গান শুনে কোমা থেকে জেগে উঠলেন রোগী

গান শুনে কোমা থেকে জেগে উঠলেন রোগী
Songসংগীতের একটি অবিশ্বাস্য নিরাময় ক্ষমতা রয়েছে। একটি ভালো গান মুহূর্তের মধ্যেই শ্রোতার বিষাদে ভরা মন আনন্দের জোয়ারে ভাসিয়ে দিতে পারে। তবে গান শুনে কোমা থেকে জেগে ওঠার ঘটনা কখনো কি শুনেছেন?

অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটেছে মধ্য চীনের একটি হাসপাতালে। গত বছর নভেম্বরে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে ওই হাসপাতালে ভর্তি হন এক নারী। পরবর্তী সময়ে কোমায় চলে যান। লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল তাকে। কিন্তু সম্প্রতি ওই নারী তাইওয়ানের পপস্টার জে চাওয়ের ‘রোজমেরি’ গানটি শুনে দীর্ঘদিন পর জেগে উঠেছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টকে দেওয়া এক সাক্ষৎকারে ওই নারীর সেবায় নিয়োজিত সেবিকা বলেন, ‘প্রতিদিনের মতো আমি রুটিন মাফিক রোগীকে কৌতুক পড়ে শোনাচ্ছিলাম। এরপর আমি পপস্টার জে চাওয়ের গান চালু করি। গান চালু করার কিছুক্ষণ পরেই রোগী সাড়া দিতে শুরু করে। অবিশ্বাস্য এই ঘটনা দেখে চিকিৎসককে খবর দেই। বর্তমানে ওই নারী সুস্থ আছেন।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২১ ডিসেম্বরের রাত কেন দীর্ঘ!
হেলিপ্যাডে ‘এইচ’ লেখা থাকে কেন?
আইনস্টাইনের পাণ্ডুলিপি ১৪ কোটি টাকায় বিক্রি
চুলের স্টাইলের কারণে স্কুল থেকে দুইবার বরখাস্ত
বিষাক্ত তেলাপিয়া খাওয়ায় হারালেন হাত-পা
কোরিয়ান 'মুন জার' কেন লাখ লাখ ডলারে বিক্রি হয়?
ব্যাংকের লকার খুলতে ব্যর্থ চোর, প্রশংসা জানিয়ে চিরকুট
ব্রিকস কী? এতে আগ্রহ বাড়ছে কেন
বিশ্বের সবচেয়ে সুখী মানুষ তিনি
উরুগুয়ের উপকূলে ভেসে এলো দুই হাজার মৃত পেঙ্গুইন