কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান জামাল নাসের

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান জামাল নাসের
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক জামাল নাসেরকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন সই করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, জামাল নাসের ২০১৫ সালে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরিচালক হিসাবে নিরীক্ষা পদে যোগ দেন। পরে কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের মার্চে তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।

অধ্যাপক জামাল নাসের কুমিল্লার লালমাই উপজেলার শিকারপুর গ্রামের ভাষাসৈনিক মো. তাজুল ইসলামের ছেলে।

তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাজতখোলা হাই স্কুল থেকে এসএসসি, ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্নাতক-স্নাতকোত্তর করেন।

জামাল নাসের বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবো। বিশেষ করে, প্রতিটি পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

এর আগে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. আবদুস ছালাম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি