নিম্নমূখী লেনদেনের দিনে ওরিয়ন ফার্মা-বেক্সিমকোর দাপট

নিম্নমূখী লেনদেনের দিনে ওরিয়ন ফার্মা-বেক্সিমকোর দাপট

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ আরও কমেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৩৭৫টি প্রতিষ্ঠানের ১ হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় দেড়শ’ কোটি টাকা কম। লেনদেনের নিম্নমূখী প্রবণতার দিনে ডিএসইতে দুই কোম্পানি শেয়ার হাতবদলে দাপট দেখিয়েছে।


ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ওরিয়ন ফার্মা ও বেক্সিমকোর শেয়ার লেনদেনের প্রভাব ছিল শেয়ারবাজারে। এদিন এক্সচেঞ্জটিতে ওরিয়ন ফার্মার লেনদেনের পরিমাণ ছিল ২০০ কোটি টাকার কাছাকাছি। আর বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে দেড়শ’ কোটি টাকারও বেশি।

তথ্য বলছে, আজ ডিএসইতে ওরিয়ন ফার্মার মোট ১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ২৪৭টি শেয়ার হাতবদল হয়েছে। টাকার অংকে এসব শেয়ারের মূল্য ১৯৫ কোটি ৪০ লাখ টাকা।

অপরদিকে বেক্সিমকোর ১ কোটি ১২ লাখ ৬২ হাজার ৪৪২টি শেয়ার আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে। এসব শেয়ারের মূল্য ছিল ১৫২ কোটি ২৭ লাখ টাকা।

সরকারি মালিকানাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন আজ ডিএসইতে লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। আজ কোম্পানিটির ৯২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার প্রধান শেয়ারবাজারে লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা আরেক প্রতিষ্ঠান জেএমআই হসপিটালের শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ৩২ লাখ টাকার।

এছাড়াও শাহজিবাজার পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, ইউনিক হোটেল, লাফার্জ হোলসিম, বসুন্ধরা পেপার ও ইস্টার্ন হাউজিং আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের তালিকার শীর্ষ দশে স্থান করে নিয়েছে।

এদিকে, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। আজ এক্সচেঞ্জটির প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১২ পয়েন্ট বেড়েছে বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৫৬৪ পয়েন্টে। শরীয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ বেড়েছে ০ দশমিক ৩৭ পয়েন্ট। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’  আজ ৯ পয়েন্ট কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত