রাঙ্গামাটিতে ২১ নমুনা পরীক্ষায় ১৬ জনই পজিটিভ

রাঙ্গামাটিতে ২১ নমুনা পরীক্ষায় ১৬ জনই পজিটিভ
রাঙ্গামাটিতে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মাত্র ২৩ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনই পজিটিভ এলো।

চট্টগ্রাম ভেটেরিনারি এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ পরীক্ষাকেন্দ্র থেকে মঙ্গলবার রাতে পাঠানো ২৩ জনের রিপোর্টে ১৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

ডা. মোস্তফা কামাল বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ১৫ জনই রাঙ্গামাটি শহরের বাকি একজন কাপ্তাই উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে রাঙ্গামাটি সদর হাসপাতালের একজন চিকিৎসক আছেন। বাকিরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে পুলিশ ও আনসার সদস্য আছেন।

তিনি বলেন, নতুন করে করোনা শনাক্ত হওয়া ১৬ জন নিয়ে রাঙ্গামাটিতে মোট আক্রান্তের সংখ্যা ১২১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৫০ জন, মারা গেছেন দুইজন। এখনও আইসোলেশনে আছেন ২৩ জন।

নতুন করে আক্রান্তরা হলেন- রাঙ্গামাটি শহরের শান্তিনগর এলাকার তিন মাসের এক শিশু, ভেদভেদী এলাকার এক ব্যক্তি (৫০), কাপ্তাই উপজেলার এক যুবক (২২), সদর হাসপাতালের এক নারী (২৮), ৩০৫ পদাতিক ব্রিগেড ঠিকানার ৪০ ও ৪৫ বছরের দুই ব্যক্তি, দেবাশীষ নগরের এক যুবক (৩১), রিজার্ভবাজারের এক যুবক (৩০), কালিন্দীপুরের এক যুবক (৩৩), তবলছড়ির এক যুবক (৩২), ভেদভেদীর ৪৮ বছরের এক ব্যক্তি, সুখী নীলগঞ্জ ঠিকানার এক যুবক (২৩), ভেদভেদীর ৪০ বছরের এক ব্যক্তি, আসামবস্তি নারিকেল বাগান এলাকার ৩৩ বছরের এক যুবক, কাঁঠালতলি মসজিদ কমপ্লেক্সের এক ব্যক্তি (৪৭) ও ভেদভেদী এলাকার ৫০ বছরের এক ব্যক্তি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা