করোনায় হাইড্রক্সিক্লোরোকুইন না দিতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনায় হাইড্রক্সিক্লোরোকুইন না দিতে বলল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বৈশ্বিক মহামারী করোনা উপশমে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের পরীক্ষামূলক ব্যবহার আপাতত বন্ধ রাখতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেবরিয়াসুস সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

করোনা রোগীর সুরক্ষা নিয়ে উদ্বেগ থেকে সংস্থাটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

করোনা রোগীর চিকিৎসায় এখন পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি। যে কারণে বর্তমান বাজারে থাকা নানা ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকরা।

ফলে বিভিন্ন দেশে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের।

তবে যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ সতর্ক করে দিয়ে বলেছিল, এই ওষুধ সেবনে অনেকের হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে।

এর আগে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাও বিবৃতি দিয়ে ক্লোরোকুইন ও হাইড্রক্সিক্লোরোকুইনের পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে সতর্ক করে দেয়।

এত কিছুর পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে তিনি নিয়মিতই হাইড্রক্সিক্লোরোকুইন সেবন করছেন।

তার মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ট্যাবলেটটি কোভিড-১৯ রোগীদের সেবন করানো স্থগিত রাখতে বলল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, করোনা আক্রান্তদের ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের প্রয়োগ কতটা নিরাপদ, তার পর্যালোচনা চলছে, তার আগ পর্যন্ত বিশ্ব সংস্থার নির্বাহীরা এই ওষুধটির পরীক্ষামূলক ব্যবহার স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

কাজে লাগান পুরনো টুথব্রাশ
খরচ কমাতে বছরের শুরু থেকেই করুন এই ৫ অভ্যাস
শীতে যে ৪ খাবার বাদ দেবেন না
উৎসবে বাজি-পটকা কতটা ক্ষতিকর?
শীতে কোন সময় গোসল করলে শরীর থাকবে সুস্থ?
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
কাঠবাদামের তেল কতটা উপকারী?
সপ্তাহে ১ দিন শ্যাম্পু করলেই দূর হবে খুশকি
সর্দি-কাশি দূর করার ঘরোয়া উপায়
জাল নোট চেনার সাত উপায়