইসি
আন্তর্জাতিক2 hours ago

তৃতীয় প্রান্তিকে থাইল্যান্ডের প্রবৃদ্ধি কমেছে

বিএসইসি
আন্তর্জাতিক2 hours ago

চীনের জিডিপি ৫ শতাংশ কমার পূর্বাভাস

বিএসইসি
ধর্ম ও জীবন3 hours ago

নামাজের নিয়ত মুখে উচ্চারণ না করলে নামাজ হবে?

বিএসইসি
বিনোদন3 hours ago

নৌকার মনোনয়নপত্র কিনলেন চিত্রনায়িকা সিমলা

বিএসইসি
জাতীয়3 hours ago

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচি প্রকাশ

বিএসইসি
পুঁজিবাজার4 hours ago

বিএসইসি নারী উদ্যোক্তাদের সকল ধরণের সহায়তা দিতে প্রস্তুত

বিএসইসি
অর্থনীতি4 hours ago

বছরের ব্যবধানে খেলাপি বেড়েছে ২১ হাজার কোটি টাকা

বিএসইসি
জাতীয়5 hours ago

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

বিএসইসি
পুঁজিবাজার5 hours ago

মার্কেন্টাইল ব্যাংক পারপেচুয়াল বন্ডের লেনদেন শুরু

Advertisement
Advertisement IBBL_AD_300 x 250

ফেসবুকে অর্থসংবাদ

তারিখ অনুযায়ী সংবাদ

November 2023
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930