অর্থনীতির চেয়ে মানুষ বেশি গুরুত্বপূর্ণ: পোপ ফ্রান্সিস

অর্থনীতির চেয়ে মানুষ বেশি গুরুত্বপূর্ণ: পোপ ফ্রান্সিস
খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বলেছেন, অর্থনীতির চেয়ে মানুষ বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশ অর্থনীতি সচল করতে যখন করোনাভাইরাস মহামারির কারণে জারি করা লকডাউন শিথিল করছে তখন তিনি এই মন্তব্য করলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সেন্ট পিটার্স স্কয়ারে জানালা থেকে দেওয়া বক্তব্যে পোপ ফ্রান্সিস বলেন, অর্থনীতিকে সহযোগিতার জন্য অর্থ সঞ্চয় নয়, মানুষকে সুস্থ করে তোলা গুরুত্বপূর্ণ। অর্থনীতির চেয়ে মানুষ বেশি গুরুত্বপূর্ণ। অর্থনীতি নয়, মানুষ পবিত্র চেতনার আধার।

পোপ ফ্রান্সিস বক্তব্যে কোনও নির্দিষ্ট দেশের কথা উল্লেখ করেননি। তবে অনেক দেশের সরকার কর্মসংস্থান ও জীবনমান রক্ষায় ভাইরাস নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত লকডাউন জারি রাখবে নাকি শিথিল করবে- তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে।

সর্বশেষ ১ মার্চ পোপ ফ্রান্সিস বার্তা প্রদান ও মানুষকে আশীর্বাদ জানিয়েছিলেন। তখনও ইতালিতে লকডাউন জারি হয়নি। দেশটিতে করোনাভাইরাসে ৩৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বুধবার লকডাউন প্রত্যাহার হতে পারে।

জড়ো হওয়া মানুষদের নিয়ে অন্যকে সুস্থ করতে গিয়ে প্রাণ দেওয়া স্বাস্থ্যকর্মীদের জন্য নীরব প্রার্থনা করেন পোপ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া