সোনামসজিদ স্থলবন্দরে ৯৭১ কোটি টাকার রাজস্ব আদায়

সোনামসজিদ স্থলবন্দরে ৯৭১ কোটি টাকার রাজস্ব আদায়
গত অর্থবছরে (২০২১-২০২২) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ৯৭১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৪২ কোটি টাকা বেশি। ওই অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৮২৮ কোটি ৮৩ লাখ ৬৯ হাজার টাকা।

সংশ্লিষ্টদের মতে, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন মূলত নির্ভর করে কাস্টমস কর্তৃপক্ষের ওপর। তারা সঠিকভাবে তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে। এতে গতিশীলতা এসেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা প্রশান্ত কুমার বলেন, গত ২০২১-২২ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৪২ কোটি ৩১ লাখ ৮৫ হাজার টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। সময়োপযোগী নানারকম সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন এই অর্জনের অন্যতম প্রধান কারণ। এছাড়াও গত অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে অধিক পরিমাণে বিভিন্ন ফল ও পাথর আমদানি হওয়ার কারণে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে কাস্টমস কর্তৃপক্ষ এখনো রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি বলে জানান এই কর্মকর্তা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ