অক্টোবরে আফগানিস্তান ও দ. আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ

অক্টোবরে আফগানিস্তান ও দ. আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কয়েকটি দেশ তাদের দল ঘোষণা করেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো কিছুই জানায়নি। এশিয়া কাপে ভরাডুবির পর দল নির্বাচন নিয়ে বিপাকে পড়েছেন নির্বাচকরা।

সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টোয়েন্টি ফরম্যাটের স্কোয়াডে কারা থাকবেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে আইসিসি।  যেখানে দেখা যাচ্ছে মূল লড়াইয়ের আগে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

নিজেদের তাতিয়ে নিতে দেশ দুটির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

আগামী ১৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে এবং ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

ব্রিজবেনের দুটি মাঠে হবে খেলা দুটি।  বাংলাদেশ ম্যাচ দুটি খেলবে অ্যালান বোর্ডার ফিল্ডে।

তবে বৈশ্বিক আসরের আগে নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটির সব ম্যাচই হবে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে।

আগামী ১৬ অক্টোবর শ্রীলঙ্কা ও নামিবিয়ার প্রাথমিক পর্বের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের।

বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ আগামী ২৪ অক্টোবর।  ম্যাচ হবে হোবার্টে।   প্রাথমিক পর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গে খেলবে সাকিবের দল।

বাংলাদেশের প্রথম ম্যাচ হোবার্টে। আগামী ২৪ অক্টোবর প্রাথমিক পর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গে খেলবে তারা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়