২০৩৪ সালে বিশ্বের বড় অর্থনীতির একটি হবে বাংলাদেশ

২০৩৪ সালে বিশ্বের বড় অর্থনীতির একটি হবে বাংলাদেশ
নতুন বছরে যাত্রা শুরুর আগ মুহূর্তে বাংলাদেশ নিয়ে সুখবর দিল যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর)। সংস্থাটি বলেছে, ২০৩৪ সালের মধ্যে বিশ্বের ২৬টি বড় অর্থনীতির একটি হবে বাংলাদেশ। তখন বাংলাদেশের অবস্থান হবে ২৫তম। অর্থনীতির আকার অনুযায়ী, বাংলাদেশ এখন ৪১তম। সাধারণত জিডিপির আকার বিবেচনায় এনে অর্থনীতির আকার নির্ধারণ করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ (সিইবিআর) প্রকাশিত এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা বলা হয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০২০ শীর্ষক এ প্রতিবেদনে ১৯৩টি দেশের অর্থনৈতিক অবস্থা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার উল্লেখ আছে। গত ২৬ ডিসেম্বর এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

গত বছরও একই দিনে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০১০ প্রকাশ করে সংস্থাটি বলেছিল, ২০৩২ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের বড় ২৫টি অর্থনীতির দেশের একটি হবে। তখন বাংলাদেশ হবে ২৪তম বৃহৎ অর্থনীতির দেশ।

নতুন প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে বিশ্ব জিডিপির ২৪ দশমিক ৮ শতাংশের দাবিদার যুক্তরাষ্ট্র। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ চীন যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের এক নম্বর অর্থনীতির দেশ হবে ২০৩৩ সালে। ফ্রান্স ও যুক্তরাজ্যকে পেছনে ফেলে ভারত ২০১৯ সালে বিশ্বের পঞ্চম বড় অর্থনীতির দেশ হয়েছে। ২০২৬ সালে জার্মানিকে টপকে চতুর্থ বৃহত্তম ও ২০৩৪ সালে জাপানকে পেছনে ফেলে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। ২০২৬ সালে ভারতের জিডিপির আকার ৫ ট্রিলিয়ন ডলার হবে বলে উল্লেখ রয়েছে এতে। ব্রেক্সিট অনিশ্চয়তা সত্ত্বেও ফ্রান্স যুক্তরাজ্যকে পেছনে ফেলতে পারছে না জানিয়ে এতে বলা হয়েছে, ২০৩৪ সালেও যুক্তরাজ্য ফ্রান্সের তুলনায় এগিয়ে থাকবে। ওই সময় কানাডা বিশ্বের অষ্টম বৃহত্তম ও অস্ট্রেলিয়া ১৩তম অর্থনীতির দেশ হবে। ২০২৭ সালেই দক্ষিণ কোরিয়া বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতির তালিকায় ঢুকবে, ১৪ বছরের মাথায় ১১তম বড় অর্থনীতির দেশ হবে ইন্দোনেশিয়া।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ