করোনায় ট্রাম্পের মনোনিত ওষুধের ব্যবহার বাতিল করলো এফডিএ

করোনায় ট্রাম্পের মনোনিত ওষুধের ব্যবহার বাতিল করলো এফডিএ
করোনাভাইরাস চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন ওষুধের জরুরি ব্যবহারের অনুমোদন বাতিল করে দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। অথচ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওষুধটিকে ‘গেম চেঞ্জার’ অভিহিত করে নিজেও তা সেবন করেছেন।

বিভিন্ন গবেষণা পর্যালোচনার পর এফডিএ সিদ্ধান্ত নিয়েছে, ওষুধগুলো জরুরি ব্যবহারের অনুমোদনের ‘সংবিধিবদ্ধ মানদণ্ড’ পূরণ করে না, কারণ বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে কোভিড-১৯ এর চিকিৎসায় এর কার্যকারিতা নেই। সোমবার নিজেদের ওয়েবসাইটে এই সিদ্ধান্তের কথা জানায় সংস্থাটি।

এফডিএর প্রধান বিজ্ঞানী ডেনিস হিন্টন এ নিয়ে বলেছেন, ‘বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য এবং অন্যান্য তথ্যের উপর ভিত্তি করে এফডিএ এই সিদ্ধান্ত নিয়েছে যে, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন কোভিড-১৯ চিকিৎসার ক্ষেত্রে কার্যকর হতে পারে, এটা বিশ্বাস করার যুক্তিসঙ্গত কোনো কারণ নেই।’

সোমবার বায়োমেডিকেল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (বিএরআরডিএ) গ্যারি ডিসব্রোকে একটি চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘এছাড়া কোভিড-১৯ চিকিৎসায় ওষুধগুলোর জ্ঞাত এবং সম্ভাব্য ঝুঁকির চেয়ে এর জ্ঞাত ও সম্ভাব্য সুবিধাগুলো অনেক বেশি বলে বিশ্বাস করাও অযৌক্তিক।’

হিন্টন চিঠিতে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইনের সাংকেতিক নাম ব্যবহার করে লিখেছেন, ‘কোভিড-১৯ চিকিৎসায় এইচসিকিউ এবং সিকিউ-র জরুরি ব্যবহার বাতিল করেছে এফডিএ। এই চিঠির তারিখ থেকে ওষুধ দুটি এফডিএ দ্বারা কোভিড-১৯ চিকিৎসার জন্য আর অনুমোদিত নয়।’

ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন সেবনে করোনা রোগীদের সুফল হয় কিনা তা জানতে এর আগে ট্রায়াল চালায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও। তবে অ্যান্টিভাইরাল এই ওষুধটি কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে অকার্যকর প্রমাণিত হওয়ায় সেই ট্রায়াল থেকে তা বাতিল করে দিয়েছিলেন গবেষকরা।

শুধু অক্সফোর্ড নয় প্রখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যানচেটে ওষুধটি নিয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করে জানা হাইড্রোক্সিক্লোরোকুইনে করোনা রোগীদের সুস্থ হওয়ার প্রমাণ তো নেই উল্টো এতে মৃত্যু ঝুঁকি আরও বাড়ে। বিশ্বের শীর্ষ আরও অনেক বিজ্ঞানী ওষুধটি নিয়ে ঝুঁকির কথা জানিয়েছেন।

ওষুধটি নিয়ে আলোচনা শুরু ডোনাল্ড ট্রাম্প একে ‘গেম চেঞ্জার’ হিসেবে অভিহিত করার পর। ট্রাম্প নিজেও হাইড্রোক্সিক্লোরোকুইন সেবন করেছেন বলে প্রকাশ্যে জানান। এরপর অনেকেই চমকে যান, কারণ এর কার্যকারিতার কোনো প্রমাণ এখনো নেই। ট্রাম্প সবাইকে এই ওষুধ সেবনেরও পরামর্শ দেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া