সাউথইস্ট ব্যাংকের “ভিসা ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড” উদ্বোধন

সাউথইস্ট ব্যাংকের “ভিসা ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড” উদ্বোধন
সাউথইস্ট ব্যাংকের গ্রাহকদের জন্য অত্যাধুনিক ইএমভি চিপ সুবিধা সম্বলিত “ভিসা ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সাউথইস্ট ব্যাংকের সেভিংস, কারেন্ট এবং শর্ট নোটিশ ডিপোজিট একাউন্টের গ্রাহকগণ বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভিসা ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড ব্যবহার করে কোন রকমের ফি ছাড়াই পাসপোর্ট এন্ডোর্স করে নির্ধারিত ট্রাভেল কোটায় অনুমোদিত অর্থ খরচ করতে পারবেন।

অত্যাধুনিক ইএমভি চিপ এবং পিনভিত্তিক ভিসা ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড ব্যবহার করে বিশ্বের যে কোন প্রান্ত থেকে দিন-রাত ২৪ ঘন্টায় ভিসা ব্র্যান্ডেড এটিএম মেশিনের মাধ্যমে নগদ অর্থ উত্তোলন এবং যে কোনো মার্চেন্ট থেকে কেনাকাটা করা যাবে।

এছাড়াও এই কার্ড ব্যবহার করে গ্রাহকরা দেশ ও বিদেশের যে কোনো স্থানে চিকিৎসা, ভ্রমণ, বিনোদনে লেনদেন করতে পারবেন।

“ভিসা ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড” ব্যবহার করে থ্রি-ডি নিরাপত্তায় ই-কমার্সেও লেনদেন করা যাবে আরো সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও অধিকতর নিরাপদে।

এছাড়াও সাউথইস্ট ব্যাংক “ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড” এর উদ্বোধন করেছে যা মার্কিন মুদ্রার ফরেন কারেন্সী (এফসি) একাউন্ট, রেসিডেন্ট ফরেন কারেন্সী ডিপোজিট একাউন্ট (আরএফসিডি) এবং এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) একাউন্টের বিপরীতে গ্রহণ করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে, সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: হাবিবুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়