টেলিকম ও প্রযুক্তি
কর্মক্ষমতা না বাড়লে চাকরি যাবে গুগল কর্মীদের

গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই কর্মীদের কর্মক্ষমতা বাড়ানোর ওপর জোর দিতে বলেছেন । এর ব্যত্যয় ঘটলে চাকরি যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
কয়েক সপ্তাহ আগেই গুগলের সিইও সুন্দর পিচাই কর্মীদের একরকম সতর্ক করে বলেন, কঠোর পরিশ্রম করুন নয়ত প্রস্থানের জন্য প্রস্তুত হন। তিনি বলেছিলেন, পরবর্তী তিন মাসে প্রত্যাশা অনুযায়ী আয় না হলে রাস্তা আরও কঠিন হবে। সুন্দর পিচাই জানিয়েছেন, গুগলের দক্ষতা আরও ২০ শতাংশ বাড়াতে চান তিনি। কারণ তিনি গত কয়েক বছর ধরেই ঘন ঘন নিয়োগ ও আর্থিক প্রতিবন্ধকতার মতো বেশকিছু বিষয়ের সঙ্গে লড়াই করছেন।
লস অ্যাঞ্জেলসে কোড কনফারেন্সে পিচাই জানিয়েছেন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও বিজ্ঞাপনের আয়ে ব্যাপক মন্দা রয়েছে। তিনি তার পরিকল্পনার কথা প্রতিষ্ঠানের অন্য কর্মীদেরও জানিয়েছেন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) পিচাই বলেন, আমরা যত ম্যাক্রো-ইকোনমি সম্পর্কে জানব আমাদের এই বিষয়ে অনিশ্চয়তা তত বাড়বে। তিনি আরও বলেন, বিজ্ঞাপনে ব্যয়ের সঙ্গে ম্যাক্রো-ইকোনমির সম্পর্ক রয়েছে।
পিচাই বলেন, একটি সংস্থা হিসেবে নিশ্চিত করতে হবে যে, টাকার যোগান কম রয়েছে এমন পরিস্থিতিতে যাতে সঠিক জিনিসগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। তিনি কর্মীদের উৎপাদনশীল হতে বলেন। এছাড়াও সঠিক ও প্রয়োজনীয় ক্ষেত্রে নিজের সময় ব্যয় করার কথা নিশ্চিত করতে বলেন। পর্যবেক্ষকদের মতে, তার এই বক্তব্যের মধ্যেই কর্মী সংখ্যা কমানোর পরিকল্পনা লুকিয়ে রয়েছে।

তবে এই প্রথম নয়। গত জুলাই মাসেও কর্মীদের উদ্দেশে একটি মেমো লিখেছিলেন গুগলের সিইও। সেখানেই উল্লেখ করা হয়েছিল, সংস্থা চলতি বছরের বাকি সময়টুকুতে নিয়োগের গতি কমিয়ে দেবেন। এর পেছনে বর্তমান আন্তর্জাতিক অবস্থা তুলে ধরেন তিনি।
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

টেলিকম ও প্রযুক্তি
গোপনীয়তা রক্ষা করবে ফেসবুক–ইনস্টাগ্রামের নতুন ফিচার

আধুনিক এই সময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নেই―এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। অধিকাংশ মানুষই ফেসবুক ও ইনস্টাগ্রামে সক্রিয়। পারিবারিক, ব্যবসায়িক কিংবা অফিস-আদালতের বিভিন্ন কাজও এখন এই সোশ্যালে করা হয়। ফলে ফেসবুক-ইনস্টাগ্রামে অনেক সময় আমাদের একান্তই ব্যক্তিগত বিভিন্ন তথ্য থাকে।
এদিকে প্রয়োজনীয় এই মাধ্যমে অনেক সময় সাইবার হামলা চালিয়ে থাকে দুষ্টু চক্র। যারা ব্যবহারকারীকে নজরদারিতে রাখে। ব্যবহারকারীর অজান্তেই তার সব অ্যাক্টিভিটির খবর চলে যায় সাইবার দুর্বৃত্তদের কাছে। আপনি চাইলে সহজেই এ ধরনের ট্র্যাকিং থেকে সুরক্ষা করতে পারেন আপনার ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এ জন্য যুক্ত করা হয়েছে ‘অক্টিভিটি অফ মেটা’ নামের নতুন একটি ফিচার। এবার তাহলে ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী এ ব্যাপারে জেনে নেয়া যাক।
নতুন এই ফিচার সাহায্য করবে যেভাবে: ফেসবুক-ইনস্টাগ্রাম প্লাটফর্ম দুটি আপনার কাছ থেকে যেভাবে তথ্য সংগ্রহ করছে, তার একটি নিয়ন্ত্রণ প্রক্রিয়া নিজেই নিতে পারেন আপনি। এ জন্য আপনার ব্যক্তিগত তথ্যের কতটুকু প্লাটফর্ম দুটিকে ট্র্যাক করতে দেবেন, সেটি নির্ধারণ করতে সহায়তা করবে নতুন এই ফিচার।
ইনস্টাগ্রামে অ্যাক্টিভিটি ট্র্যাক করা বন্ধের উপায়: প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন। এখন প্রোফাইল পিকচারে প্রেস করুন। এবার উপরের ডানদিকে কোনায় থাকা থ্রি ডটে ট্যাপ করুন। প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনে ক্লিক করুন। এখন অ্যাক্টিভিটি অপশনে ক্লিক করুন। তারপর অ্যাক্টিভিটি অফ মেটা টেকনোলজিস অপশনে যান। তারপর ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি অন করুন। এখন থেকে আর আপনাকে ইনস্টাগ্রামে ট্র্যাক করা সম্ভব হবে না।
ফেসবুকে অ্যাক্টিভিটি ট্র্যাক করা বন্ধের উপায়: প্রথমে ফেসবুক প্রোফাইলে যেতে হবে। এবার উপরের ডানদিক কোনায় থাকা থ্রি ডটসে ক্লিক করেন। এখন প্রাইভেসি অ্যান্ড সেটিংস অপশনের সেটিংসে ট্যাপ করুন। তারপর নিচের দিকে থাকা ইয়োর ইনফরমেশনে যান। এখন অফ-ফেসবুক অ্যাক্টিভিটিতে ক্লিক করুন। এরপর ম্যানেজ ইয়োর অফ-ফেসবুক অ্যাক্টিভিটিতে যান। সেখান থেকে ম্যানেজ ফিউচার অ্যাক্টিভিটিতে ক্লিক করে ডিসকানেক্ট ফিউচার অ্যাক্টিভিটি সিলেক্ট করুন।

অর্থসংবাদ/এসএম
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
ইনস্টাগ্রামে পোস্ট ও রিলসে নতুন ফিচার!

ইনস্টাগ্রামে কোনো পোস্ট দিলে বা রিলস প্রকাশ করলে সেগুলো অ্যাকাউন্ট অনুসরণ করা সব ব্যক্তি দেখতে পারেন। এর ফলে অনেক সময় বিব্রতকর সমস্যার মুখোমুখি হতে হয়। এ সমস্যার সমাধানে এবার ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকায় থাকা ব্যক্তিদের জন্য আলাদাভাবে পোস্ট ও রিলস প্রদর্শনের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। নতুন এ সুবিধা চালুর ফলে নির্বাচিত ব্যক্তি ছাড়া অন্য কেউ ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের পোস্ট ও রিলস দেখতে পারবেন না।
ইনস্টাগ্রামের তথ্যমতে, বর্তমানে ক্লোজ ফ্রেন্ডস সুবিধার মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য আলাদাভাবে স্টোরিজ ও নোটস প্রকাশ করা যায়। এবার আলাদাভাবে পোস্ট ও রিলস দেখার সুযোগও পাওয়া যাবে। এর ফলে ইনস্টাগ্রামের পাবলিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরা সহজেই নির্দিষ্ট গ্রুপের সদস্যদের জন্য স্টোরিজ, নোটসের পাশাপাশি পোস্ট ও রিলসও প্রকাশ করতে পারবেন।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ নিজের ইনস্টাগ্রাম চ্যানেলে জানিয়েছেন, ইনস্টাগ্রাম ফিড ও রিলসের জন্য ক্লোজ ফ্রেন্ডসের পরিসর বড় করা হচ্ছে। এর ফলে নির্দিষ্ট ব্যক্তিদের জন্য আলাদা পোস্ট ও রিলস প্রদর্শনের সুযোগ পাওয়া যাবে।
নির্বাচিত ব্যক্তিদের জন্য পোস্ট ও রিলস প্রকাশের আগেই ইনস্টাগ্রামের ‘অডিয়েন্স লিস্ট’ থেকে ক্লোজ ফ্রেন্ডস অপশন নির্বাচন করতে হবে। তবে ইনস্টাগ্রামে ক্লোজ গ্রুপ অপশন নির্বাচন করা না থাকলে নতুন এ সুবিধা ব্যবহার করা যাবে না।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
বিকাশে ফিরে এলেই মোবাইল রিচার্জে ক্যাশব্যাক

বিকাশে ফিরে এসে নিজের বা প্রিয়জনের যেকোনো নাম্বারে ২৫ টাকা মোবাইল রিচার্জ করলেই সাথে সাথে গ্রাহকরা পাচ্ছেন ২৫ টাকা ক্যাশব্যাক। এভাবে সর্বোচ্চ চারবার রিচার্জে মোট ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা।
১০ নভেম্বর থেকে শুরু হওয়া এই অফারটি চলবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। যেসব বিকাশ গ্রাহক গত ১ মে থেকে এখন পর্যন্ত বিকাশ দিয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন করেননি, অফারটি শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য। অফারটি দিনে ১ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৪ বার উপভোগ করা যাবে।
অফারটি পেতে নির্দিষ্ট গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকে অথবা *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জের মাধ্যমে ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।
গ্রাহকের অ্যাকাউন্ট স্ট্যাটাস সচল থাকা সাপেক্ষে যদি মোবাইল রিচার্জ লেনদেনটি সফল হয়, তবেই গ্রাহক ক্যাশব্যাক পাবেন। এয়ারটেল, বাংলালিংক, গ্রামীনফোন, রবি এবং টেলিটকের সকল নম্বরের ক্ষেত্রেই অফারটি প্রযোজ্য হবে।
উল্লেখ্য, যেকোনো সময়, দেশের যেকোনো স্থান থেকে যেকোনো অংকের টাকা নিজের বা প্রিয়জনের মোবাইলে রিচার্জ করার সুযোগ থাকায় এই সেবাটি গ্রাহকদের মধ্যে জনপ্রিয়তা লাভ করেছে। বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জে বিভিন্ন অপারেটরের সাথে রয়েছে বিভিন্ন ধরনের অফার। গ্রাহক তার ব্যবহারের ধরন অনুযায়ী নিজস্ব মোবাইল অপারেটরের ভয়েস, ডাটা প্যাক অথবা বান্ডেল কিনতে পারেন খুব সহজেই।

অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
বাংলালিংকের দুই হাজার টাওয়ার কিনছে সামিট গ্রুপ

দেশের মোবাইল অপারেটর বাংলালিংকের ২ হাজারের বেশি টাওয়ার ১ হাজার ১০০ কোটি টাকায় কিনবে সামিট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সামিট টাওয়ার্স। প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে ইতোমধ্যে একটি চুক্তি হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের পক্ষ থেকে চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। চুক্তির মধ্যে সামিটের সঙ্গে দীর্ঘমেয়াদে অংশীদারী সেবার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তি সম্পন্নের পর বাংলালিংকের এক তৃতীয়াংশ টাওয়ারের মালিকানা সামিটের অধীনে চলে যাবে। টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অনুমোদন সাপেক্ষে টাওয়ার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। টাওয়ার বিক্রির অর্থ বাংলালিংকের আর্থিক দায়বদ্ধতা মেটানোর পাশাপাশি কোম্পানিটির ডিজিটাল ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যয় হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নমোরা ইন্টারন্যাশনাল পিএলসি বাংলালিংকের আর্থিক উপদেষ্টা হিসেবে এবং ব্রিটিশ বহুজাতিক ল ফার্ম অ্যালেন ওভারি এলএলপি ও দেশের শীর্ষস্থানীয় ল ফার্ম ড. কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস চুক্তির আইনি উপদেষ্টা হিসেবে কাজ করছে।
অর্থসংবাদ/এমআই
অর্থসংবাদে প্রকাশিত কোনো সংবাদ বা কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
টেলিকম ও প্রযুক্তি
টিকটক নিষিদ্ধ করার ঘোষণা নেপালের

সামাজিক সম্প্রীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে উল্লেখ করে সোমবার মন্ত্রিসভার বৈঠকে চীনা মালিকানাধীন টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। তবে, কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে গত চার বছরে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে ১ হাজার ৬৪৭টি সাইবার অপরাধের ঘটনা ঘটেছে।
নেপাল পুলিশের সাইবার ব্যুরো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং টিকটকের প্রতিনিধিরা গত সপ্তাহের শুরুতে বিষয়টি নিয়ে আলোচনা করেছে। কারিগরি প্রস্তুতি শেষে আজকের সিদ্ধান্ত কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
নেপাল সরকারের ‘সোশ্যাল নেটওয়ার্কিং পরিচালনা সংক্রান্ত নির্দেশনা ২০২৩’ প্রবর্তনের কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত এলো। নতুন নিয়ম অনুযায়ী, নেপালে কর্মরত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে সেখানে অফিস স্থাপন করতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ফেসবুক, এক্স (পূর্বের টুইটার), টিকটক ও ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর জন্য নেপালে লিয়াজোঁ অফিস খোলা বাধ্যতামূলক করা হয়েছিল।