জাপানের চোগুকু মেরিন পেইন্টসের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি স্বাক্ষর

জাপানের চোগুকু মেরিন পেইন্টসের সঙ্গে বার্জার পেইন্টসের চুক্তি স্বাক্ষর
বাংলাদেশে শীর্ষস্থানীয় রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এবং জাপানের বিখ্যাত চোগুকু মেরিন পেইন্টস (সি এম পি) মেরিন এবং সংশ্লিষ্ট ইন্ডাস্ট্রিয়াল পেইন্ট উৎপাদন, সরবরাহ ও বাজারজাতকরণের জন্য সম্প্রতি একটি চুক্তি সম্পাদন করেছে।

জাপানের বিখ্যাত চোগুকু মেরিন পেইন্টস ১৯১৭ সালে যাত্রা শুরু করেছে মুলত মেরিন পেইন্টের মাধ্যমে। সর্বোৎকৃষ্ট বিশেষায়িত রঙ উৎপাদন এবং সরবরাহের মাধ্যমে সমগ্র বিশ্বে সফলতার সাথে নিজেদের দৃঢ় অবস্থান নিশ্চিত করেছে চোগুকু মেরিন পেইন্টস।

দেশের শীর্ষস্থানীয় রঙ উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে বার্জার পেইন্টস, বিভিন্ন প্রকারের রঙের চাহিদা মেটাতে বাংলাদেশে ডেকোরেটিভ, ইন্ডাস্ট্রিয়াল, মেরিন এবং বিশেষায়িত রঙ নির্ভরশীলতার সাথে সরবরাহ ও বাজারজাত করে আসছে। এই চুক্তির মাধ্যমে বার্জার পেইন্টস বাংলাদেশে আন্তর্জাতিকমানের মেরিন পেইন্ট উৎপাদন এবং উন্নত সেবা প্রদানের ক্ষেত্রে যোগ্যতম উদ্যোক্তা হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে যাচ্ছে।
বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রুপালী চৌধুরী এবং চোগুকু মেরিন পেইন্টস (সিঙ্গাপুর) পি টি ই এর ব্যবস্থাপনা পরিচালক ইউচিরো নাগাকাওয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে সাক্ষর করেন। চুক্তি সাক্ষর অনুষ্ঠানটি বার্জার পেইন্টসের কর্পোরেট অফিসে সম্পন্ন হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন