গ্রিন ইউনিভার্সিটিতে ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প

গ্রিন ইউনিভার্সিটিতে ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প
গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিক ফোরাম ও স্বপ্নালোড়ন বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর শেওড়াপাড়ায় বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, গ্রিন ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্প হয়েছে। তবে ডেন্টাল মেডিকেল ক্যাম্প এবারই প্রথম আয়োজন করেছে সাংবাদিক ফোরাম ও স্বপ্নালোড়ন। পৃথিবীতে ব্যয়বহুল চিকিৎসার মধ্যে দন্ত চিকিৎসা অন্যতম। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ডেন্টাল মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় সাংবাদিক ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. ফায়াজুর রহমান, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক ড. আফজাল হোসাইন খান, জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের চেয়ারপার্সন ড. শেখ মো. শফিউল ইসলাম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. শহিদ উল্যাহ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক মনিরা শরমিন, সাংবাদিক ফোরামের মডারেটর মো. শামিম মণ্ডল, ডেপুটি মডারেটর সরোজ মেহেদী।

গ্রিন ইউনিভার্সিটি সাংবাদিক ফোরামের সভাপতি মো. আকাশ, সাধারণ সম্পাদক ওয়ালিদ সাকিব, স্বপ্নালোড়নের মডারেটর জামান আশরাফ, প্রতিষ্ঠাতা সদস্য রাফসানজানি রানা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আব্দুল্লাহ খান, ডা. মারুফ মনোয়ার, ডা. আফরোজা পারভিন, ডা. মহিউদ্দিন আলমগীর ও ডা. বেনজির সাদাত। স্বপ্নালোড়নের স্বেচ্ছাসেবী মিরাজ আহমেদ, তানভির হোসেন সোহান, মো. শাহরিয়ার, সাইফুল ইসলাম, তানজিম হোসেন চিকিৎসকদের কাজে সহযোগিতা করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়