কাজাখস্তানে ‘করোনার থেকেও ক্ষতিকর নিউমোনিয়ার’ প্রাদুর্ভাব

কাজাখস্তানে ‘করোনার থেকেও ক্ষতিকর নিউমোনিয়ার’ প্রাদুর্ভাব
কাজাখস্তানে বসবাসকারী নিজেদের প্রবাসী নাগরিকদের ‘অজ্ঞাত নিউমোনিয়ার’ বিষয়ে সতর্ক করেছে চীনা দূতাবাস। কর্মকর্তারা জানিয়েছেন, এই নিউমোনিয়াটি করোনার চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে।

চীন বিবৃতিতে বলেছে, ‘কাজাখস্তান স্বাস্থ্য বিভাগ এবং অন্য সংস্থা যৌথভাবে গবেষণা করে এখন পর্যন্ত নিউমোনিয়াটির ধরন জানতে পারেনি।’

জুনের মাঝামাঝি সময় থেকে কাজাখস্তানে এই নিউমোনিয়া রোগীদের সংখ্যা বাড়তে থাকে। কোনো কোনো জায়গায় প্রতিদিন শতাধিক রোগীর খোঁজ পাওয়া যাচ্ছে।

স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে চীনা দূতাবাস বলছে, আত্ররাউ, আক্টোবে এবং শিমকেন্ট অঞ্চলে এখন পর্যন্ত ৫০০ রোগী পাওয়া গেছে, যার মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর।

চলতি বছর কাজাখস্তানে এই নিউমোনিয়ার কারণে ১ হাজার ৭৭২ জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনায় ভুগে মারা গেছে ২৬২ জন।

নতুন নিউমোনিয়ার কারণে কাজাখস্তানে জুনেই শুধু প্রাণ হারিয়েছেন ৬২৮ জন। দেশটির সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম কাজিনফর্ম জানিয়েছে, জুনে রাজধানীতে নিউমোনিয়া রোগীর সংখ্যা দ্বিগুণ বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘প্রতিদিন ২০০ জনের মতো রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। অনেকে আবার বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।’

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, চীন সরকার তাদের নাগরিকদের বাইরে বেশি ঘোরাফেরা না করার পরামর্শ দিয়েছে।

চীনের পক্ষ থেকে এই সতর্কবার্তা এমন সময়ে আসল যখন কাজাখস্তান নভেল করোনাভাইরাসে কঠিন সময়ের অপেক্ষায় আছে। দেশটিতে এখন পর্যন্ত ৫৩ হাজার ২১ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৫ হাজার ১৩৭ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়