ভারতে একদিনেই করোনায় আক্রান্ত ১৫৩৭২

ভারতে একদিনেই করোনায় আক্রান্ত ১৫৩৭২
ভারতে রোববার নতুন করে আরও ১৫ হাজার ৩৭২ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। একদিনের হিসাবে এটাই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এছাড়া এই প্রথমবারের মতো দৈনিক মৃত্যু চারশ অতিক্রম করেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৪২৩ জন মারা গেছেন করোনায়। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৩ হাজার ৬৯৫ জনে। আর মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ২৬ হাজার ৯১০ জনে।

তবে নতুন সংক্রমণ ও মৃতের দিক দিয়ে প্রথমে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে ৩ হাজার ৮৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা এখন এক লাখ ৩২ হাজার ৭৫ জন।

রোববার নতুন করে আরও ১৮৭ জন মারা যাওয়ায় মহারাষ্ট্রে এই প্রথমবারের মতো করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার অতিক্রম করল। রাজ্যে এখন করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার ১৭০ জন।

মুম্বাইয়ে নতুন করে আরও এক হাজার ১৫৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছে ১১০ জন।

দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৬৩০ জন। আর মৃত ৬৩ জন। এ নিয়ে রাজধানীতে মোট সংক্রমণের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫৯ হাজার ৭৪৬ জনে, মৃত ২ হাজার ১৭৫ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া