স্পর্শবিহীন ক্রেডিট কার্ড চালু করবে ব্র্যাক ব্যাংক

স্পর্শবিহীন ক্রেডিট কার্ড চালু করবে ব্র্যাক ব্যাংক
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক ক্যাশবিহীন লেনদেনের জন্য গ্রাহকদের কন্ট্যাক্টলেস বা স্পর্শবিহীন ক্রেডিট কার্ড চালু করার ঘোষণা দিয়েছে ব্র্যাক ব্যাংক। কার্ডহোল্ডাররা কন্ট্যাক্টলেস টার্মিনালগুলোতে (কন্ট্যাক্টলেস পিওএস) তাদের ভিসা কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড কেবলমাত্র ‘ট্যাপ’ করেই অর্থ দিতে পারবেন বুধবার (০১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, এ কার্ড নিজের কাছে রেখে পিওএস মেশিন দিয়ে বিল পরিশোধ বা লেনদেন করা যাবে বলে কার্ডহোল্ডাররা এতে অনেকখানি নিরাপদ বোধ করবেন।

কন্ট্যাক্টলেস ভিসা ক্রেডিট কার্ডগুলোতে (সিগনেচার, প্ল্যাটিনাম, গোল্ড এবং ক্লাসিক) এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি রয়েছে, যা কন্ট্যাক্টলেস পেমেন্ট টার্মিনালের সঙ্গে যোগাযোগ স্থাপন করে স্বতঃস্ফূর্তভাবে লেনদেন সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় তথ্যের আদান-প্রদান করে।

এ বিষয়ে ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মো. মাহীয়ুল ইসলাম বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের কার্ডহোল্ডারদের ডিজিটাল লাইফস্টাইলের নতুন স্বাভাবিক অভ্যস্ততার মধ্যে তাদের লেনদেনে কার্যক্ষমতা দিতে পারছি। আমরা আরও আনন্দিত যে এই মহামারি পরিস্থিতিতে তাদের স্পর্শহীন, নিরাপদ লেনদেনের সুযোগ করে দিতে পেরেছি।

কন্ট্যাক্টলেস কার্ড দিয়ে একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে কার্ডহোল্ডার চাইলে কার্ডটি ডিপ করে বা সোয়াইপ করে এবং তাদের পিন প্রবেশের মাধ্যমে এই কার্ডের মাধ্যমে ৩ হাজার টাকার বেশিও লেনদেন করতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত