ফাইনালে পাকিস্তানকে সতর্ক করলেন ওয়াসিম

ফাইনালে পাকিস্তানকে সতর্ক করলেন ওয়াসিম
হট ফেভারিট হিসেবে এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। অন্যদিকে এই আসরের বিস্ময় আফগানিস্তানের কাছে হার দিয়ে শুরু করা শ্রীলঙ্কা। এরপর দলটি সবগুলো ম্যাচ জিতে ফাইনালে উঠেছে তারা, এমনকি সুপার ফোরের শেষ ম্যাচেও পাকিস্তানকে হারিয়েছে আধিপত্য বিস্তার করে। এই উত্তেজনাকর ও তরুণ শ্রীলঙ্কাকে হালকাভাবে নেওয়া যাবে না বললেন পাকিস্তানের পেস লিজেন্ড ওয়াসিম আকরাম।

সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ১২১ রানে গুটিয়ে দিয়ে তিন ওভার হাতে রেখে ৫ উইকেটে জেতে পাকিস্তান। ওই ম্যাচের ভুলগুলো শুধরে ফাইনালে বাবর আজমরা আরও ভালো পারফরম্যান্স করবেন বিশ্বাস ওয়াসিমের। একই সঙ্গে দাসুন শানাকাদের সমীহ করতেও পরামর্শ তার।

ওয়াসিম বলেছেন, ‘এই এশিয়া কাপে পাকিস্তান দলের পারফরম্যান্স চমৎকার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় তাদের ব্যাটিংয়ে তীব্রতার অভাব ছিল। যদিও বোলিং ছিল ভালো। আশা করি তারা তাদের ভুলগুলো থেকে শিখবে। কিন্তু আমি এখনও মনে করি ফাইনালে পাকিস্তান ফেভারিট। কিন্তু উত্তেজনকার ও তরুণ শ্রীলঙ্কান দলকে সহজভাবে নেওয়া যাবে না।’

সাবেক অধিনায়ক আরও যোগ করেছেন, ‘পাকিস্তান ক্রিকেট অনুরাগীরা বলছে আমাদের মিডল অর্ডার বেশ অনভিজ্ঞ। এবং সুপার ফোরের শেষ ম্যাচে রিজওয়ান আউট হওয়ার পর এটা উন্মোচিত হয়েছে। কিন্তু ফাইনাল হতে যাচ্ছে ভালো উইকেটে, আশা করবো তারা শক্তিশালী হয়ে ফিরবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়