বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা

বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে ৫ হাজার কোটি টাকা
শেষ সপ্তাহে (১৪ আগস্ট -১৭ আগস্ট) সূচকের ঊর্ধ্বমুখীতে ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে লেনদেন হওয়া শেয়ারের দামের সঙ্গে বেড়েছে সূচকও। এতে বিনিয়োগকারীদের মূলধন বেড়েছে চার হাজার ৮৪২ কোটি টাকা, যেখানে আগের সপ্তাহে বিনিয়োগকারীরা মূলধন হারিয়েছিলেন ১০ হাজার ২১০ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের সপ্তাহের চেয়ে ৯২ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৬৬ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের সপ্তাহের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে দুই হাজার ২২০ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল পাঁচ লাখ তিন হাজার ২৬৬ কোটি ৪০ লাখ ৭২ হাজার ৭৪২ টাকা। সপ্তাহের শেষ কর্মদিবস বুধবার লেনদেন শেষে মূলধন দাঁড়িয়েছে পাঁচ লাখ আট হাজার ১০৯ কোটি ২২ লাখ ৯৮ হাজার ৪০২ টাকায়। অর্থাৎ মূলধন বেড়েছে দশমিক ৯৬ শতাংশ।

শেষ সপ্তাহে (১৪ আগস্ট -১৭ আগস্ট) ডিএসইতে মোট লেনদেন হয়েছে দুই হাজার ৮৩৮ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ১৩৮ টাকা। আগের সপ্তাহে চার কর্মদিবসে লেনদেন হয়েছিল তিন হাজার ৫৮৪ কোটি পাঁচ লাখ ২৫ হাজার ৯৯২ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের চেয়ে কমেছে ৭৪৫ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৮৫৪ টাকা, অর্থাৎ ২০ দশমিক ৮০ শতাংশ ।

শেষ সপ্তাহে (১৪ আগস্ট -১৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, শেয়ারের দাম কমেছে ৪২টির, আর শেয়ারের দাম অপরিবর্তিত ছিল ৮৯টির।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই  অবস্থায় লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক ২৪২ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৫৮২ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৪ কোটি ২২ লাখ ৮৭ হাজার ৬৯৯ টাকা।  এর মধ্যে ১৮৪টি কোম্পানির  শেয়ারের  দাম বেড়েছে, কমেছে ৫৪টির আর অপরিবর্তিত ৮৭টির।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়