শুল্ক কমার পরও চাল খালাস নিতে পারছে না আমদানিকারকরা

শুল্ক কমার পরও চাল খালাস নিতে পারছে না আমদানিকারকরা
চালের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করার পরও কাগজপত্রের জটিলতার কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে চাল খালাস নিতে পারছে না বন্দরের আমদানিকারকরা।

চাল খালাসের জন্য সকাল থেকেই হিলি কাস্টমসে বিলঅবএন্ট্রি সাবমিট করতে গেলেও কাস্টমসের সম্মতি না মেলায় এন্ট্রি দিতে পারছে না সিঅ্যান্ডএফ এজেন্টরা। ফলে বন্দরের অভ্যন্তরে কয়েক দিন ধরে আটকে থাকা চাল খালাস করতে পারছে না আমদানিকারকরা।

তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে কাস্টমসের উপকমিশনার অনুপস্থিত রয়েছেন।

তিনি বিকেলে যোগদানের কথা রয়েছে। এরপর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এ ছাড়া নতুন এই শুল্কের সুবিধা নিতে হলে ব্যবসায়ীদের নতুন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুমোদন নেওয়ার কথাও বলছেন তারা।
চাল আমদানি করে লোকশান হওয়ায় শুল্ক ছাড়ের আশায় ২০-২৫ দিন ধরে চাল খালাস না নেওয়ায় বন্দরের অভ্যন্তরে চালবোঝাই ২৭১টি ট্রাক আটকা পড়ে রয়েছে। এতে বন্দরের অভ্যন্তরে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

নতুন আদেশ অনুযায়ী, চাল আমদানিতে এখন রেগুলেটরি ডিউটি বা আবগারি শুল্ক ৫ শতাংশ, আগাম আয়কর ৫ শতাংশ, অগ্রিম কর ৫ শতাংশসহ মোট ১৫.২৫ শতাংশ শুল্ক-কর দিতে হবে। আর এই আদেশ সুগন্ধি চাল ছাড়া সব ধরনের চাল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। একই সঙ্গে আমদানির আগে খাদ্য মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়