Connect with us

পুঁজিবাজার

বাজার মূলধন বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

Published

on

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঊর্ধ্বমূখী প্রবণতা ছিল। সপ্তাহজুড়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও বেড়েছে মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। পাশাপাশি বেড়েছে বাজার মূলধন।

ডিএসই’র দেওয়া তথ্য মতে, গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ২০ হাজার ১২৬ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৬১৭ কোটি টাকা। আগের সপ্তাহে বাজার মূলধন কমে ২ হাজার ৫৩৮ কোটি টাকা। তার আগের চার সপ্তাহে বাজার মূলধন বাড়ে ১৯ হাজার ৩৯৮ কোটি টাকা।

বাজার মূলধন বাড়লেও গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৬টির। আর ১৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এরপরও গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৪৮ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৪৫ পয়েন্ট বা দশমিক ৬৯ শতাংশ।

Nogod-22-10-2022

আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক গত সপ্তাহে বেড়েছে ১৯ দশমিক ৩৩ পয়েন্ট বা দশমিক ৮২ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ২৯ দশমিক ৮২ পয়েন্ট বা ১ দশমিক ২৫ শতাংশ।

প্রধান ও ডিএসই-৩০ মূল্যসূচকের পাশাপাশি গত সপ্তাহে বেড়েছে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক। গত সপ্তাহে এ সূচকটি বেড়েছে ৭ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৫০ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ১১ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ।

সবকটি সূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ২ হাজার ২২ কোটি ৭ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ১ হাজার ৪১৬ কোটি ৫৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৬০৫ কোটি ৪৯ লাখ টাকা বা ৪২ দশমিক ৭৪ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৭ হাজার ৮২ কোটি ৯২ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন বেড়েছে ৩ হজার ২৭ কোটি ৪৭ লাখ টাকা বা ৪২ দশমিক ৭৪ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইতে টাকার অংকে সব থেকে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ফার্মার শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ২৪০ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকা, যা মোট লেনদেনের ১২ দশমিক ২৭ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ১৩৬ কোটি ৭৩ লাখ ৮৯ হাজার টাকা। ৪৭৯ কোটি ৭০ লাখ ৪১ হাজার টাকা লেনাদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

এছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং, লাফার্জহোলসিম বাংলাদেশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, ইস্টার্ন হাউজিং, একমি ল্যাবরেটরিজ, শাহিনপুকুর সিরামিক এবং শাহজিবাজার পাওয়ার।

শেয়ার করুন:
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Advertisement

পুঁজিবাজার

ব্লকে ৩৫ কোটি টাকার লেনদেন

Published

on

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে রোববার মোট ৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩১ লাখ ৯৩ হাজার ১৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ব্লকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের। কোম্পানিটি ২০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। ১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশনস, একমি ল্যাবরেটরিজ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, আর্গন ডেনিম,বিএটিবিসি, বিবিএস কেবলস, বিডি ফিন্যান্স, বিডি ল্যাম্পস, বিডি থাই ফুড, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবল, বিএসআরএম লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস, ই-জেনারেশন, ফু-ওয়াং সিরামিকস, জেনারেশন নেক্সট, গ্লোবাল ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, লিন্ডেবিডি,ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং,ম্যারিকো, মেট্রো স্পিনিং, বিডি মনোস্পুল, নাভানা সিএনজি,ন্যাশনাল পলিমার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রীড, প্রভাতি ইন্স্যুরেন্স,পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রহিমা ফুড, আরএকে সিরামিকস, রেকিট বেনকিজার, রবি, সায়হাম কটন, সামিট অ্যালায়েন্স পোর্ট, সী পার্ল বীচ, সিলকো ফার্মা, সিলভা ফার্মা, সিঙ্গার বিডি, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা,স্ট্যান্ডার্ড সিরাকিস, সামিট পাওয়ার, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, ওয়ালটন হাইটেক ও ইয়াকিন পলিমার লিমিটেড।

Nogod-22-10-2022
শেয়ার করুন:
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

নাম পরিবর্তন করবে এমজেএলবিডি

Published

on

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমজেএল বিডির পরিচালনা পর্ষদ নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, আগামী ২৬ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নাম পরিবর্তনের বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হবে। শেয়ারহোল্ডার এবং বিএসইসির সম্মতি সাপেক্ষে কোম্পানিটি নাম পরিবর্তন করতে পারবে। কোম্পানিটি এমজেএল বাংলাদেশ লিমিটেডের পরিবর্তে এমজেএল বাংলাদেশ পিএলসি নাম রাখবে।

কোম্পানিটি জানায়, কোম্পানিটি সংঘস্বারকের কিছু সংশেধনী করে নতুন নাম কার্যকর করবে।

Nogod-22-10-2022

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সর্বোচ্চ দর পতন কোহিনূর কেমিক্যালসের

Published

on

Kohinoor chemical

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর পতন হয়েছে কোহিনূর কেমিক্যালসের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩ পয়েন্ট ৪৮ শতাংশ। ফলে ডিএসইর দর পতনের তালিকার প্রথম অবস্থানে রয়েছে কোহিনূর কেমিক্যাল।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৬ পয়েন্ট ৮৭ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে থাকা ইজেনারেশন লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ পয়েন্ট ৯২ শতাংশ।

Nogod-22-10-2022

টপটেন লুজারের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- বসুন্ধরা পেপার মিলস লিমিটেড, নাভানা ফার্মা, হাক্কানি পাল্প, ইস্টার্ন হাউজিং, আইসিবি, রূপালী লাইফ ইন্সুরেন্স এবং মেঘনা সিমেন্ট।

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

লেনদেনের শীর্ষে আমরা নেটওয়ার্ক

Published

on

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্ক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন কোম্পানিটির ১৮ কোটি ৮ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেনের মধ্যমে শীর্ষ স্থান ধরে রেখেছে। লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার টাকার। লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পানিটির ১২ কোটি ৬৩ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- চার্টার্ড লাইফ ইন্সুরেন্স, সী-পার্ল হোটেল, অ্যাডভেন্ট ফার্মা, ই-জেনারেশন, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

Nogod-22-10-2022

অর্থসংবাদ/এসএম

শেয়ার করুন:
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ফের পতনে শেয়ার বাজার, কমেছে লেনদেন

Published

on

টানা তিন কর্মদিবস উত্থানের পর আজ রোববার (৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মূল্যসূচকের পতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ৬ হাজার ২২৪ পয়েন্টে অবস্থান করছে। শরীয়াহ সূচক( ডিএসইএস) ৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৬৩ পয়েন্টে, ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন লেনদেন হওয়া ৩০০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২২টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৬৪টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ২১৪টির।

Nogod-22-10-2022

রোববার ডিএসইতে ৩১৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। শেষ কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকার।

অর্থসংবাদ/কেএ

শেয়ার করুন:
বিজনেস নিউজ পোর্টাল অর্থসংবাদে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পুরো সংবাদটি পড়ুন
Advertisement
December 2022
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

কর্পোরেট সংবাদ

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ফেসবুকে অর্থসংবাদ