এনটিভি অনলাইনের সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় জিডি

এনটিভি অনলাইনের সাংবাদিককে হুমকির ঘটনায় থানায় জিডি
এনটিভি অনলাইনে কর্মরত সাংবাদিক এম এ নোমানকে হুমকির ঘটনায় থানায় সাধারণ সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। রোববার (৭ আগস্ট) যাত্রাবাড়ি থানায় জিডি করেন তিনি।

জিডিতে উল্লেখ করা হয়, শনিবার দিনগত রাত ১২টা ৮ মিনিটে তাঁর মুঠোফোনে ০১৯৮৬০৪৩২৩১ থেকে কল আসে। রিসিভ করতেই তাঁকে হুমকি-ধামকি দেওয়া হয়। পরিচয় জানতে চাইলে ওপাশ থেকে বলা হয়, ‘তোর হাড়গোড় গুঁড়া করে ফেলব। তুই বাসা থেকে বের হবি তো, তখন বুঝবি।’

এ সময় সাংবাদিক নোমান ওই ব্যক্তির কাছে কী কারণে হুমকি দিচ্ছেন জানতে চেষ্টা করেন এবং আবারও তাঁর পরিচয় জানতে চান। কিন্তু, হুমকিদাতা পরিচয় গোপন রেখে আরও উত্তেজিত হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একই সঙ্গে চিৎকার করে বলতে থাকেন, ‘সময়মতো আমারে চিনবি। তখন তুই বুঝতে পারবি, আমি কে।’ এরপর লাইন কেটে দেন।

এই সাংবাদিক বলেন, এমন হুমকিতে আমি, আমার সন্তানরাসহ পরিবারের সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনকে বিষয়টি জানিয়ে থানা জিডি করেছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শ্রম আদালতে যাচ্ছেন ড. ইউনূস
ন্যায়বিচার নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে
বিচারপতির বাসভবনে ১১ জন প্রধান বিচারপতি
প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিল চেয়ে রিটের শুনানি আজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধ
ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই
হাইকোর্টে ৫২ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি
আইন কমিশনের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ মারা গেছেন
অপ্রয়োজনীয় সিজার বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ